নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ মানুষের জন্য

সুদুরে সকালের ডাক শোনা যায়, ভোরের লাল আভার পরেই শুভ সকাল

শীমুল শরীফ

হিপোক্রেটদের মতো দেশকে রাজাকার ও মুক্তিযোদ্ধা দু'ভাগে ভাগ করিনা।

শীমুল শরীফ › বিস্তারিত পোস্টঃ

১০০তম পোস্টে কিছু সরল প্রশ্ন

২৫ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৫৪

আমি খেলা আর রাজনীতি বুঝিনা। “লিভ সিম্পিল, থিংক সিম্পিল” এটি আমার জীবন দর্শন। আমার সাধারণ চিন্তায় মাঝে মাঝে কিছু প্রশ্ন খুব জটিল হয়ে দেখা দেয়। যার সমাধান আমার সাধারণ দর্শনে খুঁজে পাইনা। যারা আমার চেয়ে উত্তম চিন্তাশীল রয়েছেন তাদের কাছে বিনয়ের সাথে কিছু বিষয় জানতে চাই। যাদের জানা আছে তারা দয়া করে উত্তর দেবেন; না জানা থাকলে বিব্রত হওয়ার প্রয়োজন নেই:

০১. বাংলাদেশের আসল মালিক কে? আমরা না রাজনীতিবীদরা?

০২. প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীরা কি আমাদের শাসক না আমাদের সেবক?

০৩. বিরোধী দল কি জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী বর্হিশক্তি না জনহিতের জন্য সরকারেরই অংশ?

০৪. বাংলাদেশের আইনে কি যুদ্ধ অপরাধের বিচার করা ছাড়া অন্য কোন অপরাধের বিচার করা সম্ভব?

০৫. বাংলাদেশের মিডিয়ায় কি জনগনের কথা বলা সম্ভব?

০৬. বাংলাদেশের রাজনীতিবিদের কি সাধারণ আইনের আওতার আনা সম্ভব?

০৭. রাজনৈতিক কর্মসূচীর নামে আমার সময় ছিনতাইয়ের বিচার কি আমাদের আইনে সম্ভব?

০৮. আমার টাকায় কেনা গাড়িতে চড়ে আমার টাকায় পোশা নিরাপত্তা বাহিনি নিয়ে পথ চলার সময় ভিআইপি প্রটোকলের নামে আমাকেই সন্ত্রাসীর মতো রাস্তার বাইরে দাঁড় করিয়ে রাখে; এ মানহানীর বিচার কি চাওয়া সম্ভব?

০৯. আমার টাকায় চলা আমার চাকর প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারী যখন আমার কাজ করে দেয়ার জন্য আমারই কাছে ঘুস চায়; তার বিচার কি আমাদের আইনে করা সম্ভব?

১০. আমার টাকায় চলা পুলিবাহিনীর কাছে আমিই যখন নিরাপত্তাহীন তখন কি তার প্রতিকার চাওয়া সম্ভব?

১১. এগুলো যদি সম্ভব না হয় তাহলে গুন্ডাকে চাঁদা দেয়া আর সরকারকে ট্যাক্স দেয়ার ভেতর তফাৎ কোথায়?

১২. উপরের এগুলোর যদি কিছুই সম্ভব না হয় তবে ভোট দেয়ার দরকার কি? মারামারি কাটাকাটি করে যে দল জিতবে তারাই সরকার গঠন করুক। আর আমাদের সাথে ব্যবসা করুক। জনগণ থেকে প্রকাশ্যেই আমরা তাদের খরিদদার হয়ে যাই।

১৩. স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত কোন সরকার আমাদেরকে ভোটের ম্যাশিন নাভেবে দেশের মালিক ভেবেছে?

১৪. কখনোই কি কোন রাজনীতিবীদরে উদ্দেশ্য আমাদের সেবায় করা নিহিত ছিল; নাকি ক্ষমতার লোভ, ফ্লাগওয়ালা গাড়ি আর আমাদের অর্থে আয়েশ করায় নিবদ্ধ ছিল?

১৫. তাহলে আমরা কেন ওদের (রাজনীতিবীদ) কথায় নাচতে থাকি?

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৫ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:১০

বেকার যুবক বলেছেন: সুন্দর।

২৫ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:২০

শীমুল শরীফ বলেছেন: ধন্যবাদ বেকার যুবক।

২| ২৫ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:১০

বেকার যুবক বলেছেন: ১২. উপরের এগুলোর যদি কিছুই সম্ভব না হয় তবে ভোট দেয়ার দরকার কি? মারামারি কাটাকাটি করে যে দল জিতবে তারাই সরকার গঠন করুক। আর আমাদের সাথে ব্যবসা করুক। জনগণ থেকে প্রকাশ্যেই আমরা তাদের খরিদদার হয়ে যাই।

৩| ২৫ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:২২

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
সবাই আমরা উপদ্রুত...
প্রতিকার কি হবে দ্রুত...?

গণমানুষের সময়ের দাবি...।

ভালো থাকুন..।

২৫ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৭

শীমুল শরীফ বলেছেন: ধন্যবাদ স্বপ্নচারী গ্রানমা সুন্দর মন্তব্য করার জন্য। আপনিও ভাল থাকবেন - -

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.