নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালোবাসি মুভি দেখতে , মুভি নিয়ে লিখতে ..।।

শিহান দেওয়ান

আমি একজন মুভি খোর

শিহান দেওয়ান › বিস্তারিত পোস্টঃ

মুভি রিভিউ; ইমিটেশন অব লাইফ

২২ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:৪৯

মুভি টা রিলিস পাওয়ার ৩২ বছর পর আমার জন্ম।
তার থেকে দুঃখের বিষয় যে, তার ও প্রায় ২৪ বছর পরে মুভি টা দেখলাম।
একটি পুরনাঙ্গ মুভি বলতে যা বোঝায়, এখানে সেটিই দেখানো হয়েছে।
যেখানে লনা টারনার একজন থিয়েটারের অভিনেত্রী হিসেবে রোল করেছেন।
যিনি কিনা এক কন্যা সন্তানের মা, একদিন ঘুরতে গিয়ে যার পরিচয় হয় এনির সাথে।
যিনি কিনা একজন নিগ্রো হলেও একটি শ্বেতাঙ্গ মেয়ের মা। লরা তার অভিনয় ক্যারিয়ারে
এগিয়ে যাওয়ার জন্য এনির সাহায্য চায়, যাতে এনি লরার মেয়েকে দেখতে পারে।
এমন সময় একজন ফটোগ্রাফারের সাথে পরিচয় হয়, লরা ও এনির সাথে।
ফটোগ্রাফার লরার প্রেমে পরলেও লরা তার ক্যারিয়ারের প্রতি বেশি মনোযোগ দেয়।
এভাবেই এগোতে থাকে মুভি টার গল্প।
এনির স্বামী শ্বেতাঙ্গ ছিল বলে তার কন্যা সন্তান ও শ্বেতাঙ্গ হয়েছিল যার কারনে, মেয়েটি
মাকে কখনই ভালো চোখে দেখতে পারতনা। যার পরিণতি মোটেও সুখের হয়নি।
ইউটিউব ঘাটতে গিয়ে মুভি টার লিঙ্ক পেয়ে দেখতে বসা। এতটা তৃপ্তি পাব ভাবিনি।
যেখানে একজন অভিনেত্রী হওয়ার পিছনে গিভ এন্ড টেক, অসম প্রেম, বর্ণ বৈষম্য
সব ই ঠাই পেয়েছে।
সাপোটিং চরিত্রের জন্য অস্কার ও পেয়েছে এই ছবির ২ জন।
সব মিলিয়ে একটি অসাধারন মুভি ইমিটেশন অব লাইফ .................................।।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.