নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

** কে আমি ?** কোথা হতে এসেছি ?** কেন এসেছি ?** কোথায় যাব ?** কি আমার পরিচয় ?

যায়বেলা অবেলায় (সিমান্তের ঈগল)

** কে আমি ? ** কোথা হতে এসেছি ? ** কেন এসেছি ? ** কোথায় যাব ? ** কি আমার পরিচয় ?

যায়বেলা অবেলায় (সিমান্তের ঈগল) › বিস্তারিত পোস্টঃ

মক্কার পর এবার মিনা, দুর্ঘটনায় সেই আল্লাহর মেহমানগণ, কিন্তু কেনো?

২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪১





মক্কার পর এবার মিনা, দুর্ঘটনায় সেই আল্লাহর মেহমানগণ, কিন্তু কেনো?
-----------------------------------------------------------------------
এর জবাব আমার কাছে নেই। নানাজন নানা মন্তব্য করেন, বিষয়টি স্পর্শকাতর, তাই মন্তব্য করা কঠিন।
কিন্তু কিছু বিষয় আমাকে চরম ভাবায়;

১. সেলফিরোগ।[/su

আমি বুঝি না, সামনে কা'বা, রাব্বে কারীমের দরবার, বিভিন্ন স্টাইলে চলছে ফটোসেশন, কাকে খুশি করতে? রাব্বে কারীমের সামনেই তাঁকে অবজ্ঞা?
নাহ, আমি আতঙ্কিত, ভিত ও সন্ত্রস্ত!

২. ইব্রাহীম (আ:) দু'আ করেছিলেন:


واجنبي وبني أن نعبد الأصنام
মা'বূদ হে, আমাকে এবং আমার সন্তানদেরকে মুর্তিপূজা থেকে বাঁচিয়ে রাখো। পুরোপুরিভাবে
দোয়া বাস্তবায়ন হলো মক্কা বিজয়ের পর, মুর্তিমূক্ত হলো কা'বা!
কিন্তু আফসোস, কা'বার আশপাশ আবার মুর্তিতে ভরে যাচ্ছে। সব মার্কেটগুলোতে খেলনা বিক্রির নামে চলছে মুর্তি আমদানী!
মুসলিমরাই কিনছে এগুলো।


৩. ইয়াহুদী আর মুশরিকদেরকে কুরআন নির্ধারণ করে দিয়েছে মুসলমানদের চরম শত্রু হিসেবে, এরশাদ হয়েছে:


ولتجدن اشدالناس عداوة للذين آمنوا اليهود والذين اشركوا الآية
সেই ইয়াহুদী মুশরিকদের স্বার্থ রক্ষায় চলছে আমাদের মধ্যে প্রতিযোগিতা।
কিন্তু প্রচণ্ডভাবে আঘাত পাই, যখন দেখি কা'বার কোল ঘেষেই চলছে তাদের স্বার্থরক্ষা।
হজ্বের সফরে ওসব দেখতাম আর ভাবতাম।
ইয়াহুদী মালিকানাধীন হিলটন হোটেলটি সবসময় আমার কা'বাকে দেখে দেখে বিদ্রুপের হাসি হাসে।
তার নীচেই K F C আল্লাহর মেহমানদের খাবারের যোগান দিচ্ছে, সেটাও ইয়াহুদীদের!
মদীনাতুর রাসূল (সা:) আমাদের ভালোবাসা। কতো কবি কবিতা সাজিয়েছেন তাকে নিয়ে।
কতো আশেকে রাসূল দিওয়ানা, মাতোয়ারা সে নামে।
সেই মসজিদে নববীর দেয়াল ঘেষেই হোটেল স্টারবক্স। কেবল ইয়াহুদী মালিকানাধীন নয়, স্টারকে যেই ইসরাঈল তাদের পতাকায় এঁটেছে সেই স্টার, মানে বুঝেন বন্ধু?
স্টারকে বাঁচাতে এই বক্সে ফেলুন আপনার অর্থ।
মুসলিম শিশুদের রক্ত ঝরাতে অস্ত্র লাগবে না? সে অর্থ কি তারা দেবে?
আমরা মুসলিমরাই দেবো এর যোগান!
না ভাই দুর্ঘটনার কারণ এগুলোকে ধার্য করে ফেলবেন না!


৪. জাযীরাতুল আরব থেকে মুশরিকদের বের করার নির্দেশ রাসূলের (সা:)!


জাযীরাতুল আরব থাক দূরের কথা, মক্কার খুব কাছের সহরগুলোই ভরে উঠেছে মুশরিকদের দিয়ে।
আমার রবের রহম, পুরো জনপদকে দাবিয়ে দিচ্ছেন না, কারণ সেখানে যে আছে পবিত্র কা'বা!

৫. আমি আতঙ্কিত, সেই জাযিরাতুল আরবের এক টুকরোতে সেদিন মোদি সাহেব মন্দির উদ্বোধন করে আসলেন, মুর্তিপূজার চূড়ান্ত স্বীকৃতি!!


৬. সিরিয়ার শিশুদের লাশ আপনার চোখে পড়েছে? সাগরপাড়ের সেই আইলানের কথা কি ভুলে গেছেন?

সাগরে ঢেউয়ের তালে তালে সন্তানকে আগলে ধরে বাঁচিয়ে রাখার সে প্রাণান্তকর যুদ্ধের কথা কি ভুলা যায়?
ইউরোপিয়ান লেডি সাংবাদিকের আচমকা কিকটা যে আজও আমাকে কাঁদায়!
কতো নিষ্ঠুর হলে মানুষ সবহারানো শিশুকে এভাবে আঘাত করতে পারে?
উফ তুরস্কের রাস্তায় রোমাল বিক্রি করতে থাকা সিরিয়ান শিশুটি যখন পুলিশ দেখে আতঙ্কিত হয়ে পথচারির পা ধরে আশ্রয় চাচ্ছিলো কেমন লেগেছিলো আপনার?
যতবার দেখেছি কেঁদেছি........!!!
কিছু উদ্বাস্তকে আশ্রয় দিয়েই তোমার দায়িত্ব শেষ?
তুমি মুহাম্মাদ বিন ক্বাসেম, তারেক বিন যিয়াদ, সালাহুদ্দীন আইয়ূবী হতে পারো নি!
অথচ মুসলিম বিশ্বের প্রত্যাশা তোমার কাছে তাই ছিলো।
আরো অনেক কিছুই বলার ছিলো, চোখ বুঝলাম, যবান বন্দ!
অশ্রুভেজা নয়নে কেবল একটাই আকুতি;
মা'বূদ হে,
সব দুর্ঘটনায় নিহতদের ইহরাম পরিয়ে লাব্বাইক মুখে তোমার সামনে হাজির করিও!


সংগ্রহিত

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০৭

স্যার এডলফ হিটলার বলেছেন: ভাই ভালো লিখেছেন। কিন্তু এতটা আত্নকেন্দ্রিক ও ধর্মান্ধ হওয়া ঠিক না। হয়তো মহান আল্লাহ তায়ালা আমাদের পরীক্ষা নিচ্ছেন।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১১

যায়বেলা অবেলায় (সিমান্তের ঈগল) বলেছেন: জনাব @ ''আত্নকেন্দ্রিক ও ধর্মান্ধ হওয়া " বলতে কি বুঝাচ্ছেন ?????

২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০৭

থিওরি বলেছেন: সবজায়গায় সব রুলস চলে না।
এটা পবিত্র কাবাঘর। আমাদের কিবলা।
মুসলমানদের প্রথম কিবলার মতো এটাকে মুশরিকদের আস্তানা করা না হোক।
ধন্যবাদ

৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১৮

স্যার এডলফ হিটলার বলেছেন: যেমন সেলফি তোলা একটা বড় অন্যায় এটা আমার মনে হয় না। কারন একটা স্মৃতি রেখে দিলে সমস্যা কোথায়।

আর ওইখানের KFC বা অন্যান্য খাবারের দোকানগুলোতে মুসলিমরাই কাজ করে। যদিও মালিকানা অন্যদের, তাও এটা তেমন সমস্যা করার কথা না। কারন সৌদি সরকার হারাম খাদ্য নিশ্চই সাপ্লাই করে না।

আশা করি বুঝাতে পেরেছি । আমি আপনাদের মত অতটা জ্ঞ্যানি নই।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২৮

যায়বেলা অবেলায় (সিমান্তের ঈগল) বলেছেন: জনাব আপনাকে আর কি বলব !! ছবি তোলা যায় কোন সময় তা একটু ভাল করে জেনে নিন ! আর KFC এটা মানলাম এখানে মুসলিম লোকজন কাজ করে তবে এর লাভের কিছু অংশ আবার এই ইয়াহুদিরা মুসলিম নিধনের উপর প্রয়োগ করে ।

৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪৬

স্যার এডলফ হিটলার বলেছেন: হ্যা আমি সেটাই বলছি। সেখানে তো মুসলিমরাই কাজ করে। এতে মুসলিমদেরও অনেক লাভ হয়।
যেমন প্যালেস্টাইন এ ইসরাইলের হামলার সময় অনেকে বলেছিলো কোকাকোলা বয়কট করতে। কিন্তু কোকাকোলার CEO ই একজন মুসলিম। আবার অনেক মুসলিম এই কোম্পানির হয়ে কাজ করে।

তাই এগুলো বয়কট করে নয়, এগুলোর থেকে ভালো কোম্পানি বানানোর মত ইচ্ছা ও আকাঙ্খা মুসলিমদের থাকা উচিত।

তাছাড়া ছবি তোলা যায় কোন সময়, এই বিষয়ে আমার তেমন কোন ধারনা নেই।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:২৩

যায়বেলা অবেলায় (সিমান্তের ঈগল) বলেছেন: “ফটো সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি জনাব এই লেখাটা পড়ে দেখতে পারেন ।

৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:২১

স্যার এডলফ হিটলার বলেছেন: ধন্যবাদ। 8-|

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.