নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ মানুষের জন্য

সুদুরে সকালের ডাক শোনা যায়, ভোরের লাল আভার পরেই শুভ সকাল

শীমুল শরীফ

হিপোক্রেটদের মতো দেশকে রাজাকার ও মুক্তিযোদ্ধা দু'ভাগে ভাগ করিনা।

শীমুল শরীফ › বিস্তারিত পোস্টঃ

আমেরিকায় আজও অপমানিত মুন্নি

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:২৭

আমরা সবাই জানি মুন্নি সাহার সাথে প্রধানমন্ত্রীর বিশেষ সখ্যতা, মুন্নিকে তিনি তুমি সম্বধন করেন এবং বিশেষ স্নেহও করেন। বর্তমানে মুন্নি সরকারী খরচে প্রধানমন্ত্রীর সফর সংগী হিসেবে আমেরিকায় অবস্থান করছেন। এখন বাংলাদেশের গরম খবর হলো: আমেরিকায় এসএসএফ কর্তৃক মুন্নির ভিডিও ক্যাসেট জব্দ করা। ক্যাসেট জব্দ হওয়ার দু’টি কারন শোনা যাচ্ছে। সরকারী ভাবে বলা হচ্ছে মুন্নি প্রধানমন্ত্রীকে ব্লাক মেইলিং করার চেষ্টা করেছিলো আর বেসরকারী ভাবে অনেক পত্র পত্রিকায় এসেছে যে, মুন্নির প্রশ্নে রাগন্বিত হয়ে প্রধানমন্ত্রী সাক্ষাতকার ছেড়ে উঠে যান এবং পরে এসএসএফ এসে তাকে (মুন্নিকে) চলে যেতে বলে এবং তার কাছ থেকে রেকর্ডেড ক্যাসেট নিয়ে নেয়।

এটি ছিল গতকালকের ঘটনা, আজ আবর অপমানিত হলেন মুন্নি। আজ ম্যানহাটন সেকেন্ড এভিনিউয়ে জাতিসংঘ স্থায়ী মিশন কার্যালয়ে আমেরিকান স্থানীয় সময় বিকাল ৫টায় প্রধানমন্ত্রীর প্রেস ব্রিফিং শুরু হয়। সাড়ে পাচটার দিকে প্রধানমন্ত্রী নিজেই জানতে চান যে, মুন্নি সাহার কোন প্রশ্ন আছে কিনা। মুন্নি সাহা গ্রীন সিগনাল পেয়ে প্রধানমন্ত্রীর কাছে জানতে চান যে, আপনি (প্রধানমন্ত্রী) বলেছেন বিরোধী দলীয় নেত্রী যুদ্ধাপরাধীদের সংগ ত্যাগ করলে আপনি প্রধানমন্ত্রীত্ব ছেড়ে নির্বাচন দেবেন, আসলে দেবেন কি? এর উত্তরে প্রধানমন্ত্রী বলেন, তুমিই বলো। এর উত্তরে মুন্নি গঠমূলক কিছু বলতে পারেননি। পরে প্রধানমন্ত্রী প্রেসব্রিফিং থেকে উঠে চলে যান। এরপর মুন্নি সাহা প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চাইলে তাকে প্রধানমন্ত্রীর কাছে যেতে দেয়া হয় না। তিনি বহু সময় ধরে এসএসএফকে অনুরোধ করেন যেন তাকে অল্প কিছুক্ষণের জন্য ভেতরে যেতে দেয়া হয়। কিন্তু এসএসএফ কোন ভাবেই তাকে ভেতরে যেতে দেয়নি। প্রধানমন্ত্রীর সাথে সে সময় মুন্নি দেখা করতে না পারলেও আনেক প্রবাসী বাংলাদেশীরা দেখা করেছেন।

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৬

মোমেরমানুষ৭১ বলেছেন: মুন্নি সাহা আপু কিন্তু মোটেও অপ্রাসাঙ্গিক কিছু বলেননি বা করেননি, সাভারের রানা প্লাজা ধ্বংস স্তূপ থেকে রেশমা কাহিনির কিন্ত প্রথম প্রশ্ন সেনা সদস্যকে এই মুন্নি আপুই করেছিল......সো সে সময় মুন্নি আপুকে নিয়ে অনেক জল ঘোলা করা হলেও এবার কিন্তু ....... মুন্নি আপু এগিয়ে চল আমরা আছি তোমার সাথে.........

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৬

শীমুল শরীফ বলেছেন: অপমানিত হওয়ার বিষয়টা হয়তো সাংবাদিকাতা বা প্রশ্নে নয়; অন্য কোথাও - -

২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৪৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: গরম তেলের কড়াইয়ে জল দিলেও ছ্যাৎ করে উঠৈ ;)


আর এতো জটিল প্রশ্ন =p~ =p~ =p~ =p~

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১০

শীমুল শরীফ বলেছেন: =p~ =p~ =p~ =p~

৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৬

হেডস্যার বলেছেন:
জাতি এখন মুন্নির অনুভুতি জানতে চায়। ;)

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১১

শীমুল শরীফ বলেছেন: ব্যাফক অনুভূতি

৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪৫

এডওয়ার্ড মায়া বলেছেন: আমেরিকায় আজও অপমানিত মুন)_অনুভূতি কেমন ??

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১১

শীমুল শরীফ বলেছেন: বিশাল অনুভূতি

৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০০

শিপু ভাই বলেছেন:
চুন্নি সাহার বদনাম করেন কেনু???

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১২

শীমুল শরীফ বলেছেন: ভুল হইছে ভাই মাফ চাই

৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০৭

যে শহর চোরাবালি বলেছেন: মুন্নি বডনাম হুইইইই !:#P

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১৩

শীমুল শরীফ বলেছেন: হাসিনা তেরে লিয়ে

৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০৯

দি সুফি বলেছেন: অনুভূতি কিরাম? ;) ;)

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১৩

শীমুল শরীফ বলেছেন: সেইরাম অনুভুতি

৮| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪০

স্বাধীকার বলেছেন:
মুন্নি সাহা ফরমালিন খাইছে,
তার পচঁন হয়না, অপমানও হয়না

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১৩

শীমুল শরীফ বলেছেন: কতা খারাপ কন নাই

৯| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৩২

বিজন শররমা বলেছেন: আসল ব্যাপারটা এমন হতে পারে কি যে মুন্নী সাহা অনুমতি নিয়েই সব রেকর্ড
করছিলেন । আমাদের জানা আছে যে মহামান্য প্রধানমন্ত্রীর অনেক কথা নিয়ে তার আপন
জনেরাও বিব্রত বোধ করেন । গতকাল একজন আওয়ামী লীগার প্রাক্তন উপাচার্য আব্দুল
মান্নানকে যখন প্রধানমন্ত্রীর কথা “মানুষ যাতে লোড শেডিং এর স্বাদ ভুলে না যায় তাই
লোড সেডিং করা হচ্ছে” নিয়ে ধরা হলো, তখন আর কোন পথ না পেয়ে তিনি বললেন - ‘প্রধানমন্ত্রী
সাহিত্যের ছাত্রী, তিনি অনেক কথা এলিগরিকালি বলেন। ইত্যাদি । এখানেও বোঝা যায়,
এমন কথা এসে গিয়েছিল যাতে তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলতে বাধ্য হয়েছেন, ‘ ‘সব কথাই তো রাজনৈতিক বিষয়ে হল। সাউথ সাউথ পুরষ্কারসহ এখানের কোনো বিষয়ই তো আসল না।’ (বানানটি ‘আসলো’বা এলো লেখা হলে অনেক সম্ভাব্য বিভ্রান্তি এড়ানো যেতো ) । ‘এটা প্রচার না করাই ভাল।’ আসলে যখন তিনি দেখেছেন রাজনৈতিক বিষয়ের এসব কথা প্রকাশ হলে সমালোচনা হবে, তখন তিনি কৌশলে সেগুলি প্রত্যাহার করে নিয়েছেন ।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২৬

শীমুল শরীফ বলেছেন: হতে পারে। কি হয়েছিল তা যেহেতু আমরা কেউই জানিনা। তাই হাপোথিটিক্যালি অনেক সম্ভাবনার কথা বলা যায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.