নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালোবাসি মুভি দেখতে , মুভি নিয়ে লিখতে ..।।

শিহান দেওয়ান

আমি একজন মুভি খোর

শিহান দেওয়ান › বিস্তারিত পোস্টঃ

ইমপ্রেসের অন্যরকম ভালোলাগার ছবি, ঘাসফুল

১৩ ই জুলাই, ২০১৫ দুপুর ১:৫৪

ইমপ্রেস সব সময় ই চেষ্টা করে আমাদের কে ইমপ্রেস করতে ।
এই মুভি টা নিয়ে অতটা প্রত্যাশা না থাকলে ও গল্পের ভিন্নতার জন্য মুভি টা অনেক ভাল লেগেছে ।
সাধারন একটি মুভি সুন্দর গল্পের জন্য অনেক সুন্দর হতে পারে এটি তার উদাহরন ।
এই মুভি এর নায়ক কাজী আসিফ । যার অভিনয় ভাল লাগলে ও কথা বলার ধরন আমার কখনই ভাল লাগতো না।
কিন্তু এই মুভি তে সে ভাল ভাবেই উৎরে গেছে ।
অন্যান্য চরিত্রে যারা ছিলেন তারা মোটামোটি সবাই ভালই অভিনয় করেছেন ।
গল্পের শুরুতে দেখা যায় তৌকির যিনি কিনা তার স্মৃতি হারিয়ে ফেলেছে ।
সে তার হারানো স্মৃতি খুজে ফেরার চেষ্টা করে , এমন এক সময়ে সে একটি চিঠি পায়,
যেখানে ঘাসফুল নামে একজন তাকে লিখেছে যে, সে তার সন্তানের মা হতে চলেছে ।
তৌকির কিছুই বুঝে উঠতে পারেনা । সে যে কিছুই মনে করতে পারছেনা ।
বাধ্য হয়ে সে আশ্রয় নেয় তার মায়ের কাছে সব কিছু জানতে ।
বাকিটা জানতে হলে দেখতে হবে এই অন্যরকম ভাল লাগার মুভি ।
মুভি টার প্রথম আধ ঘন্টা একটু স্লো ।
কিন্তু এর পরে গল্পে এমন টুইস্ট রাখা হয়েছে যা শেষ না করে আপনি উঠতে পারবেন না ।
বি দ্র ; ইমপ্রেস টেলিফিল্মের কাছে অনুরোধ তারা যেন একটু বেশি সংখ্যক প্রেক্ষাগৃহে তাদের ছবি রিলিস দেয় ।
তারা যদি ঝুকি না নেয় তাহলে কারা ঝুকি নিবে? একজন ইমপ্রেস এর শুভাকাঙ্ক্ষী হিসেবে এটা আমার অনুরোধ ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.