নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ মানুষের জন্য

সুদুরে সকালের ডাক শোনা যায়, ভোরের লাল আভার পরেই শুভ সকাল

শীমুল শরীফ

হিপোক্রেটদের মতো দেশকে রাজাকার ও মুক্তিযোদ্ধা দু'ভাগে ভাগ করিনা।

শীমুল শরীফ › বিস্তারিত পোস্টঃ

ঈদের ছুটিতে সুন্দরবন ভ্রমন

১২ ই জুলাই, ২০১৩ দুপুর ১:২৯

ঈদের ছুটিতে সুন্দরবনে। পথে নয় বনেই ৩দিন ২রাত থাকা হবে। শিপে চড়ে সুন্দরবনের বিভিন্ন পয়েন্টে গিয়ে বনের ভেতর ট্রাকিং অথবা ক্যানেলের ভেতর বোট ড্রাইভ। হরিণ দেখা, বাঘ খোঁজা, বানর ও কুমিরের সাথে লুকোচুরি। নির্জন বনের সি বীচে গোসল করা, সাতার কাটা। আর রাতে শিপের ডেকে চাঁদের আলোয় বারবীকিউ সহ বুফেতে নানা রকম খাবারের ব্যবস্থা। থাকার ব্যবস্থা শিপের কেবিন, ১:২ সেয়ারিং। কে কে যেতে চান হাত তুলুন। আয়োজনে “ধ্রুব ট্যুর এজেন্ট”। খুলনা থেকে প্রতিজন ১০,০০০ টাকা এবং ঢাকা থেকে প্রতি জন ১৫,০০০ টাকা (এসি বাসে ঢাকা-খুলনা-ঢাকা এবং ১রাত থ্রি-স্টার হোটেলে থাকা ও খাওয়ার জন্য এ অতিরিক্ত চার্জ)। ঢাকা থেকে ঈদের পরদিন যাত্রা শুরু এবং খুলনা থেকে ঈদের ২য় দিন সুন্দরবনের উদ্দেশ্যে যাত্রা শুরু হবে। আসিফের গান: যেতে চাইলে কাউকে বেঁধে রাখা যায়না - - 01711738553.

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:০৬

বাকি বিল্লাহ বলেছেন: যেতে চাইলে কাউকে ধরে রাখা যায়না

১২ ই জুলাই, ২০১৩ রাত ১০:৩২

শীমুল শরীফ বলেছেন: মাইন্ড কইরেন না; একটু মিসটেক হইসে আর কি - -

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.