নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

** কে আমি ?** কোথা হতে এসেছি ?** কেন এসেছি ?** কোথায় যাব ?** কি আমার পরিচয় ?

যায়বেলা অবেলায় (সিমান্তের ঈগল)

** কে আমি ? ** কোথা হতে এসেছি ? ** কেন এসেছি ? ** কোথায় যাব ? ** কি আমার পরিচয় ?

যায়বেলা অবেলায় (সিমান্তের ঈগল) › বিস্তারিত পোস্টঃ

থিঙ্ক ট্যাঙ্ক সময় উপযোগী সিদ্ধান্ত, সাধুবাদ বিএনপিকে। বাংলাদেশের রাজনীতিতে অনেক পরিবর্তন দরকার,আশায় আছি।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:২১

থিঙ্ক ট্যাঙ্ক সময় উপযোগী সিদ্ধান্ত, সাধুবাদ বিএনপিকে। বাংলাদেশের রাজনীতিতে অনেক পরিবর্তন দরকার,আশায় আছি।সাধুবাদ জানাই, বিষয় সংশ্লিষ্ট সবার পরামর্শে কাজ করলে ভুলের ও ভুল বুঝাবুঝির পরিমান কমে যায় এবং পারস্পরি আস্থা বেড়ে যায়। এই চর্চা সব রাজনৈতিক দলেই থাকা উচিৎ।

আবার অনেকে বিরোধী করছে এটার তাদের বলছি !!
একটা ভাল জিনিষের উদ্যোগ নিলেও আপনাদের সমর্থন পায় না বিরোধীমত! আপনারা তাহলে কি করলে আপনারা বিএনপিকে সমর্থন করবেন? নাকি আপনারা চানই না যে বাংলাদেশে কোন বিরোধী দল থাকুক!

থিঙ্ক ট্যাঙ্ক করেন আর যাই করেন আগে জিয়াউর রহমানের ১৯ দফা বাস্তবায়নের পদক্ষেপ নিতে হবে। জিয়াউর রহমানমের জীবন সম্পর্কে মানুষকে জানাতে হবে, তিনি যে সহজ সরল ও সৎ জীবন যাপন করতেন এটা বিভিন্ন ভাবে মানুষকে জানাতে হবে।জনকল্যাণে কাজ করতে হবে আর ভয়হিন রাজনীতি করতে হবে, নেতাদের প্রকাশশে মানব্বন্ধন হলেও করতে হবে।তাহলেই কর্মীরা উজ্জিবিত হতে পারবে । তা ছাড়া যতই থিঙ্ক ট্যাঙ্ক করেন কোন কাজ হবে??
এতদিন পরে হলেও ভালো। সেখানে তারা শিক্ষা স্বাস্থ্য কৃষি কূটনীতি নিয়ে আলোচনা পর্যালোচনা করবেন, সেও ভালো কিন্তু গণতান্ত্রিক দল গঠনের চিন্তা করবে কী-না, সে আভাষ নেইপরে ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:১০

চাঁদগাজী বলেছেন:

খালেদা জিয়া ১১৯ দফা কার্যকরী করেছে, এখন শুধু জেলটা বাকী

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.