নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য, সুন্দর ও শান্তির জন্য,,,,,,,,

সেতুর বন্ধন

সম্পাদক, মাসিক ব্রাহ্মনবাড়িয়া ফিচার, সাংগঠনিক সম্পাদক কসবা প্রেসক্লাব, গীতিকার, কসবার গান

সেতুর বন্ধন › বিস্তারিত পোস্টঃ

ডিজিটাল সংসার ( অন্য প্রেমের গল্প) ২

০২ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৪:১০


লোকমান হোসেন পলা

-শুধু তোমির সাথে যোগাযোগ করবো বলেই এই আইডিটি খুলছি।
- ধন্য আমি বন্ধু তোমার এই ভালোবাসা দেখে, এইবার বলো কে তুমি? ১৯৯০ সালে মানে আমরা তখন দশম শ্রেণিতে পড়ি সেই সময়ের মেয়ে বন্ধুদের অনেকই আমার মনে নেই। তাছাড়া তখন তো এমন তো এখনকার মতো ততো সহজ জীবন - য়াপন ছিল না। তুমি তো আমাকে আমার পোস্ট থেকে দেখে নিয়েছো, তুমি এইবার দেখা দাও দয়া করে।
- দিবো, আগে তোমার চিন্তাশক্তিকে পরখ করে নেই।
- আমি বেশি করতে পারিনা,
- কেন স্কুল পড়ার সময় তো তোমাকে সবাই বুদ্ধিজীবী বলে ডাকতো। এখনও তো তুমি সেই ভাবেই আছো,
- তোমার প্রোফাইল ও পোস্ট তো তাই বলে।
- তুমি কি ববি ইটালিতে থাকো,
না, কেন ববি কি ৯০ সালের পরে আর বিদেশে যায়নি, ববি তো ২০০০ সালের পরে ইটালিতে গেছে।
- তাহলে কে তুমি?
- আমার নামের সাথে তুমি সব সময় ‘ম’ যুক্ত করে, আমাকে ক্ষ্যাপতে মনে পড়েছে সোনা বন্ধু কে আমি?
- হা হা হা, কেমন আছো ‘ম’
- ভাল আছি।
তোমার + ‘ম’ কে মনে রেখে আমি মিতা নামে আইডি করেছি, সেটা তোমার প্রতি ভালোবাসার প্রকাশ বন্ধু।
- ধন্য আমি।
- তোমার ছেলে মেয়ে কথা বলো
- আমার দুই ছেলে,
- আমার দুই মেয়ে এক ছেলে
- জানি, দেখ তোমার বৌ ছেলে মেয়েদের ছবি
- বাহ তোমার কাছে লোড করা রয়েছে বুঝি?
- একদম, বন্ধু আমার এখানে এখন রাত্র ২টা ঘুমাতে যাবো, ভাল থেকে আগামী কাল সকালে আমাকে দেখে তোমার সকাল শুরু হউক সেটাই আমি চায়
- বাহ সুন্দর চিন্তা, শুভ কামনা ভাল থেকো।
- তুমি ও ভাল থেকো, তোমাকে একটা অনুরোধ সেটা তোমাকে রাখতেই হবে বন্ধু।
- বল,
- তোমার সাথে আমি আমার সকল কিছু বিনিময় করবো সেটা কাউকে শেয়ার করা যাবে না, তুমি লেখা লেখি করো এই জন্য তোমার সাথে আমার চিন্তার বিনিময় করবো বলে তোমাকে খোঁজে বের করা।
- খুশি হলাম বন্ধু তোমার সহজতা দেখে, তুমি এতো বছর পরেও সেই সহজতা সেই সহজ মানুষিকতা ধরে রেখেছো, তোমাকে সেলুট বন্ধু,
- এই তোকে তেল মারতে হবে না,
- আমি তেল মারিনা, সত্য বলি সদা,
- সেই জানি, শুভ রাত্রি, ভাল থেকো ভাল থেকো।
২৬ বছর পর সামাজিক যোগাযোগমাধ্যেমে রবির স্কুলজীবনের বন্ধু মিতা খোঁজে বের করলো তার বন্ধু রবি কে, রবি মিতার সাথে যোগাযোগ হওয়ার পরে এক মুহূর্তে ২৬ বছরের সময়কে ২৬ সেকেন্ডের দূরন্তে নিয়ে আসে।
তার নির্বাচিত অনির্বাচিত ভাবনাগুলো আজ একসাথে দাঁড়িয়েছে। রবি কাছে এই মুহূর্তে সব কিছু সহজও সরল মনে হচ্ছে, এমন সময় তার আর কখনই আসেনি, চলার পথে, রবির মনে হচ্ছে পৃথিবীর কোনো সম্পর্কই হিসাবের বাইরে নয়। তবে বন্ধু হচ্ছে সেই সম্পর্কে যার সব হিসাবের বাইরে, জীবনের খুব নগণ্যসংখ্যক সহপাঠী আজীবনের বন্ধু হিসেবে টিকে থাকে। শৈশব-কৈশরের বন্ধু।
স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়, বন্ধু কিংবা সহকর্মী বন্ধু থেকে শুরু করে নিকট দূরের অচেনা বন্ধুকেও আপন করে তুলেছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলো। রবি অনেকের সাথেই চ্যাট করে এমন অনেক বন্ধু তার রয়েছে যাদের সাথে রবি নিয়মিত চ্যাট করে, সববিষয়ে কথার বিনিময় করে। কিন্তু মিতার সাথে যোগাযোগ হওয়ার পরে কেন যে তার মনে অন্য এক অনুভূতি বোধ তাকে তাড়া করছে। বারবার সে মিতার কথা ভাবছে আর মিতা প্রোফাইলেই দেখছে। প্রোফাইলে তো কয়েকটি গান ছাড়া আর কিছু নেই, ২৬ বছরে মিতার কি পরিবর্তন হয়েছে। এমন একটা ধারণা তাকে বারবার তাড়া করেছে।
- শুভ সকাল বন্ধু? কেমন আছো?
- এই আমি তোমাকে লাইফ সেলফি দিলাম।
- শুভ সকাল, ভাল আছি, তুমি?
- তোমার ছবিতো অতি সুন্দর, তুমি আগের চেয়েও আরো সুন্দর।
- ভাল আছি।
- আমার বয়স বুঝা যায়। তোমার তার বুঝাই যায়না যে তুমি আমার ক্লাসমেইড, তোমাকে তো মনে হয় এখনো কলেজের ছাত্র। তুমি তো চির সবুজই রয়েগেছো।
- এই তোকে তেল মারতে হবে না। ছবি আমাকে যে ভাবে খোঁজে পাওয়া যায় সরাসরি তেমন পাবেনা, তোর বাবুদেরকে দেখা,
- হা হা হা
- কেন রে?
- এরা কি বাবু আছে রে, দু’জনই তো কলেজে পড়ে
- দেখ।
- কাহ! অপূর্ব, ওদের জন্য শুভ কামনা।
- ধন্যবাদ। তোমাকে খোঁজে বের করেছি, যন্ত্রণা দেয়ার জন্য।
- এমন করে বলছো কেন? আমি ধন্য তোমার বন্ধুত্ব ফিরে পেয়ে, আমাকে কি করতে হবে বলো,
- তোমার সাথে আমি অনেক কিছু শেয়ার করতে চাই,
- সে আর এমন কি? ভাচুয়াল যুগে তো সব কিছুই শেয়ার করা যায় সহজেই,(চলমান)

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ রাত ১০:৪৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: এই পর্ব পাঠে পরিচয় পাওয়া গেল। গল্প এগুচ্ছে দেখা যাউক সামনে কি খোঁজে পাওয়া যায়? পরের পর্ব পাঠ উদ্ধারে যাচ্ছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.