নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য, সুন্দর ও শান্তির জন্য,,,,,,,,

সেতুর বন্ধন

সম্পাদক, মাসিক ব্রাহ্মনবাড়িয়া ফিচার, সাংগঠনিক সম্পাদক কসবা প্রেসক্লাব, গীতিকার, কসবার গান

সেতুর বন্ধন › বিস্তারিত পোস্টঃ

লোকমান হোসেন পলা\'র বইয়ের রিভিউ

০৯ ই মার্চ, ২০১৮ রাত ১১:০৫





ডিজিটাল সংসার
অন্য প্রেমর গল্প

হাসনাইন সাজ্জাদি

স্বপ্ন তাড়া করে ফিরি, নতুন দিন মানেই নতুন কিছু, দিন বদলের বিশ্বাসে নিশ্বাস নিই, সুদিনের অপেক্ষায়.।.। বই-জ্ঞানের আধার। বই যখন কেউ খোলে, সে কি তখন কেবল একটা বই-ই খোলে, আমি তেমনটা মনে করি না, আমার মনে হয় যারা বই পড়েন তারাও কথাটা মেনে নিতে খুব আপত্তি করবেন না, আমরা বইয়ের মলাট খুলে আসলে কল্পনার রাজ্যের দুয়ার খুলে দেই, সেখানে আমরাই রাজা, আমরাই শাসনকর্তা, আমরাই সকল কাজের বিধাতা, বইয়ের চরিত্রগুলোতে ডুবে যাই আমরা, কেউ হয়ে যাই হিমু, কেউ মিসির আলি, কেউ বাবলু, কেউ মন্তু, এরকম আরো নতুন চরিত্র হয়ে উঠবে লোকমান হোসেন পলার "ডিজিটাল সংসার অন্য প্রেমের গল্পের রবি ও মিতা এই দুই টি চরিত্র সময়ের উপযোগি এক সহজ হিসাবের, আমরা এখন প্রতি সেকেন্ডে বরি এবং মিতার হয়ে বিচরন করি সর্বময়। মানে হলো ভাচুয়াল সময়ের কথা বলছি আরো সহজ করে বলতে গেলে এমন করে বলা যায় আমার প্রতি দিন সামাজিক যোগাযোগের মাধ্যে একে অপরের সাথে যে সেয়ার অথবা ভাবের বিনিময় করি, এই বিষয়টি লেখক তার লেখনি মধ্যে রবি ও মিতার চরিত্রে রুপদিতে চেস্টা করেছেন।ডিজিটাল সংসার অন্য প্রেমের গল্পে লেখক পৌরাণিক, মধ্যযুগ মুঘল, বৃস্টিশ ও আজকের ভাচয়াল প্রেমের বিষয় গুলো সহজ ভাবে তুলে ধরেছেন রবি ও মিতার আধুনিক বার্তা বিনিময়ের মাধ্যেমে, নানান চরিত্রকে নিজেদের মধ্যে ধারণ করি আমরা, এটা বয়স, লিঙ্গ, সামাজিক কিংবা অর্থনীতিক অবস্থার ওপর নির্ভর করে না, নির্ভর করে আমাদের ইচ্ছের উপর। বই পড়ে কেউ দেউলিয়া হয় না, জ্ঞানী ব্যক্তি বলেছেন, সব ছেড়ে গেলেও বইয়ের মত কেউ সঙ্গী হয়ে থাকবেনা, এটা কতখানি বাস্তব, তা যাদের অভিজ্ঞতা আছে কেবল তারাই ভালো বুঝবেন, এই ডিজিটাল যুগে বই পড়া যেন একরকম নির্বাসিত, ই-বুক রিডার, ট্যাব, ল্যাপটপ, ডেস্কটপ ইত্যাদির কারণে আমরা বই কিনতেও যেন আগ্রহ হারিয়ে ফেলেছি।আমার বিশ্বাস ডিজিটাল সংসার আমাদের কে নতুন করে বই পড়ার জন্য একটু হলেও অাগ্রহি করে তুলবে, আমি এই নতুন ধারার লেখাটি সকলের মনে নতুন চিন্তার বীজবুনুনের প্রচেস্টা করবে এই প্রত্যাশা করি । নিজেকে জানতে হলে, বুঝতে হলে, অতীত আর ভবিষ্যতের মধ্যে যোগাযোগ প্রতিষ্ঠা করতে হলে বই পড়ার বিকল্প নেই, স্বপ্ন দেখা আর তা বাস্তবে রূপ দিতে হলে জানা প্রয়োজন মহান সেই ব্যক্তিদের যাঁরা স্বপ্ন সত্যি করে দেখিয়েছেন, এটা পি সি জুনিয়র এর মুহুর্তেই তাজমহল ভ্যানিশ করে দেয়া যাদুমন্ত্রের দ্বারা হবে না, এর জন্যে শ্রম লাগবে, ঘাম ঝরাতে হবে, সঠিক পরিকল্পনা করতে হবে, তবেই সফল হবে স্বপ্ন, অর্জিত হবে লক্ষ্য, কল্যান হউক লোকমান হোসেন পলার।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.