নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালোবাসি মুভি দেখতে , মুভি নিয়ে লিখতে ..।।

শিহান দেওয়ান

আমি একজন মুভি খোর

শিহান দেওয়ান › বিস্তারিত পোস্টঃ

ঢালিউডের অস্তিত্ব রক্ষায় অনন্য মামুনের “অস্তিত্ব”

০৬ ই মে, ২০১৬ বিকাল ৩:২০

আমাদের আশে পাশে কিছু মানুষ আছে যাদেরকে প্রতিবন্ধি বলা হয়।
সমাজে এদেরকে কখনই ভালো চোখে দেখা হয় না। সবাই অবহেলা করে।
কিন্তু এদের মাঝেও আছে বিশেষ কিছু গুন। আর এটাই সৃষ্টিকর্তার রহস্য ।
ঢালিউডে এধরনের গল্প নিয়ে মুভি আগে করা হয়েছে কিনা বলতে পারছিনা।
পরিচালক অনন্য মামুন কে সত্যি ই প্রশংসা করতে হয়। এধরনের গল্প নিয়ে মুভি নির্মাণ করার জন্য।

প্রসঙ্গ প্লট; পরী। পরিবারের আদরের মেয়ে। কিন্তু সে মানসিক বিকারাগ্রস্থ। বাইরে কোথাও গেলে হারিয়ে
যাবার ভয় থাকবে বলে, ওর মা ও কখনও পরী কে বাইরে কোথাও যেতে দেয়নি।
কিন্তু ভাই, এবং বাবার জড়াজড়িতে পরীর মা বাধ্য হয় পরীকে বিশেষ স্কুলে পাঠাতে।
স্কুলের প্রধান শিক্ষক ইন্তু। নিজের হাতে গড়ে তুলেছেন বিশেষ শিশুদের জন্য বিদ্যালয়। যদিও সমাজের
অনেকের তোপের রোষানলে পড়ে সেই শিক্ষক । ইন্তুর কথা, পরীর মাঝেও রয়েছে বিশেষ কিছু গুন।
কিন্তু সেটা কি? ইন্তু কি পারবে সব বাধা ভেঙ্গে পরীকে সুস্থ করে তুলতে ?
সেটা দেখার জন্য আপনাকে যেতেই হবে প্রেক্ষাগৃহে ।

প্রসঙ্গ অভিনয়; আরিফিন শুভ নয়, এই মুভি তে সবাইকে ছাপিয়ে গেছে নুসরাত ইমরোজ তিশা।
পরী চরিত্রে তার অভিনয়, তার জীবনের সেরা অভিনয় হয়ে থাকবে।
প্রতিবন্ধী চরিত্রে এত অসাধারন অভিনয় সত্যি ই ভাবা যায়না। সাথে শিক্ষকের ভুমিকায় আরিফিন শুভ
ও অসাধারন কাজ করেছে। মুসাফিরের একশন হিরো কে আপনারা এই মুভি তে একদম নতুন ভাবে দেখতে পারবেন। অন্যান্য চরিত্রে নবাগত জোভান সবার দৃষ্টি কেড়েছে । এছাড়া নিঝুম রুবিনা কে নিয়েও ভবিষ্যতে আশা করা যায়।

প্রসঙ্গ পরিচালনাঃ আমাদের দেশের তরুন মেধাবী পরিচালকদের মধ্যে অনন্য মামুন একজন।
তিনি যেন দিন দিন নিজেকে ছাপিয়ে যাচ্ছেন। তার অসাধারন আরো একটি নির্মাণের নাম “অস্তিত্ব” ।
পরিচালক বলেছিলেন তার মুভি র কালার গ্রেডিং সবার ভালো লাগবে। আসলেই ভালো লেগেছে।
লোকেশন সিলেকশন, মিউজিক, সব কিছুই ছিল অসাধারন। ২/১ জায়গায় কিছু অসঙ্গতি ছিলো, কিন্তু
সেটা কোন বড় সমস্যা না।
পরিচালক কে আবারো ধন্যবাদ দিতে চাই, ঢালিউডে এমন ভিন্ন একটি চলচ্চিত্র আমাদের উপহার দেয়ার জন্য।


মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.