নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

** কে আমি ?** কোথা হতে এসেছি ?** কেন এসেছি ?** কোথায় যাব ?** কি আমার পরিচয় ?

যায়বেলা অবেলায় (সিমান্তের ঈগল)

** কে আমি ? ** কোথা হতে এসেছি ? ** কেন এসেছি ? ** কোথায় যাব ? ** কি আমার পরিচয় ?

যায়বেলা অবেলায় (সিমান্তের ঈগল) › বিস্তারিত পোস্টঃ

প্রসঙ্গ বিদেশি হত্যা ও প্রধানমন্ত্রীর মন্তব্য ঃ আত্ম সমালোচনা করতে শিখুন, আপনার জোটেও এই খুনিরা থাকতে পারে....হয়তো আপনার এই কথায় প্রকৃত খুনিরা পার পেয়ে যাবে...

০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ৮:৩১

সরকার সবসময় নিজেদের সফলতার গীত গাইবেন আর ব্যর্থতার দায় চাপাবেন কোমর ভেঙে দেওয়া দলের উপর , তাতো হয় না মাননীয় প্রধানমন্ত্রী !!!দেশের গোয়েন্দারা কিছুই উদঘাটন করতে পারল না, আর আপনি আমেরিকা থেকেই বলে দিলেন- বিএনপি জামাতের হাত আছে, ইহা জানার উৎস কোথায়???হাত থাকতে অজুহাত এটা আমাদের বদভ্যাস ! আগে প্রকৃত খুনি কারা তা বের করার চেষ্টা করুন নয়তো খুনিরা আড়ালে হাসবে । আর আপনাদের মিথ্যাচারের লেভেল এতো উপরে উঠে গেছে যে, এখন বিরুধী পক্ষ এ কাজ করলেও জনগণ কে তা বিশ্বাস করানোর উপায় নেই।
কোন উচ্চাসনে দায়িত্বরত ব্যক্তির তরফ থেকে কোন ফৌজদারী অপরাধের উপর অগ্রিম মন্তব্য দেয়া ঠিক নয়, কেননা ক্ষোভ, ব্যক্তিগত শত্রুতা, রাজনৈতিক বাঘাড়ম্বর বা অন্য কোন কারণে দেয়া তাঁর বক্তব্যের বাইরে গিয়ে সংশ্লিষ্ট মামলায় নিরপেক্ষ তদন্ত করা বা স্বাভাবিকভাবে অগ্রসর হওয়ার ক্ষমতা একজন অধীনস্থ কর্মকর্তার থাকার কথা নয় এবং স্বাভাবিকভাবেই মামলাটা পক্ষপাত হয়ে পড়তে বাধ্য হয়।প্রধানমন্ত্রী যেখানে বলে দিয়েছেন বিদেশি হত্যায় বিএনপি-জামায়াতের হাত আছে... ব্যস!! হয়ে গেল তদন্ত... আর কারো কি সাধ্য আছে প্রকৃত হত্যাকারী কে খুঁজে বের করার বরং প্রকৃত হত্যাকারী কে খুঁজে বের করার চেয়ে বিএনপি-জামায়াতের ধরা গোয়েন্দাদের কাজটা আরো সহজ হলো....এতে প্রকৃত হত্যাকারীরা সহজেই পার পেয়ে গেল....

হ্যা এটা অবশ্যই দেশী - বিদেশী ষড়যন্ত্রের এক নির্মম চক্রান্ত ।নিরীহ বিদেশীদের কি দোষ??? ওদেরকে কেন বলীর পাঠা বানানো হচছে ? এই হত্যাকারী কারা ? নিরিহ এই সব মানুশ গুলোকে মারতে তাদের হাত কি একবারও কাঁপেনি ? তবে আমি মনে করি এই সমস্যা সাময়িক। সরকারকে যদি Unstable করার উদ্দেশ্যে এই হত্যাকান্ড তাহলে সেটি ভুল হবে। কারন ইতিহাস বলে সরকার ঠিকই আবার এই স্রোতের বিপরীতে দ্বিগুন শক্তি নিয়ে উঠে দাঁড়াবে কিন্তু মাঝখানে কিছু নিরীহ মানষের জীবন চলে যাচ্ছে আর দেশের সুনাম ক্ষুন্ন হচ্ছে ।সরকারের কিছুই হবেনা। দেশে আরো ১০০-২০০ বিদেশী মরলেও সরকার পদত্যাগ করবেনা বা সরকার বা দেশ Unstable হবেনা।সরকারকে এ দেশের প্রশাসন ও প্রভাবশালীরাই ধরে রাখবেন নিজেদের অর্জিত সম্মান, সম্পদ, অর্থ-করী ও চেইণ অব কমান্ড ঠিক রাখার জন্য।তাই আমি মনে করি বিদেশী মারার এই নির্মম পথে শুধু দেশের খতিই হবে সরকারের কিছুই হবেনা।

পরিশেষে প্রধান মন্ত্রীকে বলতে চাই

মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনিত অনুরোধ, দেশের সন্ত্রাসবাদ স্ব-মূলে নিমূর্ল করুন। কে কি বলল, সেদিকে কান না দিয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের বিচারের আওতায় নিয় আসুন। হত্যা যেই করুক, আপনি দেশের প্রধান, শক্তহাতে তার বিচার করা আপনার উচিত। এটা যে ষরযন্ত্র তা পরিষ্কার।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ৮:৩৮

চাঁদগাজী বলেছেন:

যেখানে দক্ষ গোয়েন্দা ও পুলিশ বাহিনী নেই, সেখানে অন্যের দোষ দিয়ে কতদিন উনি চলবেন?

২| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ৯:২১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: দেশের গোয়েন্দারা কিছুই উদঘাটন করতে পারল না, আর আপনি আমেরিকা থেকেই বলে দিলেন- বিএনপি জামাতের হাত আছে, ইহা জানার উৎস কোথায়??.....
আপনারতো সাহস কম নয় মশাই,উৎস খোঁজেন?
হীরক রাজ্যে উৎস লাগেনা
''যাহা বলেন মহারাণী
তাহাই হইলো ঐশীবাণী''

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.