নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাগর সীমানা ভেঙে এঁকে গেল এক কোটি প্রবাহ যা পৃথিবীকে শোনাল বৈচিত্র্যময় আবহ, সেই পৃথিবী আর তার সাগরে যেতে নদী অপরিসীম, যে মানুষের জীবনে ঢেউ নেই, সে জীবনে নদীও নেই।

আমি পৃথিবীর বুকে চিহ্ন আঁকারচেষ্টা করছি, মগ্ন হচ্ছি দাগ রেখে যাওয়ায়।পায়ের ছাপে যেন কিছুটা কষ্টও ধোঁয়া হচ্ছে না, সব চেপে বসে আছে বুকে।ওরা থাকবে। বাস করবে এখানে। জানালায় একদিন ঠিকই দেখতে পেতে,আমি ঘরে ফেরার পথে হাটতে চাচ্ছি।

শাহরিয়ার খান শিহাব

আমি পৃথিবীর বুকে চিহ্ন আঁকার চেষ্টা করছি, মগ্ন হচ্ছি দাগ রেখে যাওয়ায়। পায়ের ছাপে যেন কিছুটা কষ্টও ধোঁয়া হচ্ছে না, সব চেপে বসে আছে বুকে। ওরা থাকবে। বাস করবে এখানে। জানালায় একদিন ঠিকই দেখতে পেতে, আমি ঘরে ফেরার পথে হাটতে চাচ্ছি।

শাহরিয়ার খান শিহাব › বিস্তারিত পোস্টঃ

অবিরত কবিতা

২১ শে মে, ২০১৪ রাত ২:৫৩

সাগর সীমানা ভেঙে এঁকে গেল এক কোটি প্রবাহ

যা পৃথিবীকে শোনাল বৈচিত্র্যময় আবহ,

সেই পৃথিবী আর তার সাগরে যেতে নদী অপরিসীম,

যে মানুষের জীবনে ঢেউ নেই, সে জীবনে নদীও নেই।



অবিরত কবিতার জীবন জুড়ে হাজারো নতুন ফুল

জীবনের মেটো হাসিতে সে জীবন আজও একটা ভুল,

বাড়ির বাগানে যে ফুল গাছ লাগালাম,

ফুঁটবে না তাতে ফুল, আসবেনা তাতে জীবনের লাগাম।



তালে তালে জীবন কেটে যায় জীবনের আড্ডায়

মানুষ ভরসা খোঁজে শুধু বিধাতার ইশারায়,

বিধাতা নিরব। বিধাতা নিরব এবং বিধাতা নিরব

তালে তালে জীবন কাটতে থাকে অকাল আশংকায়।



কবিতাগুলো আজ আমার স্মৃতির ব্যাথা

কিংবা নিরবে না বলা লুকানো সব কথা,

কবিতা আমার কাল্পনিক চোখে আঁকা গোঁধূলীবেলা

অথবা ব্যার্থ সময়ের অলস শব্দের খেলা।



আর জীবন থেকে হারিয়ে যাওয়া মাটির গন্ধ...

অনন্তকালের পথে মিলতে অনন্তকাল লাগে,

জীবনের ছন্দকে নাচাতেও জীবন স্বপ্ন মাগে।



আমি সবসময়ই ভুল এবং আমরা ও জীবন

প্রতিমুহূর্তে নিজেকে শুদ্ধ করতে যাই,

আর প্রতিমুহূর্তে আরও একটা ভুলের জন্ম দেই।

মন্ত্রমুগ্ধ জীবন আর শ্বাসরুদ্ধ জীবন যেটাই হোক না কেন,

জীবন একটা অবিরত কবিতা ছাড়া আর কিছু নয়।





শাহরিয়ার খান শিহাব

ঢাকা।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে মে, ২০১৪ দুপুর ১২:১৬

আমারে তুমি অশেষ করেছ বলেছেন: ভুল অথবা পাপ যাই বলি না কেন, আমরা বার বার নতুন করে তার জন্ম দেই এবং শপথ করে আবার সেই একই পথে পা বাড়াই।

২| ২১ শে মে, ২০১৪ বিকাল ৩:০৬

শাহরিয়ার খান শিহাব বলেছেন: সেটাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.