নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালোবাসি মুভি দেখতে , মুভি নিয়ে লিখতে ..।।

শিহান দেওয়ান

আমি একজন মুভি খোর

শিহান দেওয়ান › বিস্তারিত পোস্টঃ

মাঝি- দ্যা মাউন্টেইন ম্যান। শেখার আছে অনেক কিছু ............।।

১২ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:০৬

আমার কাছে যে মুভি ভাল লাগে, সেই মুভি এর পরিচালক কে আগে ধন্যবাদ দেই।
কিন্তু এখানে পরিচালকের কথা পরে বলব।
কারন সকল প্রশংসা তো নওয়াজ উদ্দিন সিদ্দিকির প্রাপ্য ।
বলিউড একজন অভিনেতা পেয়েছেন আর সে হচ্ছেন এই নওয়াজ উদ্দিন সিদ্দিকি ।
মুভি টার ট্রেইলার দেখেই ধারনা করেছিলাম যে এটি তার ক্যারিয়ারের সেরা মুভি হতে চলেছ।
এবং সত্যি ই তাই । একজন মানুষ কত ভাল অভিনয় করতে পারে??
তা এনাকে না দেখলে বোঝা সম্ভব না।
গল্পের ভিত্তি একটি সত্য ঘটনার উপর নির্মিত ।
দাশ্রাথ মাঝি যিনি কিনা সারাটি জীবন পার করে দিয়েছেন পাহাড় কেটে রাস্তা বানানোর পিছনে।
যাকে একটা সময় সবাই পাগল বলত, কিন্তু তিনি দমে যান নি, পাহাড় কেটে রাস্তা বানিয়ে সবাইকে
দেখিয়েছেন। তার অধ্যাবসায় সত্যি অকল্পনীয় ।
এর ছিটে ফোঁটা অধ্যাবসায় ও যদি আমাদের থাকতো তাহলে আমরা সবাই জীবনে উন্নতি করতে পারতাম।
মুভি টার শেষ অংশে একটি কথা আমার খুব ভাল লেগেছে, যেখানে দাশ্রাথ মাঝি বলেছেন,
ভগবানের আশায় বসে থেকোনা, কে জানে, ভগবান হয়ত আমাদের আশায় বসে আছে।
পরিচালক কেতান মেহতা, মঙ্গল পান্ডে আর রাং রাসিয়ার পরে আরো একটি অসাধারন মুভি বানালো।
অন্যদিকে রাধিকা আপ্টের চরিত্রটা ছিল একদম পারফেক্ট ।
সব মিলিয়ে এ বছরের সেরা মুভির সেরা হয়ে থাকবে এই মাঝি – দ্যা মাউন্টেইন ম্যান মুভি টি .........।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.