নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

** কে আমি ?** কোথা হতে এসেছি ?** কেন এসেছি ?** কোথায় যাব ?** কি আমার পরিচয় ?

যায়বেলা অবেলায় (সিমান্তের ঈগল)

** কে আমি ? ** কোথা হতে এসেছি ? ** কেন এসেছি ? ** কোথায় যাব ? ** কি আমার পরিচয় ?

যায়বেলা অবেলায় (সিমান্তের ঈগল) › বিস্তারিত পোস্টঃ

এরা হারলে হারবে দেশ -----:::::

২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৩৭






এরা হারলে হারবে দেশ -----:::::
ছবিতে যে মেয়েটিকে দেখছেন তার নাম "কিবতিয়া ""অার ছবিটির স্থান চট্টগ্রাম ।
কিবতিয়া এবার সেকেন্ড টাইম মেডিকেল এডমিশন দিয়েছে ।কিনতু হেরে গেছে চোরদের কাছে ।ওর মা নেই ।ইন্টার পড়ার সময় ওকে ছেড়ে পরপারে চলে গেছে ।
ওর চশমার নিচে সাদা ব্যান্ডেজটা খেয়াল করেছেন ??রাত জেগে পড়ার কারনে চোখে সমস্যা হয়েছিল ।তাই এই ব্যান্ডেজ চোখেই পরীক্ষা দিতে গিয়েছিল মায়ের স্বপ্ন বাস্তবে রূপ দিতে ।কিনতু ওর মতো হাজারো কিবতিয়ার স্বপ্নকে চুরি করে নিয়েছে চোর অার চোরের দালালেরা ।কি ভাবছেন ??-তাতে অাপনার কি ??অাপনার বোনতোভালোই অাছে ।
ইতিহাস কাউকে ছাড়ে না ।অাজ অাপনি চুপ কাল অাপনার বোনের স্বপ্নকে যখন কেউ ধর্ষন করবে তখন সবাই বলবে -অামাদের কি করার অাছে ??অন্যায় দেখতে দেখতে অামাদের সব সয়ে গেছে ।
অন্যের বিপদে নিজে নিরাপদ দূরত্বে থাকি অার নিজের বিপদে অাশা করি সবাই অামাকে সাহায্য করবে ।
অাসলে প্রতিবাদ করার সৎসাহসটুকুই সমাজ থেকে উঠে যাচ্ছে।অার ফলাফলস্বরূপ উপরওয়ালা অামাদের উপর অযোগ্য চোর শুওরদের চাপিয়ে দিচ্ছেন।
কিনতু এতকিছুই পরেও কিবতিয়ারাই জিতবে ইনশাঅাল্লাহ ।
কারন ওরা হারলে হারবে সত্য হারবে ন্যায় হারবে দেশ ।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৫০

অাকাশ কালো বলেছেন: Thanks এ রকম চোর দের কখনো বিচার হয় না। এদের কে বিচার এর কাঠগড়ায় আমরা কিভাবে দাড় করাতে পারি বলতে পারবেন

২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:৩৬

ই হক মুরাদ বলেছেন: একের পর এক প্রশ্ন ফাস। কোন বিচার বা পদক্ষেপ নেই। আমাদের গা সয়ে গেছে। জাতি মেধাশুন্য হয়ে যাচ্ছে যা দেখা যাবে আরও ১০/১৫ বছর পর।

৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৩

ইঞ্জিনিয়ার কবির আহমেদ মাধব বলেছেন: কিবতিয়ারাই জিতবে ইনশাঅাল্লাহ ।
কারন ওরা হারলে হারবে সত্য হারবে ন্যায় হারবে দেশ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.