নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

** কে আমি ?** কোথা হতে এসেছি ?** কেন এসেছি ?** কোথায় যাব ?** কি আমার পরিচয় ?

যায়বেলা অবেলায় (সিমান্তের ঈগল)

** কে আমি ? ** কোথা হতে এসেছি ? ** কেন এসেছি ? ** কোথায় যাব ? ** কি আমার পরিচয় ?

যায়বেলা অবেলায় (সিমান্তের ঈগল) › বিস্তারিত পোস্টঃ

ছাত্রলীগের ছেলেদের শাস্তি দেওয়া অন্যায়: স্যার জাফর ইকবাল --- প্রথম আলো পত্রিকা

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৩২



"ভালো মানুষের রাগ থাকে বেশি। যারা মিচকা শয়তান তারা রাগে না। পাছায় লাথি মারলেও লাথি খেয়ে হাসবে।" - হুমায়ুন আহমেদ

সম্ভবতঃ মরহুম হুমায়ূন আহমেদ তার ভাইকে উদ্দেশ্য করেই কথাটি বলেছিলেন, কিন্তু আমরা এতোদিন তা বুঝতে পারিনি ।

দেখুন চেতনার মায়াবরি খাওয়া স্যার জাফর ইকবালের নৈতিকতা !এই নৈতিকতা নিয়ে মানুষ কি করে শিক্ষকতা করেন?
ছাএলীগের দ্বারা স্ত্রীর শ্লীলতাহানির পর যিনি গলায় দড়ি দিয়ে মরতে চেয়েছিল, তিনিই যদি এখন আবার বলেন, ওরা বাচ্চা ওরা একাজ করতে পারে না,তাহলে এখন আমরা এই ব্যাক্তি কে ডাবল স্টেনডার্ড বলবো না তো কি বলবো ?চেতনার খোলস এবার বেরিয়ে পড়েছে । এরাই আসলে আমাদের সমাজের জ্ঞানপাপী ।

বিচারকের আসনে না বসেই জাফর ইকবাল বিচারক হয়ে গেলেন । স্বাক্ষী প্রমাণ ছাড়াই বলে দিলেন এটা অন্যায় । লেখা পড়া করেও যখন মূর্খের মত কথা বার্তা বলেন, তখন নিশ্চয়ই মনে হয় জফর মিয়ার কাছে সব খবর আছে। সবার আগে এব্যাপারে জাফরের বিচার হওয়া দরকার । তাহলে সব তথ্য বের হয়ে আসবে ।
চোখে চেতনার সুরমা লাগালে বালের অনেক আকাম কুকাম ও স্বাভাবিক মনে হয়। হায়রে জ্ঞানপাপি বুদ্ধিজীবি!!

মন্তব্য ৯ টি রেটিং +৪/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৪৩

আমি মিন্টু বলেছেন: হায়রে জ্ঞানপাপি বুদ্ধিজীবি!! লাইক হয়েছে ।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:৫৪

যায়বেলা অবেলায় (সিমান্তের ঈগল) বলেছেন: :)

২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:৪৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: "ভালো মানুষের রাগ থাকে বেশি। যারা মিচকা শয়তান তারা রাগে না। পাছায় লাথি মারলেও লাথি খেয়ে হাসবে।" - হুমায়ুন আহমেদ

সম্ভবতঃ মরহুম হুমায়ূন আহমেদ তার ভাইকে উদ্দেশ্য করেই কথাটি বলেছিলেন, কিন্তু আমরা এতোদিন তা বুঝতে পারিনি ।
মোক্ষম বলেছেন

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৯

যায়বেলা অবেলায় (সিমান্তের ঈগল) বলেছেন: ভাইসাব কি কইতাম আর তবে মুঞ্চায় কইবার <<<<<< এমন শিক্ষকের সঙ্গ পেলে সে অমানুষ হয় কি করে ?????

৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৪৫

অগ্নিবীণা! বলেছেন: রিমান্ডে নেওয়া উচিৎ!

৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:০১

যায়বেলা অবেলায় (সিমান্তের ঈগল) বলেছেন: ভাইজান এইডা কি কন <<<<<রিমাণ্ড ????ছাত্রলীগকে শাস্তি দেয়া শুধু অন্যায় না, মহাঅন্যায় ।

৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৫৯

নীল কান্না বলেছেন: ও তো মীরজাফর

৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:১১

ভৌতিক রসায়নবিদ বলেছেন: অনেক খারাপ লাগলো|

৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:৪৪

বিষের বাঁশী বলেছেন: ভাই উনি তাঁর আগের কিছু আচরণেও বুঝিয়ে দিয়েছেন যে - দেশে যাই হোক তাঁর ওসব নিয়ে মাথা ব্যাথা নেই, তাঁর কাছ থেকে কিভাবে আশা করেন সত্যি স্বীকার করার সাহস আর সততা ! ?? তিনি তাঁর ব্যক্তিগত আদর্শ থেকে জাস্ট বিচ্যুত হবেন না বলে পণ করেছেন , এখন তাঁর আদর্শ যদি হয় এমন , তাঁকে থাকতে দিন না তাঁর মত , একজন খাঁটি আওয়ামী লীগার হিসেবে তিনি নিজের দলের সাথে তো আর অভিমান করতে পারেন না ! তাঁর কাছ থেকে ; এসব জেনেও আমরা যে কিছু অপ্রিয় সত্য স্বীকার করবেন- এই আশায় আছি এটা আমাদেরই ভুল ! ""ভালো মানুষের রাগ থাকে বেশি। যারা মিচকা শয়তান তারা রাগে না। পাছায় লাথি মারলেও লাথি খেয়ে হাসবে।" - হুমায়ুন আহমেদ

সম্ভবতঃ মরহুম হুমায়ূন আহমেদ তার ভাইকে উদ্দেশ্য করেই কথাটি বলেছিলেন, কিন্তু আমরা এতোদিন তা বুঝতে পারিনি ।" - দারুণ !! ছিল এইটা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.