নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

** কে আমি ?** কোথা হতে এসেছি ?** কেন এসেছি ?** কোথায় যাব ?** কি আমার পরিচয় ?

যায়বেলা অবেলায় (সিমান্তের ঈগল)

** কে আমি ? ** কোথা হতে এসেছি ? ** কেন এসেছি ? ** কোথায় যাব ? ** কি আমার পরিচয় ?

যায়বেলা অবেলায় (সিমান্তের ঈগল) › বিস্তারিত পোস্টঃ

আইনশৃঙ্খলা ও নিরাপত্তার প্রশ্নে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ একটি "বিচ্ছিন্ন ঘটনাবহুল রাষ্ট্র" ???

৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৮









আওয়ামিলীগ সরকার ও তার ডিজিটাল উপদেষ্টা জয়ের স্বপ্ন সফল হতে চলেছে, জঙ্গি তকমা কাজ করতে শুরু করেছে।অস্ট্রেলিয়ার পর ব্রিটেন,সাথে গুলিকরে হত্যা করা হয়েছে এক ইতালিয়ান নাগরিক।তাও বিদ্যুত বন্ধ করে হত্যা, বুঝতে বাকি নাই জঙ্গিরা এখন বিদ্যুত ব্যাবস্থা নিয়ন্ত্রণ করে।এতদিন হত্যা করা হয়েছে ব্লগারদের এখন হত্যা করতে শুরু করছে বিদেশী নাগরিকদের।আর এই ক্ষমতাসীনদের বহালতবিয়তে স্ব স্ব স্থানে রেখে,মৌলবাদী জঙ্গিরা কিভাবে ক্ষমতা দখল করবে?এর জবাব কেউ দিতে পারবে?
অবাক হবার কিছু নাই এ সমস্ত কেরামতি আমাদের ডিজিটাল উপদেষ্টার।''বাংলাদেশে জঙ্গি আছে''- এই প্রচারকে প্রতিষ্ঠিত করার জন্যই পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হতে পারে । এদেশে কোনকিছুই অসম্ভব নয়। নিজের নাক কেটে পরের যাত্রা ভংগ করতে আমরা বড়ই ওস্তাদ ।
ইসলামিক স্টেট (আইএস) নার্কি এই হত্যার দায় স্বীকার করে নিয়েছে। আওয়ামীলীগের টার্গেট পূর্ণ্য হল জঙ্গিবাদের জুজু দেখিয়ে বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার প্রচেষ্ঠা সফল হয়েছে। আগামী ২৭ তারিখের অস্টোলিয়া বাংলাদেশ সফর বাতিল করেছে নিরাপত্তা জনিত কারণে। আমাদের জাতীয় ঐক্যের জায়গায় প্রথম আঘাত l

স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, বাংলাদেশে জঙ্গি সংগঠন আইএসের কোনো অস্তিত্ব নেই। আমরাও সেটিই বিশ্বাস করতে চাই, কিন্তু হত্যাকান্ড ঘটিয়ে ওয়েবসাইটে আইএসের নামে দায় স্বীকার করলো কারা? এবিষয়ে তদন্তের অগ্রগতি কতটুকু? মন্ত্রী সাহেব, ঐ এলাকায় সন্ধ্যা ৬টায় নিয়ম করেই প্রতিদিন জ্বলে সড়কবাতি। কিন্তু রহস্যজনকভাবে ঘটনার সময় সোমবার সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ঘটনাস্থলের দুটি বাতি বন্ধ ছিল কেন? হত্যাকান্ড ঘটিয়ে খুনিরা চলে যাবার পর সড়কবাতি জ্বলে উঠে। এ বিষয়ে কি তদন্ত হওয়া জরুরি না?

গুলশান-২-এর ৯০ নম্বর সড়কের যে স্থানে হত্যার ঘটনা ঘটেছে, তার ৩০০-৪০০ গজের মধ্যে মিসরীয় দূতাবাস। এরপর রয়েছে নেদারল্যান্ডস ও স্পেন দূতাবাস। এ রকম স্পর্শকাতর এলাকায় কীভাবে অস্ত্রধারীরা গুলি করে পালিয়ে গেল, তা নিয়ে প্রশ্ন উঠেছে..........হুমমম ..... দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অন্য যেকোনো সময়ের তুলনায় ভালো !!!


পরিশেষে বলতে চাই সরকারকে ......

ইতালিয়ান নাগরিক খুন হলো দুই দিন হতে চললো। কিন্তু কে বা করা খুন করেছে তার কোনো সুনির্দিষ্ট বেখ্খা আমাদের নির্বাচিত সরকার এখনো দিতে পারে নাই। যেহেতু জাতি হিসাবে সামগ্রিক ভাবে আমরা দ্রুত উন্নতির দিকে ধাবিত হচ্ছি, একজন সাধারণ নাগরিক হিসাবে আমি মনে করি- আমি, আমাদের এবং আমাদের সরকারেরও দায়িত্ব্যবোধ একই সাথে দ্রুতই সম্প্রসারণ হওয়া উচিত। অন্যথায় সমালোচকরা আমাদের সমালোচনা করতে বিন্দুমাত্র দেরি করবে না। উদাহরণসরূপ ইতালিয়ান নাগরিক খুনের ঘটনা বলা যেতে পারে। কিছু গোষ্ঠী প্রতিক্রিয়াসরুপ বলতেছে আইএস এর জন্য দায়ী, আবার কেউ বলছে এটা বিচ্ছিন্ন ঘটনা, কেউবা বলছে অন্য কিছু। এসব প্রতিক্রিয়া আমাদের দায়িত্ব্যবোধ কে আরো বাড়িয়ে দেয় প্রকৃত খুনিকে দ্রুতই চিন্নিত করার জন্য। অন্যথায় ঘটনা যাই হোকনা কেন ক্ষতি কিন্তু আমাদেরই বেশী হবে। কেউ বলবে এটা জঙ্গি দেশ এখানে বিনিয়োগ নিরাপদ নয়, কেউ বলবে এটা ভ্রমন করার জন্য নিরাপদ দেশ নয় এখানে ভ্রমনে যাব না, আবার কেউ হয়তবা বলতে পারে এটা সন্ত্রাসীদের দেশ এখানে ক্রিকেট খেলতে যাব না। সুতরাং আমাদের সম্প্রসারিত দায়িত্ববোধ থেকে আমি মনে করি আমাদের সরকার খুব দ্রুতই ইতালিয়ান নাগরিক এর খুনিদের চিন্নিত করতে পারবে। উদাহরণসরূপ, তাহলেই বলা যেতে পারে, আমাদের দেশে বিনিয়োগ আসবে, পর্যটক আসবে, সাথে অস্ট্রেলিয়াও ক্রিকেট খেলতে আসবে।

বাংলাদেশে এ ধরনের খুনের ঘটনা প্রতিদিনই ঘটছে। তবে ইতালিয়ান নাগরিক খুন হওয়ায় বিদেশীরা শঙ্কার মধ্যে পড়েছেন। শুধু বিদেশীরা নন আমাদের দেশের সাধারণ মানুষেরও নিরাপত্তার দায়িত্ব সরকারের। বাংলাদেশে এক ধরনের রাজনৈতিক টানাপড়েন চলছে। একদল আরেক দলকে দোষারোপ করছে। এর কোন সুরাহা হচ্ছে না। এখন নিরাপত্তার কারণে অস্ট্রেলিয়া ক্রিকেট দল যদি না আসে তাহলে শুধু ক্রিকেট নয় পুরো বাংলাদেশের ইমেজ ক্ষুণ্ন হবে। এ ছাড়া পাকিস্তানের মতো বাংলাদেশও ব্রাকেটবন্দি হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। সরকারকে খুনের ঘটনাগুলোর সঠিক তদন্ত এবং ইন্টিলিজেন্স অপারেশনগুলো জোরদার করতে হবে। এ ছাড়া সম্প্রতি সংঘটিত খুনের ঘটনাগুলোর সঠিক তদন্ত করতে হবে। বায়বীয় তদন্ত করলে হবে না।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৮

ঢাকাবাসী বলেছেন: আমাদের পুলিশ আজ পর্যন্ত ৯৮% খুনের কিনারা করতে পারেনি!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.