নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালোবাসি মুভি দেখতে , মুভি নিয়ে লিখতে ..।।

শিহান দেওয়ান

আমি একজন মুভি খোর

শিহান দেওয়ান › বিস্তারিত পোস্টঃ

দূরে যাওয়ার গল্প পর্ব ১

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪১


ক্লোজ আপ কাছে আসার গল্পের ন্যায় আমি শুরু করলাম তার উল্টোটা।
আপনাদের ভালো লাগা খারাপ লাগা, অবশ্যই জানাবেন ।
দূরে যাওয়ার গল্প পর্ব ১
ক্রাশ ব্যাপারটা রিফাত বুঝতনা যদি না সে অপর্ণা কে না দেখত ।
লাভ এট ফার্স্ট সাইট কথাটাতে বিশ্বাস ও ছিলনা রিফাতের। কিন্তু প্রথম দেখাতেই
বুকের এক সাইটে কেমন যেন একটা মোচড় অনুভব করলো রিফাত।
রিফাত বুঝতে পারলো যে, একেই বুঝি লাভ এট ফার্স্ট সাইট বলে।
কলেজের বারান্দাতে লাল সালোয়ার পড়ে আসা মেয়েটাকে যে সে অনেক ভালো বেসে ফেলেছে।
সব খোঁজ নিয়ে রিফাত জানতে পারলো যে মেয়েটি হিন্দু।
তাতে কি? রিফাত তো আর ধর্ম দেখে মেয়েটিকে ভালোবাসছেনা। মানুষটাকে ভালোবেসেছে সে।
ক্যাম্পাসে রিফাত সবসময় অদ্ভুত ভাবে মেয়েটির দিকে তাকিয়ে থাকতো ।
অপর্ণা যে সেটা বুঝতে পারতনা ব্যাপারটা তা নয়,
বরং অপর্ণার ও রিফাত কে বেশ ভালোই লাগে।
কিন্তু সমাজ বলে একটা কথা আছে। যে সমাজে ধর্মটাকে খুব বড় চোখে দেখা হয়।
এভাবেই কেটে গেলো ছয়টি মাস।
রিফাত আর পারলোনা। বাধ্য হয়ে সে সব সাহস সঞ্চয় করে
অপর্ণাকে বলেই দিলো সেই তিনটি শব্দ।
অপর্ণা কি করবে? অপর্ণা রিফাত কে সব বুঝিয়ে বলল ।
১ বছর পর,
অনেক পীড়াপীড়িতে দুটি পরিবার ই বাধ্য হয়ে রাজি হলো তাদের ভালোবাসায়।
বিয়ের সাত দিন আগে,
শাহবাগে রিক্সায় করে যাচ্ছিলো রিফাত ও অপর্ণা ।
হটাৎ পেছন দিক থেকে আসা মৈত্রী পরিবহনের একটি বাস সজোরে ধাক্কা দেয় রিফাতদের রিক্সায়।
২ দিন পর,
অপর্ণা পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যায়।
যাবার আগে আহত রিফাত কে সে একটি চিঠি লিখে যায়। যেখানে লেখা ছিলো,
“সৃষ্টিকর্তা বোধহয় চায় না যে আমরা এক হই। শত বাঁধা বিপত্তির পরেও আমরা যখন এক হতে চাইলাম,তখন ই এমন কিছু ঘটতে হবে?
শোন, আমি থাকবনা, তাই বলে তুমি কিন্তু নিজেকে কষ্ট দিওনা।
ঠিক মত খেয়ো। মাছের কাঁটা বাছানোটা শিখিয়ে দিয়ে যেতে পারলাম না।
সুন্দর একটা মেয়েকে ঘরের বউ বানিয়ে নিয়ো, যে তোমাকে আমার চাইতেও
বেশি ভালোবাসবে। আর আমার জন্য কেনা বিয়ের শারীটাই তাকে দিও ।
ভালো থেকো প্রিয়তম .....................।।
আজ, রিফাতের একটি সংসার আছে, বউ সন্তান সম্ভবা।
তারপরেও অপর্ণাকে সে কখনই ভুলতে পারবেনা।
কখনই না ................................................।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.