নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাগর সীমানা ভেঙে এঁকে গেল এক কোটি প্রবাহ যা পৃথিবীকে শোনাল বৈচিত্র্যময় আবহ, সেই পৃথিবী আর তার সাগরে যেতে নদী অপরিসীম, যে মানুষের জীবনে ঢেউ নেই, সে জীবনে নদীও নেই।

আমি পৃথিবীর বুকে চিহ্ন আঁকারচেষ্টা করছি, মগ্ন হচ্ছি দাগ রেখে যাওয়ায়।পায়ের ছাপে যেন কিছুটা কষ্টও ধোঁয়া হচ্ছে না, সব চেপে বসে আছে বুকে।ওরা থাকবে। বাস করবে এখানে। জানালায় একদিন ঠিকই দেখতে পেতে,আমি ঘরে ফেরার পথে হাটতে চাচ্ছি।

শাহরিয়ার খান শিহাব

আমি পৃথিবীর বুকে চিহ্ন আঁকার চেষ্টা করছি, মগ্ন হচ্ছি দাগ রেখে যাওয়ায়। পায়ের ছাপে যেন কিছুটা কষ্টও ধোঁয়া হচ্ছে না, সব চেপে বসে আছে বুকে। ওরা থাকবে। বাস করবে এখানে। জানালায় একদিন ঠিকই দেখতে পেতে, আমি ঘরে ফেরার পথে হাটতে চাচ্ছি।

শাহরিয়ার খান শিহাব › বিস্তারিত পোস্টঃ

মৃত্যুদূত

০২ রা জুলাই, ২০১৪ রাত ১১:৪১







ধুপ করে জ্বলে ওঠা আলো নিভে যায় ধুপ করে

শান্তি দেয়া ঝড়ো বাতাস চলে যায় লন্ডভন্ডে মিলায়ে।



রোজ রাতে ধাপে ধাপ দুই ধাপ তিন ধাপ করে

হয়ে যায় সিঁড়ি বেয়ে গম্ভীর আগ্নেয়গিরিতে নামা।



আরও কিছুটা দূরে তোমাদের দুনিয়া নিয়ে গেল শুধু

বিনিময় প্রথায় আঘাত নিয়ে তাই নিশ্চুপ হয়ে থাকা।



কালের পর কাল চলে যায় পলক পলকের পরে

শরীরের শিরায় শিরায় জমছে মাটি নয় সে কাঁদা।



ঈশানকোণের আলো দিয়ে আমি মিথ্যে গল্প লিখি

দেয়ালের ছায়া ধরা ভাঁজে আঁকি কারাগারের ভুল চাবি।



কি হয়! যদি ভাবা যায়? আমি রথে চড়ি নি, বাঁচতে

কখনও ভাসতে, আসিনি, হাটিনি, জন্মাইনি এই পৃথিবীতে।



সারারাত ধরে ছুটে চলে সদ্য ফোঁটা নতুন নতুন ভুল

আমি চিৎকারে জমকালো ছটফট করা মৃত্যুদূতকে খুঁজি।



আমি জমকালো ছটফট করা মৃত্যুদূতকে খুঁজি।

আমি ছটফট করা মৃত্যুদূতকে খুঁজি।



আমি মৃত্যুদূতকে খুঁজি।

মৃত্যুদূতকে খুঁজি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.