নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালোবাসি মুভি দেখতে , মুভি নিয়ে লিখতে ..।।

শিহান দেওয়ান

আমি একজন মুভি খোর

শিহান দেওয়ান › বিস্তারিত পোস্টঃ

ট্রাঞ্জেন্ডার নিয়ে ব্যাতিক্রম মুভি “দ্যা ড্যানিশ গার্ল”

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫১


মুভি; the Danish girl
পরিচালক; tom hooper
অভিনয়ে’ eddie redmayne, Alicia vikandar
ট্রাঞ্জেন্ডার নিয়ে এর আগে কোন মুভি হয়েছে কিনা আমার জানা নেই।
গল্পটা ১৯২৬ সালের দিককার । আগেই বলে রাখি এটা গল্প নয়, এটা সত্যি ঘটনা।
তৎকালীন সময় ডেনমার্কে আইনার ম্যাগ্নাস নামের একজন চিত্র শিল্পী ছিলেন।
যিনি অল্পতেই অনেক নাম করে ফেলেছিলেন।
আইনারের স্ত্রী গেরডা ও একজন চিত্র শিল্পী ছিলেন।
গেরডা তার স্বামীকে প্রায়শই মেয়েদের মডেল হিসেবে পোজ দিতে বলতেন যাতে করে
গেরডা সুন্দর করে মেয়েদের ছবি আঁকতে পারে।
আর সেই পোজ দেয়া মেয়ের নাম হয় লিলি।
যে চিত্রকর্মটি সবার মাঝে দারুন সাড়া ফেলে।
এভাবে মেয়ে মডেলদের মত পোজ দিতে দিতে আইনার নিজের মাঝে এক নারী স্বত্তাকে আবিস্কার করলো।
কি করবে আইনার? সে যে নিজেকে লিলি চরিত্রে দেখতে ভালোবাসে।
তার ও তো স্ত্রী আছে, কিন্তু সে তো নিজের সাথে পেরে উঠছেনা।
গেরডা তার স্বামীকে অনেক চিকিৎসকের কাছে নিয়ে গেছে, কিন্তু ফলাফল শুন্য।
এখন একটাই সমাধান , লিঙ্গ পরিবর্তন করা।
আইনার কি পারবে লিঙ্গ পরিবর্তন করে নিজেকে লিলি হিসেবে দেখতে?
বাকিটা জানতে হলে দেখতেই হবে আপনাকে এই মুভি টি ।
সব থেকে অবাক করার বিষয় এডি রেডম্যায়নে যে অভিনয় করেছে তাতে,
এবার অস্কার তার হাতে গেলেও অবাক হবনা। বাকিটা সময় ই বলে দিবে।
Imdb rating; 6.9
My rating 5/5 …………………………………….

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫৭

সুমন কর বলেছেন: দেখার লিস্টে আছে। সময় করে দেখতে হবে !!

পোস্টে লেখার লাইনগুলো ভেঙে গেল কেন?

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩৩

শিহান দেওয়ান বলেছেন: লাইন ভেঙ্গে যায়নি। আমি এভাবেই লিখি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.