নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালোবাসি মুভি দেখতে , মুভি নিয়ে লিখতে ..।।

শিহান দেওয়ান

আমি একজন মুভি খোর

শিহান দেওয়ান › বিস্তারিত পোস্টঃ

কেমন গেল বলিউডে ২০১৫ এর প্রথম ৬ মাস ।।

০৯ ই জুলাই, ২০১৫ রাত ৮:৩১


বলিউডের এই বছরের প্রথম ছয় মাস আর্থিক ভাবে বিবেচনা করলে অত ভাল যায়নি ।
কিন্তু বেশ কিছু ভাল মুভি পেয়েছে বলিউড । যেমন –
১ বেবি
অক্ষয়ের দিন দিন বোধহয় সুমতি হচ্ছে । তার প্রমান এই মুভি টি।
বছরের প্রথম ভাল মুভি এটি। ব্যাবসায়িক দিক থেকে ও সফল।
মুলত একটি মিশনের নাম বেবি। যে মিশনের প্রধানের দায়িত্বে থাকে অক্ষয়।
সাউথের তাপসী পানুর দ্বিতীয় মুভি এটি। অনুপম খের, কে কে মেনন,
সব মিলিয়ে দেখার মত একটি মুভি ছিল এটি ।
২ রহস্য
প্রথম দিকে এই মুভি অনেকে এড়িয়ে গেলেও পরবর্তীতে এই মুভি সবার নজরে আসে।
একটি হত্যা কান্ডের রহস্য উতঘাটন কে কেন্দ্র করে এগিয়েছে মুভি টার গল্প।
সি বি আই অফিসার হিসেবে কে কে মেননের অভিনয় ছিল অসাধারন।
৩, শামিতাভ
বছরের আরও একটি আলোচিত মুভি এটি।
অভিনয়ে ছিলেন বিগ বি, এবং তামিলের এসময়ের জনপ্রিয় অভিনেতা ধানুশ ।
এই মুভি এর মাধ্যমে বলিউডে অভিষেক হয় কমল হাসানের ছোট মেয়ে আক্সারার ।
চরিত্রের সাথে ভাল ভাবেই মানিয়ে নিতে পেরেছে আকশারা।
বোবা চরিত্রে ধানুশের অভিনয় ছিল দেখার মত ।
যদিও ব্যাবসায়িক ভাবে ফ্লপ এই মুভি ।
৪ বাদলাপুর
বরুন ধাওয়ানের ক্যারিয়ারের সেরা মুভি এখন পর্যন্ত এটাই ।
অনেক ধরনের প্রতিশোধের গল্প দেখা যায় কিন্তু এটা একদম ব্যাতিক্রম।
ডাকাত দ্বারা কিডনাপের শিকার হয় বরুনের স্ত্রী এবং সন্তান।
এবং হত্যার শিকার হয় তারা।
এরই প্রতিশোধের জন্য হন্ন হয়ে খুজতে তাহকে বরুন হত্যাকারীকে ।
খুনির চরিত্রে নোয়াজ উদ্দিন সিদ্দিকির অভিনয় ছিল অসাধারন ।
৫, NH 10
মুভি টা থেকে অত প্রত্যাশা না থাকলেও দেখার পরে অসাধারন লেগেছে।
আনুশকার ক্যারিয়ারের অন্যতম সেরা চরিত্র ছিল এই মুভি তে।
জন্মদিন উৎযাপনের জন্য স্বামীর সাথে ঘুরতে বের হয় মিরা।
এবং সেখানে তারা একটি খুনের প্রত্যক্ষ দর্শী হয়। এবং সেখান থেকে সারভাইভ করার গল্প নিয়েই সাজানো হয়েছে মুভি টি
ব্যাক গ্রাউন্ড মিউজিক, আলোক সজ্জা সব কিছু মুভি তাকে
বাস্তব মনে করতে সাহায্য করেছে।
৬, গাব্বার ইজ ব্যাক
সাউথের রিমেক হলেও গল্পটি ভাল হওয়ার জন্য মুভি টা ভাল লেগেছে।
অক্ষয়ের অভিনয় নিয়ে কিছু বলার নেই। কয়েক মিনিটের জন্য কারিনা কাপুর খান কে ও
ভাল লেগেছে।
দুর্নীতি বাজ লোকদের ধরে এনে শাস্তি দেয়াকে কেন্দ্র করেই এগিয়েছে মুভি টার গল্প ।
৭, পিকু
মল ত্যাগের সমস্যা নিয়ে ও যে এত সুন্দর মুভি বানানো যায় তা এই মুভি না দেখলে
বোঝা যেত না। পরিচালক সুজিত সরকার সেটা করে দেখিয়েছে ।
বিগ বি এর কন্যা চরিত্রে দীপিকাকে অসাধারন লেগেছে। তার মুখে মাঝে মাঝে বাংলা শুনতেও
ভাল লাগলো । আরেকটি ভুমিকায় ছিলেন ইরফান খান।
মুভি টা দেখে একটা কথাই বলব যে ভাল ভাবে মল ত্যাগ করার শান্তি টা কি সেটা সবাই উপলব্ধি করতে পারবেনা

৮, দিল ধারকানে দোঃ জিন্দেগি না মিলেগি দোবারার পরে জয়া আখতার নিয়ে এলেন নতুন মুভি দিল ধারকানে দো ।
অনিল কাপুর, রনভির সিং , আনুস্কা, প্রিয়াঙ্কা, এক ঝাক তারকা সমৃদ্ধ এই মুভি।
প্রত্যাশা অনুযায়ী ওত ভাল না হলেও খারাপ বলা যাবেনা এই মুভি কে।
পিতা মাতার প্রতি সন্তান্দের সম্পর্কের একটা চমৎকার মিশ্রন দেখানো হয়েছে।
রনভির সিং যে মুভি টা করতে অনেক আনন্দ বোধ করেছেন, তা তার অভিনয় দেখলেই বোঝা যায়।

৯, হামারি আধুরি কাহানী ; এখন পর্যন্ত এই বছরের সেরা রোমান্টিক মুভি এটি।
পরিচালক মোহিত সুরি যিনি কিনা হালের এক ভিলেন, আশিকি ২ , মার্ডার ২ এর মত মুভি
বানিয়েছেন। ব্যাতিক্রম ধর্মী ত্রিভুজ প্রেমের গল্পের মুভি এটি।
ইমরান হাশ্মি, বিদ্যা বালান, সহ সবার অভিনয় ই ছিল দেখার মত।
এসবের ভিড়ে ও কিছু মুভি হতাশ করেছে যেমন, বোম্বে ভেলভেট , রয়, এবিসিডি ২,
তেভার,আবতাক ছাপ্পান ২ ।

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুলাই, ২০১৫ রাত ৯:৫৭

ভয়ংকর বিশু বলেছেন: তানু ওয়েডস মানু রির্টানসও বেশ ভালো একটা মুভি।

২| ১০ ই জুলাই, ২০১৫ রাত ১০:১৯

দ্বীন মুহাম্মদ সুমন বলেছেন: ভাল লেগেছে । ধন্যবাদ

৩| ১০ ই জুলাই, ২০১৫ রাত ১০:৩১

শাহরীয়ার সুজন বলেছেন: বাদলাপুর দেখিছি, সত্যিই এমন গল্পের সিনেমা খুব কম-ই হয়।

হাশমী আমার খুব প্রিয় একজন অভিনেতা, ওর বেশির ভাগ মুভিই আমার ভালোলাগে। বাট ওর সর্বশেষ ৬টি মুভিই ফ্লপের খাতায় দেখে সত্যই আমি হতাশ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.