নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ মানুষের জন্য

সুদুরে সকালের ডাক শোনা যায়, ভোরের লাল আভার পরেই শুভ সকাল

শীমুল শরীফ

হিপোক্রেটদের মতো দেশকে রাজাকার ও মুক্তিযোদ্ধা দু'ভাগে ভাগ করিনা।

শীমুল শরীফ › বিস্তারিত পোস্টঃ

সুন্দরবনর টারজান পর্ব-৪ ছবির পোস্ট

৩১ শে আগস্ট, ২০১৩ রাত ১:৫৬

সবার অনুরোধে আজ ছবির পোস্ট দিলাম। আগে কখনো ছবির পোস্ট দিইনি, এটাই প্রথম।

মন্তব্য ২৬ টি রেটিং +০/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ৩১ শে আগস্ট, ২০১৩ রাত ২:০৭

মেহেদী হাসান মানিক বলেছেন: চমৎকার

৩১ শে আগস্ট, ২০১৩ রাত ২:০৯

শীমুল শরীফ বলেছেন: ধন্যবাদ

২| ৩১ শে আগস্ট, ২০১৩ রাত ২:০৮

আকরাম বলেছেন: সুন্দর হয়েছে।

৩১ শে আগস্ট, ২০১৩ রাত ২:১০

শীমুল শরীফ বলেছেন: আবারো ধন্যবাদ

৩| ৩১ শে আগস্ট, ২০১৩ রাত ২:১৫

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ফোটো পোস্ট ভালা পাইলাম।

৩১ শে আগস্ট, ২০১৩ রাত ২:১৭

শীমুল শরীফ বলেছেন: ভাললাগা প্রকাশের জন্য ধন্যবাদ।

৪| ৩১ শে আগস্ট, ২০১৩ রাত ২:৩৬

সুলতান আহমদ বলেছেন: অনেক অনেক সুন্দর। সুন্দরবনে যাওয়ার পুরাতন স্মৃতি মনে হয়ে গেল

৩১ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:২৯

শীমুল শরীফ বলেছেন: পুরোনো স্মৃতি মনেকরিয়ে দিতে পরে নিজেকে ধন্য মনে করছি।

৫| ৩১ শে আগস্ট, ২০১৩ রাত ২:৫৩

কপোতাক্ষের তীরে এক অসামাজিক বলেছেন: বুনো বেল বলে কিছু নেই ওখানে, যেটার ছবি দিছেন ওটা কেওড়া ফল বলে মনে হচ্ছে, আরেকটা ওর চেয়ে বড় আছে, নাম ওড়া, দুটোই খেতে টক স্বাদের, ভালোই লাগে।
একটা কথা ওখানে প্রচলিত, হরিণ কেওড়ার ফল খেলে এর মাংস নাকি টক হয় কেওড়ার সিজনে।
গোলের ফল কেটে আনতেন, খেতে সুস্বাদু, অনেকটা তালের শাশের মত, মিষ্টি।
ফলের কাটা ডান্ডি থেকে রসও পাওয়া যায়, ভালো স্বাদ। তালের রসের মত।মাঝি বাওয়ালরা অনেক সময় এটা থেকে তাড়ি বানায়।
ভালো ফটো তুলেছেন।

৩১ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৩০

শীমুল শরীফ বলেছেন: মন্তেব্যের জন্য ধন্যবাদ....

৬| ৩১ শে আগস্ট, ২০১৩ রাত ২:৫৩

ছৈয়দ সালাহউদ্দীন বলেছেন: ভাল লাগার মত

৩১ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৩১

শীমুল শরীফ বলেছেন: ধন্যবাদ

৭| ৩১ শে আগস্ট, ২০১৩ রাত ৩:০৩

লিন্‌কিন পার্ক বলেছেন:
নিজের আত্মীয় স্বজনের ছবি ব্লগে না দেয়াই বেটার

৩১ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৩১

শীমুল শরীফ বলেছেন: আপনার পরামর্শ মনে থাকবে

৮| ৩১ শে আগস্ট, ২০১৩ রাত ৩:৩৭

হার্ট ব্রেকার বলেছেন: এখনো যাইতে পারলাম না !! :(

৩১ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৩৩

শীমুল শরীফ বলেছেন: আগামী ১৯ তারিখ আবার যাবো.... সঙ্গী হতে পারেন। ধ্রুব ট্যুরস -০১৭১১৭৩৮৫৫৩

৯| ৩১ শে আগস্ট, ২০১৩ ভোর ৪:৫৬

শিপন মোল্লা বলেছেন: চমৎকার ।

৩১ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৩৩

শীমুল শরীফ বলেছেন: ধন্যবাদ

১০| ৩১ শে আগস্ট, ২০১৩ ভোর ৫:৩০

পাঠক লাল গোলদার বলেছেন: কেওড়া নয় ওটা ওড়ার ফল। বরিশালের আঞ্চলিক ভাষায় বলে ছৈলা ফল। কেওড়া ওর চেয়ে অনেক ছোট।

৩১ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৩৫

শীমুল শরীফ বলেছেন: ওটা কেউড়া না; এখানে কোন কেওড়ার ছবি নেই। আর যেটার ছবিকে ওড়া বলছেন সেটি কেউড়ার চেয়ে ছোট না। বড় কদবেলের সাইজ। আমাদের বলা হয়েছে ওটি বুনো বেল। স্বাদ পানসে টক।

১১| ৩১ শে আগস্ট, ২০১৩ ভোর ৫:৪৪

েবনিটগ বলেছেন: package price কত পরেছিল? কোন ট্যুর কম্পান্য?

৩১ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৩৭

শীমুল শরীফ বলেছেন: প্যাকেজ ঢাকা টু ঢাকা 15000/- ধ্রুব ট্যুরস্।
ফোন উপরে দেয়া আছে। আর কিভাবে এবং কোনপথে যাওয়া সহজ তার উপর একটি পোস্ট দেবা। ধন্যবাদ

১২| ৩১ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:৩৮

সুফিয়া বলেছেন: প্রাণভরে উপভোগ করেছেন বুঝাই যাচ্ছে। আমারও একবার সুযোগ হয়েছিল সুন্দরবনে যাবার। সেখানে গেলে মনে হয় জীবন সত্যিই অন্যরকম। চমৎকারিত্ব আর বৈচিত্রে ভরপুর।

আমার ব্লগে আমন্ত্রণ রইল।

Click This Link

৩১ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:০০

শীমুল শরীফ বলেছেন: হ্যা ভাই প্রাণ ভরেই উপভোগ করেছি। আমন্ত্রণ গ্রহণ করলাম।

১৩| ৩১ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:৪৯

এক্সপেরিয়া বলেছেন: অত্যন্ত চমতকার.....

৩১ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:০৩

শীমুল শরীফ বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.