নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

** কে আমি ?** কোথা হতে এসেছি ?** কেন এসেছি ?** কোথায় যাব ?** কি আমার পরিচয় ?

যায়বেলা অবেলায় (সিমান্তের ঈগল)

** কে আমি ? ** কোথা হতে এসেছি ? ** কেন এসেছি ? ** কোথায় যাব ? ** কি আমার পরিচয় ?

যায়বেলা অবেলায় (সিমান্তের ঈগল) › বিস্তারিত পোস্টঃ

নো ভ্যাট অন এডুকেশন’ ব্যানারে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ , নো ভ্যাট গুলি কর ।

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৬



সংবাদ পত্রে এসেছে .........।।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত অতিরিক্ত ভ্যাট প্রত্যাহার ও আন্দোলনরত ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ চলছে।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ধাপে ধাপে শিক্ষার্থীরা ‘নো ভ্যাট অন এডুকেশন’ ব্যানারে বিক্ষোভ সমাবেশ করছেন।

আমার কিছু কথা .........।

ছাত্রদের শিক্ষা ব্যবস্থায় অতিরিক্ত ভ্যাট সংযোগ করা অনৈতিক, অযৌক্তিক । এটা দেশের শিক্ষার প্রতি সরকারের বিদ্বেষ মনমানসিকতার পরিচয় বহন করে । এটা কোন অবস্থাতেই মেনে নেয়া যায় না । শিক্ষা প্রসারের জন্য লেখা পড়ার খরচ যত সম্ভব নিম্ন পর্যায়ে রাখার চেষ্টার পরিবর্তে, খরচার সাথে ভ্যাট যোগ করা অজ্ঞান এবং অদূরদর্শিতার জ্বলন্ত উদাহরণ ও ভবিষ্যত প্রজন্মদের বাইরের জগতের সাথে প্রতিযোগিতামূলক প্রতিভা নিয়ে গড়ে তোলার জন্য অন্তরায় । জাতির ভবিষ্যৎ উজ্জ্বল রাখার স্বার্থে জাতীয়ভাবে এই হীন সিদ্ধান্তের প্রতিবাদ করা বাংলাদেশের সর্বস্তরের মানুষের জন্য অপরিহার্য ।

বর্তমান আওয়ামিলীগ হাসিনার সরকারের ভারত বাদে বাকিবিশ্বে কোন বন্ধু নেই বললেই চলে সুতরং গ্যাস - বিদ্যুতের দাম বাড়ানো এবং যাতেখুশি তাতে ট্যাক্স বসায়ে জোর জবরদস্তি করে জনগনের ঘাড়ে চেপে বসা ছাড়া এই সরকারের অন্যকোন কাজ নাই । আর এই সরকার কে টেনে হিছড়ে নামাতে জোর-শোর আন্দোলনের ডাকদিবে এমন কোন নেতাও নাই দেশে । এইজন্য সাধারন জনগন আজ বড় অসহায় ।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৪০

জেকলেট বলেছেন: ছোটবেলা থেকে শুনে এসেছি নামের একটা প্রভাব থাকে আমাদের মাননীয় অর্থমন্ত্রীর কাজ কারবার দেখে তার হাতেনাতে প্রমান পেলাম।

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৮

যায়বেলা অবেলায় (সিমান্তের ঈগল) বলেছেন: ভাইজান হপায় মাত্র শুরু আরো বাকি আছে ।

২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৮

ফাহাদ মুরতাযা বলেছেন:



বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভ্যাট দিতেই হবে বলে জানিয়েছেন সজিব ওয়াজেদ জয়। উনি বলেছেন, "দেশের ৮৩টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ৬৩ শতাংশ শিক্ষার্থী পড়া লেখা করে সরকার তাদের জন্য কোন ধরেন ভর্তুকি দিবে না। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ভর্তুকি দিলে এটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শেয়ার হোল্ডারদের পকেটে চলে যাবে। শিক্ষার্থীদের কোনো লাভ হবে না।"

উনি তো দেখি বেসরকারী বিশ্ববিদ্যালয় সম্পর্কে কোন ধারণাই রাখেন না, অথবা না জেনে-শুনে সবাইকে বিভ্রান্ত করতে ভুল তথ্য দিয়েছেন। সঠিক তথ্য হচ্ছে, বেসরকারী বিশ্ববিদ্যালয়ে সরকার কোন ভর্তুকি দেয় না। বরং শিক্ষার্থীদের বেতনের ওপর যে ভ্যাট আরোপ করা হয়েছে- তার পূর্ন নাম 'Value-Added Tax' বা 'মূল্য সংযোজন কর'। ২০টাকা কেজি আলু কিনে তা ১১০টাকা কেজি সয়াবিন তেলে ভেজে ফার্স্টফুডের দোকানে যখন সেই পটেটো চিপস ১২০০টাকা কেজি দরে বিক্রী করা হয় তখন এই সযোজিত মূল্যের ওপর ভ্যাট ধার্য করা হয়। শিক্ষা কী পটেটো চিপসের মত পন্য? বিশ্ববিদ্যালয়গুলো কী ফার্স্টফুডের দোকান? এখানে মিথ্যা ভর্তুকির দোহাই দিয়ে উনি কেমন করে ভ্যাট বসানোকে বাধ্যতামূলক করে দিচ্ছেন?

উনি না আমাদের তরুন প্রজন্মকে নিয়ে 'ইয়ং বাংলা' গড়েছেন? এই তার আসল চেহারা? যেহেতু বেসরকারী বিশ্ববিদ্যালয়ে কোন সরকারী ভর্তুকী দেয়া হয় না, তাই তার লাভের ভাগ তো কখনোই শিক্ষার্থীদের পকেটে আসার সম্ভাবনা ছিল না। কিন্তু উনার আরোপ করা এই ভ্যাটের টাকা তো আমাদের মত বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পকেট থেকেই দিতে হবে। উনি আমাদের লাভ না দেখলেও লোকসানটা ঠিকই বাধ্যতামূলক করে দিয়েছেন। ৮৩টি বেসরকারী বিশ্ববিদ্যালয়ের প্রায় ৭৫টিই মধ্যবিত্ত আর নিম্ন মধ্যবিত্তদের উচ্চ শিক্ষার বিকল্প প্রতিষ্ঠান। এখানকার প্রায় ৭৫% শিক্ষার্থী প্রাইভেট ট্যুশনি করে বা খণ্ডকালীন চাকরী করে বিশ্ববিদ্যালয়ের খরচ জোগাড় করে। তাদের ওপর বছরে আরো ৩০/৪০ হাজার টাকার বোঝা চাপিয়ে দিয়ে উনি কেমন কাজ করলেন?

উনি কী তাহলে আমাদের পকেট কাটা জবরদস্তি ভ্যাটের টাকা দিয়ে উনার 'ইয়ং বাংলা' চালাবেন? সেইক্ষেত্রে উনার ইয়ং বাংলায় বাংলাদেশের ৯৫% তরুণের কোন অংশদারিত্ব থাকবে না।

-ড. সাকিল আল মামুন।
১. সরকার কোনদিনই বেসরকারি বিশ্ববিদ্যালয় কিংবা এর শিক্ষার্থীদের জন্য ভর্তুকি দেবে না জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আর এটা ভোরের কাগজের লিঙ্ক।

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৭

যায়বেলা অবেলায় (সিমান্তের ঈগল) বলেছেন: মুক্ষম হয়েছে জনাব ধন্যবাদ

৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৭

স্বপ্নবাজ তরী বলেছেন: আন্দোলনের ডাকদিবে এমন কোন
নেতাও নাই দেশে । এইজন্য
সাধারন জনগন আজ বড় অসহায়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.