নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাগর সীমানা ভেঙে এঁকে গেল এক কোটি প্রবাহ যা পৃথিবীকে শোনাল বৈচিত্র্যময় আবহ, সেই পৃথিবী আর তার সাগরে যেতে নদী অপরিসীম, যে মানুষের জীবনে ঢেউ নেই, সে জীবনে নদীও নেই।

আমি পৃথিবীর বুকে চিহ্ন আঁকারচেষ্টা করছি, মগ্ন হচ্ছি দাগ রেখে যাওয়ায়।পায়ের ছাপে যেন কিছুটা কষ্টও ধোঁয়া হচ্ছে না, সব চেপে বসে আছে বুকে।ওরা থাকবে। বাস করবে এখানে। জানালায় একদিন ঠিকই দেখতে পেতে,আমি ঘরে ফেরার পথে হাটতে চাচ্ছি।

শাহরিয়ার খান শিহাব

আমি পৃথিবীর বুকে চিহ্ন আঁকার চেষ্টা করছি, মগ্ন হচ্ছি দাগ রেখে যাওয়ায়। পায়ের ছাপে যেন কিছুটা কষ্টও ধোঁয়া হচ্ছে না, সব চেপে বসে আছে বুকে। ওরা থাকবে। বাস করবে এখানে। জানালায় একদিন ঠিকই দেখতে পেতে, আমি ঘরে ফেরার পথে হাটতে চাচ্ছি।

শাহরিয়ার খান শিহাব › বিস্তারিত পোস্টঃ

ছিলাম আমরাও প্রশ্নে

০৫ ই মে, ২০১৪ বিকাল ৩:০৪

তোমার সমস্ত শরীর খুঁড়ে খুঁড়ে

খুঁজে দ্যাখো সেখানে কোথাও

মায়াবতীর রুপে একটি ভালবাসার দেহ

মায়া নুয়ে পড়ে আছে।

প্রহর হাতড়াচ্ছে।

কবিরা বলেন, “যেমন করে সব যায়,

তেমনি করে সব ফিরেও আসে।”



আমরাও ভালবাসা খেলেছিলাম একদিন

তখন ছিলাম বর ও কনে।

তার আগে ছিলাম প্রেমিক-প্রেমিকা

তারও আগে বন্ধু।

কিন্তু তারও আগে? মনে আছে।

তার আগে ছিলাম তুমি আর আমি।

তখন পাখিদের মধ্যে

প্রেম হওয়া নিয়ে মুগ্ধ হতাম।



তার আগে একটি অপ্রস্তুত

আর একটি ভাঙ্গা হৃদয়ের শরীর ছিলাম।

মাঝরাত গুলো ভোর হয়ে যেত তাই,

কথায় কথায়। টের পাওয়া যেত না।

তারও আগে ছিলাম কাঁদামাটি।

কাঁদামাটি জানতে চায়, “ঠিক যেটা যায়,

সেটা কি ফেরে?”

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.