নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ মানুষের জন্য

সুদুরে সকালের ডাক শোনা যায়, ভোরের লাল আভার পরেই শুভ সকাল

শীমুল শরীফ

হিপোক্রেটদের মতো দেশকে রাজাকার ও মুক্তিযোদ্ধা দু'ভাগে ভাগ করিনা।

শীমুল শরীফ › বিস্তারিত পোস্টঃ

ঈদের ছুটি: গরম গরম রুটি????

০৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:০৬

ঈদের ছুটিতে সবাই বাড়ী যাচ্ছেন। আমি যাচ্ছি না। ঈদে বাড়ী যাওয়ার কথা মনে হলেই বুকের ভেতরে একটা বেদনা দারুন ভাবে হৃদয়ে আঘাত করে। বাড়ীটা এখন যেন একটি অতীত আর আমি বাড়ীর জন্য অতিথী।

আব্বা আম্মা আপনাদের ভিশন ভাবে মিস করি। আপনারা যে নেই তা আমার মনে থাকে না - - বার বার ভুলে যাই। এখনো মনে হয়ে যে ঈদের ছুটি শেষে আমি ঢাকায় আসার সময় আব্বা আমার গাড়ীর দরজা ধরে দোয়া করতোই থাকবেন আর আমরা দু’জন কাঁদতেই থাকবো এক সময় আম্মা এসে আব্বাকে বলবেন, হাইছে আসেন - - ওরে যেতে দেন।

এমনটি এজীবনে আর কখনোই সম্ভব নয়। আব্বাকে একটি প্রশ্ন করতে ইচ্ছে করে - - কিভাবে আপনি এমন করে আমাদের ভালবাসতেন? আমারওতো সন্তান আছে, আমি কেন তাকে আপনার মতো করে ভালবাসতে পারিনা?

- - আর আম্মা? উনি গেটের সামনের নারকেল গাছটা ধরে দাঁড়িয়ে থাকতেন আঁচলে মুখটা ঢেকে। বিদায় বেলায় জেন আমি তার চোখের জল দেখে না ফেলি। আম্মা! আচল দিয়ে কি ভালবাসা ঢেকে রাখা যায়? আমি কিন্তু আপনার লুকানো ভালবাসা দেখে ফেলতাম। আপনি নিশ্চয় জানেন আম্মা! আমি বাড়ী যাওয়ার সময় এখন আর কেউ রাত যেগে অপেক্ষা করেনা, মোবাইলের পর মোবাইল আসেনা, কেউ ফোন করে বলেনা “আব্বা তুমরা কত দুর আইছো?”

আমাকে যেভাবে আপনারা ভালবাসতেন আল্লাহ যেন আপনাদের সেভাবেই ভালবাসায় শিক্ত করে রাখেন। রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি ছগিরা - -

সবাইকে ঈদ মুবারাক। যাদের বাবা-মা বেঁচে আছেন এবং ঈদ করতে তাদের কাছেই যাচ্ছেন তাদের জন্য শুভেচ্ছা। আর যারা আমার মতো তাদের জন্য সমবেদনা। এবারের ঈদ সবার জন্য আনন্দের হোক এই কমনায় সবাইকে ঈদের শুভেচ্ছা।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:১৬

মেহেদী হাসান '' বলেছেন: মহান সৃষ্টিকর্তা আল্লাহ্‌ নিকটে প্রার্থনা করি, আপনার পিতা মাতা যেন বেহেশতবাসী হন।
আপনাকে ঈদের অগ্রিম শুভেচ্ছা, ভালো থাকুন।

০৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:২১

শীমুল শরীফ বলেছেন: ধন্যবাদ মেহেদী হাসান। আপনাকেও ঈদের শুভেচ্ছা - - ভাল থাকবেন

২| ০৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:২৫

আহলান বলেছেন: আহ ..... অমোঘ সত্য ... কান্দন আহে .... ধ্যুর মিঞা ... :( :( :(

০৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৩৭

শীমুল শরীফ বলেছেন: কাঁদুন না; এটা কান্দন না আপনার বাবা-মার জন্য জমে থাকা ভালবাসা। যা জল হয়ে বের হয়ে আসতে চাচ্ছে - - ঈদের শুভেচ্ছ।

৩| ০৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:২৫

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ঈদের শুভেচ্ছা রইল

০৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৩৭

শীমুল শরীফ বলেছেন: আপনাকেও ঈদের শুভেচ্ছ - -

৪| ০৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৩৫

ইমরাজ কবির মুন বলেছেন:
খুব সুন্দর করে লিখসেন শরীফ।
শুভকামনা রইলো।
ঈদ মুবারাক ||

০৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৫৯

শীমুল শরীফ বলেছেন: ধন্যবাদ আপনাকে ইমরাজ কবির মুন - - ঈদ মুবারাক - - ভাল থাকবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.