নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

** কে আমি ?** কোথা হতে এসেছি ?** কেন এসেছি ?** কোথায় যাব ?** কি আমার পরিচয় ?

যায়বেলা অবেলায় (সিমান্তের ঈগল)

** কে আমি ? ** কোথা হতে এসেছি ? ** কেন এসেছি ? ** কোথায় যাব ? ** কি আমার পরিচয় ?

যায়বেলা অবেলায় (সিমান্তের ঈগল) › বিস্তারিত পোস্টঃ

_\'ভয়_৫৭০ টু ২০১৫ সাল..

২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:১১












একদা নবিজি (স ) ভর দুপুর বেলা মরুভূমির মধ্য দিয়ে হেটে যাচ্ছিলেন । দুপুর হবার কারণে মরুভূমি ছিল অত্যন্ত তপ্ত । এমন সময় নবিজি (স ) একজন বয়স্ক মহিলাকে খুব ভারী একটা বোঝা মাথায় নিয়ে টলতে টলতে যেতে দেখলেন। নবিজি (স ) মহিলাটির বোঝা নিজ কাধে তুলে নিলেন এবং জিজ্ঞেস করলেন মহিলাটি কোথায় যাচ্ছে এবং কেন ? মহিলাটি বলল আমি শহর ছেড়ে যাচ্ছি কারণ আমি শুনেছি এই শহরে মুহাম্মদ (স ) নামে একজন লোক এসেছে .. মাইরালায় কাইট্রালায়!
.
আমাদের নবিজি (স ) যথারীতিই ছিলেন শান্ত ও ধৈর্যশীল ব্যক্তি, তিনি (স ) কোন কথা না বলে চুপচাপ শুনতে লাগলেন ….. মহিলাটি গোটা সময়টা তার শহর ছাড়ার পেছনে নবিজি (স ) এর নামে বিভিন্ন রকমের অভিযোগ অনুযোগ করে গেলেন । বুড়িটি গন্তব্যে পৌছালো, নবিজি (স ) বোঝাটি রাখলেন এবং যখন ফিরে যাচ্ছিলেন বুড়ি বলে উঠলেন "ও মহান লোক, অন্তত তোমার নামটা ত বলে যাও ! "

নবিজি(স ) উত্তর করলেন " আমিই সেই ব্যক্তি যার জন্য আপনি শহর ছাড়ছেন "
পুরো গোত্র মুসলিম

বৃদ্ধা মহিলাটি বিস্মিত হলেন.....
.
২০১৫, আইএস। খিলাফাহর দাবী করেছে। যবাই, হত্যা, সন্ত্রাস, ভুমি দখল করছে। সিরিয়ার ম্যাপ পরিবর্তন করেছে। নিরিহ নারী- শিশুসহ সবাইকে মেরে সাবার করে দিচ্ছে! যাকে তাকে পেলেই খুন করছে। সাক্ষাত দৈত্যে রুপ নিয়েছে। সো পালাও। ইউরোপ, এমেরিকা। পারি দাও সাগড়- নদী পাহাড়- বন। পৃথিবী বাসির ঘুম হারাম।
.
মোরালঃ সে যুগ এ যুগ। ওরা এভাবেই তথ্য সন্ত্রাস ছড়িয়ে দেয় পরিকল্পিতভাবে। আমরা ভীত হই। যপি, ওরা যেন না আসে ও যালেমের উপত্যাকায়। মনো করি অন্তত ও যালিমরাই ওদেরচে ভালো। চলছে এভাবেই যালিমের সাম্রাজ্য। তবে সেটা কত দিন?

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৫:১৯

বাধন খান বলেছেন: হুম.। ঠিক







২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:১২

আমি আবুলের বাপ বলেছেন: সহমত

৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৩৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বুঝতে পারি নি। আমাকে একটু বুঝিয়ে বলুন।

৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৪৬

মাঘের নীল আকাশ বলেছেন: আমিও বুঝলাম না...!!!

৫| ১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৪৩

সাইফুর রহমান পায়েল বলেছেন: কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বুঝতে পারি নি। আমাকে একটু বুঝিয়ে বলুন। সাথে আমাকেও বুঝাবেন। মহানবী (স:) এর ঘটনার সাথে নিচের লেখা যুক্ত করতে পারছি না। মিলছে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.