নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাগর সীমানা ভেঙে এঁকে গেল এক কোটি প্রবাহ যা পৃথিবীকে শোনাল বৈচিত্র্যময় আবহ, সেই পৃথিবী আর তার সাগরে যেতে নদী অপরিসীম, যে মানুষের জীবনে ঢেউ নেই, সে জীবনে নদীও নেই।

আমি পৃথিবীর বুকে চিহ্ন আঁকারচেষ্টা করছি, মগ্ন হচ্ছি দাগ রেখে যাওয়ায়।পায়ের ছাপে যেন কিছুটা কষ্টও ধোঁয়া হচ্ছে না, সব চেপে বসে আছে বুকে।ওরা থাকবে। বাস করবে এখানে। জানালায় একদিন ঠিকই দেখতে পেতে,আমি ঘরে ফেরার পথে হাটতে চাচ্ছি।

শাহরিয়ার খান শিহাব

আমি পৃথিবীর বুকে চিহ্ন আঁকার চেষ্টা করছি, মগ্ন হচ্ছি দাগ রেখে যাওয়ায়। পায়ের ছাপে যেন কিছুটা কষ্টও ধোঁয়া হচ্ছে না, সব চেপে বসে আছে বুকে। ওরা থাকবে। বাস করবে এখানে। জানালায় একদিন ঠিকই দেখতে পেতে, আমি ঘরে ফেরার পথে হাটতে চাচ্ছি।

শাহরিয়ার খান শিহাব › বিস্তারিত পোস্টঃ

গত রাতের কথা

২৫ শে মে, ২০১৪ রাত ১১:৩১

নিজের জীবনের গত রাতের কথা বলি। রুমের লাইট নিভানো, ল্যাপটপে নিজের একটা লেখা ছোটগল্প পড়ছিলাম। টের পেলাম আব্বা আস্তে আস্তে হেটে বিছানার পাশে এসে দাড়াল। তাকালাম না। প্রায়ই করি এই কাজ। তাকাই না। চুপ করে থাকি, চোখ থাকে ল্যাপটপের দিকে, মস্তিস্ক থাকে আব্বার দিকে।

আব্বা হঠাৎ আমার মাথায় হাত বুলায় দিতে থাকলো। আমি আরও চুপ হয়ে গেলাম। হাত বুলানো শেষ হলে আমি আব্বাকে তার বিছানায় শোয়ায় দিয়ে আসলাম। আব্বা আবার উঠে বসে পড়ল। আমি আধা মগ পানি দিলাম। আব্বা খেয়ে দাঁড়ায় গেল। আমি আবার আব্বাকে বিছানায় শোয়ায় দিলাম।

এইবার তার মাথায় হাত বুলায় দিয়ে বললাম "ঘুমাও এখন, আর উইঠোনা।"

আব্বা বলল "আচ্ছা।"



ডাক্তারের ভাষ্যমতে আমার বাপজান আর সুস্থ্য হবেনা। বাকিদিনগুলা এভাবেই কাটবে। স্ট্রোক। মস্তিস্কে পানি জমা, ৭৪ বছর বয়সে একটা অপারেশনের ধকল। কিন্তু আমি এই পৃথিবীর চরম আশাবাদী মানুষগুলার মধ্যে একজন। তার জন্য আমি বাকি জীবনটাও অপেক্ষা করতে রাজী আছি।

মনে পড়ে লাস্ট কবে আমার বাপ আমার মাথায় হাত বুলায় দিছিলো। হয়ত তার পরেও আরও অনেকবার দিছিলেন, আমি টের পাই নাই।



আমি তখন স্কুলে পড়ি। আম্মা কোন এক কারণে মাইর দিছিলো। আব্বা আদর করার সুযোগ পায় নাই। রাতে আমি শোয়ার পর চোখ বন্ধ করে ছিলাম। অভিমান নিয়ে ঘুমের ভান করে ছিলাম। আব্বা এসে মাথায় হাত বুলায়ে দিয়ে আম্মাকে বলতেছিল "আমার লক্ষী একটা পোলা আর তুমি মারলা।"

মা তখন আব্বাকে বলছিল "খালি বান্দারামি গুলা না করলেই তো হয়, মারতে কার মন চায়!"

বাপ মা - দের কখনও কেউ ছেড়ে যাইয়েন না ভাই। জীবনে সব চলে গেলে পাবেন বা বিকল্প কিছু বা তার থেকে ভাল কিছু পাবেন। কিন্তু বাবা মা গেলে কোনদিনও তা পাওয়া সম্ভব না।



আমি এই পৃথিবীর চরম আশাবাদী মানুষগুলার মধ্যে একজন।

যতদিন আশা আছে, আমি আছি। যতদিন আমি আছি, আশা থাকবে।

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৬ শে মে, ২০১৪ রাত ১২:২১

সুমন কর বলেছেন: আমি এই পৃথিবীর চরম আশাবাদী মানুষগুলার মধ্যে একজন।
যতদিন আশা আছে, আমি আছি। যতদিন আমি আছি, আশা থাকবে।

আপানার জন্য শুভ কামনা।

২৭ শে মে, ২০১৪ রাত ১:২৪

শাহরিয়ার খান শিহাব বলেছেন: ধন্যবাদ ভাই।

২| ২৬ শে মে, ২০১৪ রাত ১২:২৪

রাতজাগাপাখি বলেছেন: Apnar babar shusthota r hayater jonno doa kori... Allah unake bhalo rakhuk, Ameen!!

২৭ শে মে, ২০১৪ রাত ১:২৫

শাহরিয়ার খান শিহাব বলেছেন: ধন্যবাদ ভাই।

৩| ২৬ শে মে, ২০১৪ রাত ১২:২৫

ইসপাত কঠিন বলেছেন: আপনার মত লড়াকু মনের সন্তান যার, তার আবার কিসের ভয়?

২৭ শে মে, ২০১৪ রাত ১:২৬

শাহরিয়ার খান শিহাব বলেছেন: তাও কথা। :) ধন্যবাদ ভাই।

৪| ২৬ শে মে, ২০১৪ রাত ১২:৫৪

rasel246 বলেছেন: াপনার বাবাদের জন্য বিনম্র শ্রদ্ধা...

৫| ২৬ শে মে, ২০১৪ রাত ১২:৫৫

rasel246 বলেছেন: আপনার বাবার জন্য বিনম্র শ্রদ্ধা...

২৭ শে মে, ২০১৪ রাত ১:২৬

শাহরিয়ার খান শিহাব বলেছেন: আলহামদুলিল্লাহ্‌।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.