নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য, সুন্দর ও শান্তির জন্য,,,,,,,,

সেতুর বন্ধন

সম্পাদক, মাসিক ব্রাহ্মনবাড়িয়া ফিচার, সাংগঠনিক সম্পাদক কসবা প্রেসক্লাব, গীতিকার, কসবার গান

সেতুর বন্ধন › বিস্তারিত পোস্টঃ

ডিজিটাল সংসার (অন্য প্রেমের গল্প) ৩

০৩ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৪৪

লোকমান হোসেন পলা


- আমার বিষয়টা অন্য রকম, আমি চাই তোমাকে এমন কিছু শেয়ার করতে যা তোমার জন্য কাজে লাগবে। আমার শেয়ারগুলো অন্য উচ্চতায় নিয়ে যাবে। আমি অনেক ভেবেচিন্তে তোমাকে খোঁজে বের করছি।
- পাগলি এমন করে বলছিস যে তুই আমাকে খুব জানিস এবং আমি অতি কোনো মানব, বোকা রাম আমি অতি সাধারণ সর্বক্ষেত্রে।
- এই তোমার ভাব নিতে হবে না, তোকে জেনেইÑশুনেই খোঁজে বের করছি। তোর পোস্টেই তোকে চেনা যায় তুই কেমন।
- আমাদের অন্য বন্ধুদের কোনো খবর তোমার জানা আছে কি?
- জানা ছিলনা, তবে খোঁজে ছিলাম সবাইকেই খোঁজতে গিয়ে অনেকের প্রোফাইল পড়া হয়ে গেছে কিছুটা জানাÑশুনাও হয়ে গেছে। সবার কথা বাদ, তোর কথা শোনবো তোকে জানাবো অনেক কিছু।
- আমার চেয়েও অনেক ভাল প্রোফাইল আমাদের বন্ধুদের মধ্যে রয়েছে, অনেক তুলনায় আমি তো জিরো গো বন্ধু।
- হে তোর জিরোটাই আমার দরকার।
- বাহ্ মনে তো আমার ভাব জমে যাচ্ছে রে,
- হে তুমি তুমি ভাবের মানুষই বন্ধু,
- তাই বুঝি,
- একদম
- শুন তোর জিরোর আগে আমি ৯ হয়ে বসে যেতে চাই?
- বন্ধু কি হলো তোর বলতো, আমি এমন কি অর্জন করেছি তুমি আমাকে এতো বড় করে দেখছো?
- সেটা বলবো বলেইতো তুমাকে খোঁজে নেওয়া বন্ধু?
- এই আমার জন্য অনেক বড় অর্জন এইটা ভাবতে পারি, ওহে তোর স্বামীকে দেখলে না, সে কি করে?
- দেখ,
- সুন্দর
- সে ব্যবসা করে,
- তুই কি কিছু করিস?
- হে আমি একটা মলে জব করি।
- ভাল, আমি কি করি, জানতে চাইলিনা যে,
- আমি জানি সব।
- আমাকে কেন সব শেয়ার করতে চাও
- তুমি কবি বলে,
- তোর মাথা, আমি কবি না আমি ছবি,
- হে কবি তুমি যে ছবি তা তো আমি দেখি, এই সব দেখেই আমি ৯০ সালে ফেরি।
- বন্ধু হয়ে গেছে দেরি,
- হয়নি বন্ধু দেরি তোমাকে পরাবো নতুন বেড়ি।
- কি রে তুই তো ভাল কবি।
- হে বন্ধু জানাব তোমাকে সবই।
- তাইতো আমি রবি,
- তোমার অনেক বিষয় তো পোস্টে আছে,
- তোমার প্রেম ভালোবাসার কোনো বিষয়তো জানতে পারছিনা বন্ধু, একটু জানাও তো তোমার সেই কথাগুলো,
- আমি তোমার মতো সুন্দর নহে প্রেম আসেনি তাই মনে।
তবে প্রেম এসে আমার উপর পড়েছিল, যেটা আমাকে জটিলতায় ভূগিয়ে চলে গেছে উল্টো রথে।
প্রেমের সাথে সুন্দরের কি সম্পর্ক? প্রেম প্রেমই একদম, তোমার সাথে যোগাযোগ করার বিশেষ কারণ আছে বন্ধু।
বল কি কারণ তোমার কোন সেবাতে নিজেকে নিয়োজিত করতে পারলে ধন্য হবো বন্ধু।
- সেটা সেবা কিনা বলতে বুঝাতে পারবো না, তোমাকে দিয়ে আমি অমর হতে চাই।
- কি বলছো বন্ধু তাতো অতি কঠিন ও তান্ত্রিক কথা, এতো কঠিন কথা আমিতো বুঝতে বা ধারণ করতে পারবো না।
- আগে তোমায় প্রেমের কথা বলো,
আরে বোকা বললাম উল্টো রথে চলে গেছে আমার সেই জটিল ভালোবাসা,
আমি এর নাম মুখেও আনতে চাইনা,""
-তারপরেও আমাকে বল সে কথা
আমার জানার দরকার আছে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ রাত ১০:৫১

মাহমুদুর রহমান সুজন বলেছেন: এইতো কতো সহজ উক্তি। মনে হচ্ছে গল্প জমব্বে আছি সাথে। লেখককে একটি অনুরোধ ব্লগ খোলে মন্তব্যর জবাব দিতে হবে। আর অন্য সব ব্লগারদের পোস্টে কমেন্ট করা চাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.