নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালোবাসি মুভি দেখতে , মুভি নিয়ে লিখতে ..।।

শিহান দেওয়ান

আমি একজন মুভি খোর

শিহান দেওয়ান › বিস্তারিত পোস্টঃ

মুভি রিভিউ ; ব্ল্যাক মানি

১৩ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:১৫

পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী দেখার পর থেকেই সাফি উদ্দিন সাফির মুভি দেখার জন্য অপেক্ষা করি।
কিন্তু এই পরিচালক বার বার ই হতাশ করছেন।
এই বছর উনার ওয়ারনিং মুভি টা দেখেছিলাম, যেখানে আরেফিন শুভর সাথে মাহি ছিল।
তার সর্বশেষ মুভি ব্ল্যাক মানি দেখলাম।
যেখানে তিনি সায়মন সাদিক কে সুযোগ দিয়েছেন।
এই ছবিটি ছিল সম্পূর্ণ বিনোদনে ভরপুর ত্রিভুজ প্রেমের ছবি।
যে গল্পে ব্ল্যাক মানির চিত্র ফুটিয়ে উঠানো হয়েছে, যেখানে সবাই ছুটে এই কালো টাকার পিছনে।
মৌসুমি হামিদের বড় পর্দায় অভিষেক হলো এই ছবির মাধ্যমে ।
একটা কথাই বলব যতক্ষণ মৌসুমি হামিদকে পর্দায় দেখেছি সব সময় বিরক্তিকর লেগেছে।
এটা ঠিক যে আমাদের দেশে এরকম লম্বা নায়িকা নেই বললেই চলে কিন্তু ফিটনেস বলেও একটা ব্যাপার আছে।
আমাদের দেশের পরিচালকদের একটা বড় ভুল এরা কাকে কোন পোশাকে মানাবে সেটা ভাল করে বুঝেনা।
আশা করি ভবিষ্যতে মৌসুমি হামিদকে আরো ভাল করে বড় পর্দায় দেখতে পারব।
অনেক দিন পর কেয়াকে দেখলাম। এই কেয়া কি সেই কেয়া? এতদিন কোথায় ছিলে?
কেয়ার মেক আপের ব্যাপারে পরিচালকের আরেকটু নজর দেয়া উচিত ছিল।
সায়মনের চরিত্র অনুযায়ী সে ঠিক আছে।
বরাবরের মত অসাধারন অভিনয় করেছে মিশা সওদাগর ।
বিশেষ আকর্ষণ হিসেবে ছিল রুবেলের উপস্থিতি।
এই ছবির আরেকটি বিরক্তিকর বিষয় ছিল গান। এত গানের কোন প্রয়োজন ই ছিলনা ।
সব মিলিয়ে একটি বিনোদন মুলক ছবি, এই ব্ল্যাক মানি।
বি দ্র; হলে এই ছবিটি দেখার সময় ৫০ জন মানুষ কে ও পাইনি। সবাই মনে হয় শাকিব খানের ছবি দেখার জন্য টাকা জমিয়ে রেখেছে ...........................।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.