নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালোবাসি মুভি দেখতে , মুভি নিয়ে লিখতে ..।।

শিহান দেওয়ান

আমি একজন মুভি খোর

শিহান দেওয়ান › বিস্তারিত পোস্টঃ

আদিত্য-ক্যাটরিনার ভালোবাসার মুভি “ফিতর”

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪১

মুভি; ফিতর
পরিচালক; অভিষেক কাপুর
অভিনয়ে; আদিত্য রয় কাপুর, ক্যাটরিনা কাইফ, তাবু,
ভালোবাসা ব্যাপারটা যখন একবার শুরু হয় তখন সেটি যেন সারাজীবনের জন্যই হয়ে থাকে।
কিন্তু বিভিন্ন পারিপার্শ্বিক পরিস্থিতির জন্য সেই ভালোবাসার মানুষটির ডাকে সব সময় সাড়া
দেয়া সম্ভব হয়না। তবে ভালোবাসা যদি সত্যি হয় তাহলে সেক্ষেত্রে সাড়া না দিয়ে পারা যায়না।
খুব ছোটবেলাতে ফিরদোউসের(ক্যাটরিনা) প্রেমে পড়ে নুর(আদিত্য)।
হয়তো তখনো সে ভালোবাসা ব্যাপারটি বুঝতনা।
কিন্তু ফিরদোউসের মা(তাবু) তাদের ভালোবাসা কখনই মানতে চান না।
তাই সে তার মেয়েকে লন্ডন পাঠিয়ে দেয়।
এদিকে প্রতিভাধর নুর সৃষ্টি করতে থাকে তার অসাধারন শিল্প কর্ম ।
ফিরদোউস কি লন্ডন থেকে ফিরে এসে পারবে নুরের ভালোবাসা গ্রহন করতে?
সেটা জানতে হলে দেখতে হবে আপনাকে এই মুভি।

প্রসঙ্গ অভিনয়; আদিত্য-ক্যাট্রিনার এই মুভি তে আমার সব থেকে ভালো লেগেছে তাবুর অভিনয়।
কাস্মিরের ধনাঢ্য পরিবারের একজন বেগুমের চরিত্রে অসাধারন অভিনয় করেছে সে।
আদিত্য কে ঘুরে ফিরে সেই আশিকি ২ এর মতই লেগেছে। ক্যাটরিনা বরাবরের মত।
সব থেকে অবাক হয়েছি এই মুভি তে অজয় দেবগান কে দেখে। যতটুকু ছিলেন ভালো করেছেন।

প্রসঙ্গ লোকেশন; কাশ্মীরের চিরচেনা পরিবেশ ও লন্ডনের কয়েকটি জায়গায় চিত্রায়িত হয়েছে ফিতর।

প্রসঙ্গ সঙ্গীত; আমিত ত্রিভেদির সুরে এই মুভি তে গান করেছেন অরিজিত সিং, সুনিধি চৌহান ।
গানগুলো গতানুগতিক ছিল।

সব মিলিয়ে একটি টাইম পাস করা মুভি ফিতর।
ক্যাটরিনা কাইফের ফ্যান হলে মিস করার মানেই হয়না।
Imdb rating 6.1
My rating 3.5

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৩

বিজন রয় বলেছেন: হুম।

২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১৩

এহসান নাইম বলেছেন: রিভিউ দেখে মনে হচ্ছে টাইম নষ্ট হবে....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.