নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালোবাসি মুভি দেখতে , মুভি নিয়ে লিখতে ..।।

শিহান দেওয়ান

আমি একজন মুভি খোর

শিহান দেওয়ান › বিস্তারিত পোস্টঃ

সাউথের অসাধারন সৃষ্টি বাহুবলি

১২ ই জুলাই, ২০১৫ দুপুর ১:১৫

প্রথমেই ধন্যবাদ জানাই পরিচালক রাজামুলি কে । তার সাহসিকতার জন্য ।
প্রযোজককে ও ধন্যবাদ জানাই তেলেগু এর মত ফিল্ম ইন্ড্রাস্টিতে এত বড় মুভি
নির্মাণ করার জন্য ।
ভারতের ফিল্মের ইতিহাস কে নতুন নামে চেনানোর নাম বাহুবলি ।
মূলত এটি একটি যুদ্ধের ছবি ।
অনেক তো যুদ্ধের মুভি দেখেছেন, তাহলে ভালই ধারনা থাকা উচিত যে এই ব্যাপারে হলিউড এবং চাইনিজ রা বেশি পারদর্শী ।
কিন্তু ভারতের তেলেগু এর মত ফিল্ম ইন্ড্রাস্ট্রি , যারা নাকি উরাধুরা মারপিট ছাড়া কিছু বুঝেনা, তারাই বানালো যুদ্ধের মুভি !!
হ্যা, ভারতের ফিল্মের ইতিহাস কে নতুন নামে চেনানোর নাম বাহুবলি ।
প্রশ্ন ছিল, এত বড় মুভি তে প্রভাশ কে কি মনে করে নেয়া হল ?
কিন্তু মুভি টা দেখে ধারনা ভেঙ্গে গেছে ।
সাউথে প্রভাশ ই এর জন্য পারফেক্ট ।
হিন্দিতে করলে ঋত্বিক ছাড়া ২য় কোন চয়েস থাকত না।
মুভি এর প্রথম দিকে রোমান্টিকতা আর শেষের দিকের যুদ্ধের দৃশ্য আপনাকে ২য় পার্ট দেখার জন্য অপেক্ষা করিয়ে রাখতে যথেষ্ট ।
প্রভাশের অভিনয়ের সত্যি তারিফ করতে হয় ।
আর তামান্না কে যত টুকু দেখলাম তাতে খারাপ লাগেনি, বরং তলোয়ার হাতে এ যেন এক অন্য তামান্না ।
মুভি টার সব থেকে ভাল লেগেছে যুদ্ধের কিছু কৌশল ।
যেগুলোর সত্যি ই তারিফ করতে হয় ।
যারা সাউথের মুভি কে অখাদ্য বলে এসেছেন, তাদের কে সমবেদনা জানিয়ে বলছি, দয়া করে এই মুভি টা দেখে কথা বলবেন ।
সকল রেকর্ড ব্রেক করে প্রথম দিনেই আয় করেছে ৫০ কোটি রুপি ।
দেখে নিন, সাউথের এই অসাধারন সৃষ্টি বাহুবলি ....... ।।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১২ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:৩৮

হাসান মিঠু বলেছেন: ভারতের ফিল্মের ইতিহাস কে নতুন নামে চেনানোর নাম বাহুবলি

২| ১২ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:৪৮

নতুন বলেছেন: S.S. Rajamouli এর মাগাধীরা দেখেছিলাম। খুবই টেলেন্টেড পরিচালক। মাগাধীরার একসন দৃশ্যগুলি খুবই চমতকার। কোন মাত্রায় হলিউডের চেয়ে কম ছিলো না।

এটাও দেখতে হবে।

৩| ১২ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:১২

দিশেহারা আমি বলেছেন: দেখেছি।
কিন্তু
আমার কাছে পুরো মুভির চেয়েও যুদ্ধের কিছু কৌশল ভালো লেগেছে।

১৩ ই জুলাই, ২০১৫ রাত ২:১০

শিহান দেওয়ান বলেছেন: হুম, যুদ্ধের কৌশল গুলো চমৎকার ছিলো ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.