নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাগর সীমানা ভেঙে এঁকে গেল এক কোটি প্রবাহ যা পৃথিবীকে শোনাল বৈচিত্র্যময় আবহ, সেই পৃথিবী আর তার সাগরে যেতে নদী অপরিসীম, যে মানুষের জীবনে ঢেউ নেই, সে জীবনে নদীও নেই।

আমি পৃথিবীর বুকে চিহ্ন আঁকারচেষ্টা করছি, মগ্ন হচ্ছি দাগ রেখে যাওয়ায়।পায়ের ছাপে যেন কিছুটা কষ্টও ধোঁয়া হচ্ছে না, সব চেপে বসে আছে বুকে।ওরা থাকবে। বাস করবে এখানে। জানালায় একদিন ঠিকই দেখতে পেতে,আমি ঘরে ফেরার পথে হাটতে চাচ্ছি।

শাহরিয়ার খান শিহাব

আমি পৃথিবীর বুকে চিহ্ন আঁকার চেষ্টা করছি, মগ্ন হচ্ছি দাগ রেখে যাওয়ায়। পায়ের ছাপে যেন কিছুটা কষ্টও ধোঁয়া হচ্ছে না, সব চেপে বসে আছে বুকে। ওরা থাকবে। বাস করবে এখানে। জানালায় একদিন ঠিকই দেখতে পেতে, আমি ঘরে ফেরার পথে হাটতে চাচ্ছি।

শাহরিয়ার খান শিহাব › বিস্তারিত পোস্টঃ

হাওয়ার গান - কলকাতায় প্রকাশিত

২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৪৩

কলকাতার সাহিত্য পত্রিকা “অন্যনিষাদ”-এ আমার “হাওয়ার গান” কবিতাটি প্রকাশিত হল। দোয়া করবেন সবাই আমার জন্য। অর্থবহ ভাল কিছু যেন লিখতে পারি।

হাওয়া’র গান
শাহরিয়ার খান শিহাব


কি আশা কর তোমরা?
কতটুকু আশা কর?
আকাঙ্ক্ষায় কি খেলা করে তোমাদের?
নাকি তোমরা স্থির স্যাঁতস্যাঁতে জলের মত?

সমাজের দানবদের ভয়ে জল হয়ে গেলে?
কতটুকু নোংরা হলে তবে!
তোমরা কুৎসিত, বীভৎস, ভয়াবহ কালো হলে।
না, গাল দিও না আমাকে।

চিন্তা কর,
গভীর ভাবে চোখ বন্ধ করে নাও।
না, প্রলোভনে ডুবে যেও না।
সাজানো আন্দোলনে জড়িয়ে যেও না।

তোমরা কি দেখছ না
বিনা আতঙ্কে তোমরা থাকতে পারো না!
তোমরা কি অনুভব করছ না
পরিত্যাক্ত হচ্ছ, পুতুল হচ্ছ, কলকাঠিতে নাঁচছো!

চিন্তা কর।
ছেড়া জগতের মানুষ বনে যেও না,
পুরুষের উৎস যেমন নারী, নারীর জন্য পুরুষ।
মানুষের জন্য সেটাই তখন ধরণী।

তোমরা কি বুকের মাঝে টের পাও না
কাপুরুষতা তোমাদের চোখ ঢেকে দিচ্ছে!
তোমরা কি খবর পাচ্ছ না
নিয়ত তোমাদের মৃত্যু চুম্বন করে যাচ্ছে!

চিন্তা কর,
গভীর ভাবে চোখ বন্ধ করে নাও।
তাকিয়ে দেখো, তারপর বল।
তোমরা কি আশা কর দেশবাসী?

এখানেও দেখতে পারেন।
http://anyanishad.blogspot.com/2014/09/blog-post_154.html

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৫৫

জোহরা উম্মে হাসান বলেছেন: খুব অর্থবহ প্রশ্ন কবিতায় !

২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০২

অপূর্ণ রায়হান বলেছেন: শুভকামনা রইল ভ্রাতা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.