নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্যে মারা যাবো খুব ছোট একটি স্বপ্নের জন্যে খুব ছোট দুঃখের জন্যে আমি হয়তো মারা যাবো কারো ঘুমের ভেতরে একটি ছোটো দীর্ঘশ্বাসের জন্যে একফোঁটা সৌন্দর্যের জন্যে। -হুমায়ুন আজাদ

অদৃশ্য দহন

অতিসাধারণদের একজন ! মনে লুকানো সাধারণ কিছু কথা বলতে এসেছি। বিশাল বিশাল ব্লগ লেখার ক্ষমতা বা যোগ্যতা কোনটাই আমার নেই। রাজনীতি, অর্থনীতি, ধর্ম ইত্যাদি কঠিন কঠিন বিষয় নিয়ে আলোচনায় দয়া করে আমাকে কেউ টানবেন না :)

অদৃশ্য দহন › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এর সাবেক কেন্দ্রীয় সভাপতিদের যোগ্যতা

১৯ শে জুন, ২০১৫ রাত ৮:৩৯

১. মীর কাসেম আলী. মাস্টার্স(অর্থনীতি, ঢাবি)
২. মুহম্মদকামারুজ্জামান. মাস্টার্স(গণযোগাযোগ
বিভাগ,ঢাবি)
৩. অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আবু তাহের. মাস্টার্স
(রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাবি)
৪. মুহাম্মদ এনামুলহক মনজু. মাস্টারস(ইংরেজী,
ঢাবি)
৫. আব্দুল কাদের বাচ্চু. (মাস্টার্স ঢাবি)।
৬. মুহম্মদ সাইফুলআলমখান মিলন.মাস্টার্স(
সমাজকল্যাণ, ঢাবি)
৭. মুহম্মদ তাসনীমআলম. মাস্টার্স(সমাজক
ল্যাণ,ঢাবি)
৮. ডা.সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের. এম বি বি
এস.(ডিএমসি)
৯.মাওলানা মুহাম্মদ শামছুল ইসলাম. মাস্টার্স
(সমাজতত্ব বিভাগ,ঢাবি)
১০. ডাঃ আমিনুল ইসলাম মুকুল. এফ সি পি এস.
১১. আবু জাফর মুহাম্মদ ওবায়দুল্লাহ. মাস্টার্স(খাদ্য
পরিপুষ্টি,ঢাবি)
১২. ব্যারিস্টার মুহাম্মদ হামিদ হোসাইন আজাদ.
মাস্টার্স,(হিসাববিজ্ঞান. চবি)
১৩.মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলাম খান. মাস্টার্স
(ইসলামিক স্টাডিজ,রাবি)
১৪. মুহাম্মদ শাহ্জাহান. মাস্টার্স(খাদ্য
পরিপুষ্টি,ঢাবি)
১৫. মুহাম্মদ মতিউর রহমান আকন্দ. মাস্টার্স,(এমএস
সি অর্থনীতি ঢাবি).
১৬. এহসানুল মাহবুব জোবায়ের. মাস্টার্স,
(রাষ্ট্রবিজ্ঞান.ঢাবি)
১৭. নুরুল ইসলাম বুলবুল. মাস্টার্স (রাষ্ট্রবিজ্ঞান
,রাবি)
১৮. মজিবুর রহমান মনজু. এমফিলগবেষক, (মুসলিম
উম্মাহ ও জাতীয়তাবাদ,চবি)
১৯. মুহাম্মদ সেলিম উদ্দিন. মাস্টার্স(রাষ্ট
বিজ্ঞান,জাবি)
২০. ড. মুহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ পি.এইচ.ডি
(বাংলাসাহিত্য, রাবি)
২১. মোঃ জাহিদুর রহমান. মাস্টার্স,(বিশ্
বধর্মতত্ত্ব,ঢাবি)
২২. ড.মুহাম্মদ রেজাউল করিম. পি.এইচ.ডি
(ইসলামিকস্টাডিজ, রাবি).
২৩. ডা. মুহাম্মদ ফকরুদ্দিন বিএইচএমএস(BHMS)ঢাবি.
২৪. দেলাওয়ার হোসেন. মাস্টার্স(রসায়
নবিভাগ,রাবি)
এখনো হায়েনার কারাগারে বন্দী.
এই রকম হায়ার এডুকেটেড নেতা আর কোনো দলে আছে
কি????

মন্তব্য ৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুন, ২০১৫ রাত ৯:০৪

বিলোয় বলেছেন: জয় বাংলা
কে বলেছে নাই? ছাত্রলিগের নেতাদের যে সব যোগ্যতা সে সব যোগ্যতা আপনাদের মত ছাগুদের কখনো ছিল না, ভবিষ্যতেও থাকবে না। আপনারা তো দেশের ভালো চান না, আপনারা দেশের বিপক্ষ শত্রু, তাই আওয়ামী সোনার ছেলেদের যোগ্যতা কোন দিন বুঝতেও পারবেন না। দ্যাখে নেন ছাত্রলীগ নেতাদের যোগ্যতা।

ধর্ষণে ছাত্রলীগের সাফল্যর খণ্ডচিত্র ।
বাংলাদেশ পুলিশ সদর দফতরের অপরাধ পরিসংখ্যান অনুযায়ী আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারের ৪ বছরে সারাদেশে ধর্ষণের শিকার হয় মোট ১২৯৭১ জন।
পুলিশ সদর দফতরের অপরাধ পরিসংখ্যানে দেখা যায় ধর্ষণ ১২৯৭১ জন
২০০৯ সালে ২ হাজার ৯৭৭ জন
২০১১ সালে ৩ হাজার ২৪৩ জন ২০১১ সালে ৩ হাজার ৩৪৪ জন
২০১২ সালে ৩ হাজার ৪০৭ জন (১১ মাসে) ।
সর্বমোট ধর্ষণ- ১২৯৭১ জন (৩ বছর ১১ মাসে) ।
৩৫৬৩ ধর্ষণের ঘটনা পত্রিকায় প্রকাশিত হয়েছে। ধর্ষণ ৩৫৬৩ (পত্রিকায় প্রকাশিত) । ২০০৯ সালে ৪৫৬ জন। ২০০৯ সালে ৫৫৯ জন ২০১১ সালে ৭১১ জন ২০১২ সালে ১৮৩৭ জন। সর্বমোট- ৩৫৬৩ জন এসিড সহিংসতা ৪৪২ ২০০৯ সালে ১০১ জন, ২০১০ সালে ১৩৭ জন, ২০১১ সালে ১০১ জন, ২০১২ সালে ১০৩ জন। ৪ বছরে সর্বমোট ৪৪২ জন এসিড সহিংসতার শিকার হয়েছে। যৌতুক সহিংসতা ২০০৫ ২০০৯ সালে ৩১৯ জন, ২০১০ সালে ৩৭৮ জন, ২০১১ সালে ৫১৬ জন, ২০১২ সালে ৭৯২ জন।
এবার সেইসব প্রকাশিত সংবাদগুলো থেকে উল্লেখযোগ্য কিছু সংবাদ শিরোনাম নিম্নে তুলে ধরলাম।

● ৫ জুলাই ২০১০ টাঙ্গাইলের সখীপুরে এক কিশোরীকে ধর্ষণ করে তার ভিডিও চিত্র ধারণ করে ছাত্রলীগের সন্ত্রাসীরা। ধর্ষিতা কিশোরী উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। ৫ জুলাই দুপুর সাড়ে ১২টার দিকে সখীপুর বাজারে আসে খাতা কিনে বাড়ি ফেরার সময় হাবিবুল্লাহ ওরফে হাবিব, ছাত্রলীগ নেতা আরিফ, সখীপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত সিকদারের ভাগ্নে বাবুল, নাতি আকাশ মেয়েটিকে মোটরসাইকেলে করে হাজিপাড়ায় ব্যক্তি মালিকানাধীন একটি ছাত্রাবাসে নিয়ে যায়। সেখানে হাবিব মেয়েটিকে ধর্ষণ করে। এ সময় তার সহযোগীরা ধর্ষণের চিত্র ভিডিও করে। পরে আরেকজন ধর্ষণ করতে গেলে মেয়েটি সযোগ বুঝে দৌঁড়ে পালিয়ে যায়। মেয়েটিকে ধাওয়া করে ছাত্রলীগ নেতারা। এ সময় মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে। পরিস্থিতি টের পেয়ে ধর্ষণকারী ও তার সহযোগীরা পালিয়ে যায়। ফিল্মি স্টাইলে এ ধরনের ধর্ষণের ঘটনা সামাজিক অবয়ের চিত্র প্রকাশ করে।
● ২০১০ সালের ৪ এপ্রিল কাওসারের নেতৃত্বে ছাত্রলীগ কর্মীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, ৬ এপ্রিল ছাত্রলীগ নেতা বাবু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এবং ১৪ এপ্রিল টিএসসির বৈশাখী কনসার্টে ছাত্রলীগের মধ্যম সারির নেতাদের হাতে তরুণীদের শারিরীকভাবে লাঞ্ছিত হওয়ার ঘটনা দেশবাসীকে হতবাক করে। এছাড়া ১৯ এপ্রিল বগুড়ায় ছাত্রলীগ নেতা ডিউ কর্তৃক এক তরুণী এবং ২৮ এপ্রিল পটুয়াখালীতে আওয়ামী লীগ নেতা বরকত খান কর্তৃক স্থানীয় স্কুলের প্রধান শিক্ষিকা শারিরীকভাবে নাজেহাল হন।
● ‘মোরেলগঞ্জে তরুণীকে গণধর্ষণের পর বিষ খাইয়ে হত্যা’ (নভেম্বর ২০১০)
● ২১ এপ্রিল ২০১০ পটুয়াখালীতে বাহাদুর নামে এক ছাত্রলীগ কর্মীর নেতৃতে ৬/৭ জন যুবক এক গৃহবধুকে ধর্ষণ করে।
● ২২ এপ্রিল ২০১০ ভোলার লালমোহনের কচুয়াখালী গ্রামে বিএনপি কর্মী শফি মাঝির স্ত্রী ও মেয়েকে আওয়ামী লীগ কর্মীরা পালাক্রমে ধর্ষণ করে । এছাড়া ভোলায় উপনির্বাচনের পরদিন যুবলীগ নেতা সিরাজ মিয়া বিএনপি সমর্থিত নান্নু মেম্বারের ভাতিঝা রুবেলের স্ত্রীকে ধর্ষণ করে।
● ১৩ মে ২০১০ সিলেট পলিটেকনিকে ছাত্রলীগ নেতা সৈকত শ্রেণীকে এক ছাত্রীকে জোড়পূর্বক ধর্ষণ করে।
● এছাড়া কুষ্টিয়ার দৌলতপুরের সোনাইকান্দি গ্রামের আওয়ামী লীগ নেতা শাহিন রেজার পুত্র পান্না (২২) তার একজন সহযোগীকে নিয়ে স্বামী পরিত্যক্তা এক মহিলাকে (৪০) ধর্ষণ করে।
● ৩ সেপ্টেম্বর ২০১০ বগুড়ার শাজাহানপুরে দ্বিতীয় শ্রেণীর ছাত্রী প্রকৃতির ডাকে বাইরে গেলে বখাটে আলামিন তাকে ধর্ষণ করে। পরে মামলা করতে গেলে যুবলীগ নেতা আবু সাঈদ বাধা দেয়।
● ‘গার্মেন্ট কর্মীকে ধর্ষণের পর জিহবা কেটে দিয়েছে যুবলীগ কর্মী’ (ডিসেম্বর ২০১১)।
● ‘মুসলিম কিশোরীকে পাশবিক নির্যাতন : হিন্দু যুবক গ্রেফতার’ (সেপ্টেম্বর ২০১১)। ‘
● ভিকারুননিসার ছাত্রী ধর্ষণ : আসামি শুধুই পরিমল’ (আগস্ট ২০১১)।
● ‘ধর্ষণের জ্বালায় আগুনে জ্বলল মেয়েটি’ (ফেব্র“য়ারি ২০১১)।
● ‘নারায়নগঞ্জে দু ভাইকে বেঁধে রেখে বোনকে ধর্ষণ’ (ফেব্র“য়ারি ২০১১)।
● ‘ধর্ষণের পর আবার অপমান : সইতে না পেরে আত্মহত্যা’ (ফেব্র“য়ারি ২০১১)।
● ‘টঙ্গিতে তিন তরুণীকে ধর্ষণের পর পুড়িয়ে হত্যা’ (জানুয়ারি ২০১১)।
● ৪ জানুয়ারি ২০১২ সাতীরা জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে জুয়েল ও পলাশ স্বামীকে মারধর করে আটকে রেখে এক নৃত্যশিল্পকে ধর্ষণের চেষ্টা চালায়।
● ১৯ জানুয়ারি ২০১২ সিলেটের জকিগঞ্জে আওয়ামী লীগ নেতা মিছরা জামান কর্তৃক ধর্ষণের শিকার হন এক মহিলা।
● ২৪ জানুয়ারি ২০১২ সরাইলে যুবলীগ ক্যাডার জাকির কর্তৃক যৌন হয়রানির শিকার হন এক তরুণী।
● ১৩ ফেব্রুয়ারি ২০১২ গাইবান্ধার গোবিন্দগঞ্জে গণধর্ষণের শিকার স্কুলছাত্রীর বাবা মামলা করতে গেলে সন্ত্রাসীরা তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে।
● ১৭ ফেব্রুয়ারি ২০১২ পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সমুদয়কাটি ইউনিয়নের সুন্দর গ্রামে মা (৩০) ও মেয়েকে (১১) ধর্ষণের পর হত্যা করে দুর্বৃত্তরা।
● ২৮ ফেব্রুয়ারি ২০১২ চট্টগ্রামে র্যাব পরিচয়ে এক তরুণীকে ধর্ষণ করে ৩ বখাটে।
● ১২ মার্চ ২০১২ নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার জয়াগ বাজার এলাকায় স্বামীর অনুপুস্থিতিতে ঘরে ঢুকে অস্ত্রের মুখে এক গৃহবধূকে ধর্ষণ করে যুবলীগ কর্মী সুমন।
● ‘পিরোজপুরে ছাত্রলীগ নেতার কাণ্ড : প্রেমিকার নগ্ন ছবি ছড়িয়ে দেয়া হয়েছে শহর থেকে গ্রামে’ (জানুয়ারি ২০১২)।
● খুলনা বিএল কলেজে ছাত্রলীগের দখলে থাকা হল গুলোতে বিপুল পরিমান রামদা ও কনডম উদ্ধার করেছেন। অর্ধেক ছাত্রের বিছানার নীচে কনডম পাওয়া গেছে সাথে মধুও!
● যুবলীগ অফিসে গনধর্ষণ যুবতীর আত্ত হত্যা!
● ছাত্রলগ নেত্রীর দেহ ব্যবসা নিয়ে ইডেনে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ!
● ঢাকা পলিটেকনিক্যাল ক্যোম্পাসে ছাত্রীকে পালাক্রমে ধর্ষন দুই ছাত্রলীগ!
● ঢাকা পলিটেকনিক্যাল ক্যোম্পাসে ছাত্রীকে পালাক্রমে ধর্ষন দুই ছাত্রলীগ!
● বর্ষবরণ অনুষ্ঠনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টি.এস.সিতে ২০-৩০ বা তার চেয়ে আরো বেশী বোন বিবস্ত্র ও লাঞ্চিত হয়েছে।
● দেশের আলোচিত টাঙ্গাইলের মধুপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আয়োজিত প্রতিবাদ কর্মসূচিতে বাধা।
● স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে ধর্ষণের মামলা করে পরিবার বাড়িছাড়া: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের পাগলার নন্দলালপুরের স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস
● বাগেরহাটের কচুয়া এলাকায় গডফাদার হিসেবে খ্যাত উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের আহ্বায়ক শেখ মাহফুজুর রহমানের ধর্ষণের শিকার হয়ে অবশেষে প্রাণ বাঁচাতে স্বামী সন্তানসহ এক সংখ্যালঘু পরিবারকে দেশ ছেড়ে ভারতে চলে যেতে হয়েছে।
● রংপর মেডিকেল কলেজ হাসপাতালের মহিলা হোস্টেলে মধ্যরাতে ছাত্রলীগের নেতারা জোরপূর্বক ঢুকে ছাত্রীদের গালিগালাজ ও শ্লীলতাহানির চেষ্টা করে!
● ধর্ষণ ও নির্যাতনের সংবাদ প্রকাশের পর এক কিশোরীকে স্থানীয় ইউপি সদস্যের নেতৃত্বে যুবলীগ ও ছাত্রলীগের ক্যাডাররা তুলে নিয়ে গেছে।
● বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের ছাত্রী হোস্টেলে গভীর রাতে কলেজের ভিপি ও ছাত্রলীগ নেতাদের মাতাল অবস্থায় অনুপ্রবেশ।
● সুধুমাত্র ২০১২ সালেই ধর্ষণের পর হত্যা হয়েছে ১৭২ জন নারী।

তথ্যসূত্র- – (বাংলাদেশ পুলিশ সদর দফতরের অপরাধ পরিসংখ্যান, গবেষণা প্রতিষ্ঠান এমআরটি, মানবাধিকার সংগঠনসমূহ, দৈনিক প্রথম আলো, দৈনিক আমার দেশ , দৈনিক মানবজমিন ও দৈনিক কালের কণ্ঠ )

২| ১৯ শে জুন, ২০১৫ রাত ১০:১৪

রূপক বিধৌত সাধু বলেছেন: দুর্জন বিদ্বান হলেও পরিত্যজ্য!

৩| ২০ শে জুন, ২০১৫ রাত ২:৩১

কলাবাগান১ বলেছেন: "দুর্জন বিদ্বান হলেও পরিত্যজ্য!"

রাজাকার বান্ধব একজন ও তো মাদ্রাসায় পড়ে নাই

৪| ২২ শে জুন, ২০১৫ রাত ১:১১

অদৃশ্য দহন বলেছেন: মাদ্রাসায় না পরেই এই অবস্থা পডলে কি হইতো বুঝেন...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.