নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্যে মারা যাবো খুব ছোট একটি স্বপ্নের জন্যে খুব ছোট দুঃখের জন্যে আমি হয়তো মারা যাবো কারো ঘুমের ভেতরে একটি ছোটো দীর্ঘশ্বাসের জন্যে একফোঁটা সৌন্দর্যের জন্যে। -হুমায়ুন আজাদ

অদৃশ্য দহন

অতিসাধারণদের একজন ! মনে লুকানো সাধারণ কিছু কথা বলতে এসেছি। বিশাল বিশাল ব্লগ লেখার ক্ষমতা বা যোগ্যতা কোনটাই আমার নেই। রাজনীতি, অর্থনীতি, ধর্ম ইত্যাদি কঠিন কঠিন বিষয় নিয়ে আলোচনায় দয়া করে আমাকে কেউ টানবেন না :)

অদৃশ্য দহন › বিস্তারিত পোস্টঃ

আজকের ফেবুকীয় স্ট্যাটাস কাব্য-

২১ শে জুন, ২০১৫ রাত ১১:৩৪


১. একটি ধাক্কা সারাজীবনের কান্না!!
২. মোদি- আমাকে একটি মোস্তাফিজ দাও, আমি তোমাদের
পুরো তিস্তা দিয়ে দেবো!!
৩. ভারত অনেক আগে থেকেই গান গাইত,
"তু চিজ বাড়ি হ্যায় MUST MUST,
তু চিজ বাড়ি হ্যায় MUST ..."
তখন পুরা নামটুকু বলে নাই আর কি, পুরা নাম হল MUST-AFIZ!
৪. # mustaSIX
৫. সবাই বিপক্ষ দলের প্লেয়ারকে ঝাড়ি মারে- ইটস নরমাল।
সাকিব আল হাসান একটু অ্যাবনরমাল, তাই সে আম্পায়ারকে ঝাড়ি
মারে।
# বাঘেরবাচ্চা
৬. বিশ্বকাপে চোরামির পর 'আমরা চোর' লিখে ইন্ডিয়ান
ক্রিকেট প্লেয়ারদের টুইট দিতে বলা হইছিলো। ইন্ডিয়া টিম
এই আদেশ অবমাননা করায় তাদের সবাই মারা খায়া এখন মিরপুরে
লেবুর শরবত বিক্রি করে৷
৭. মোস্তাফিজ কথন-
পাঁচটির কম কিছুতে নয়
ছয় সাতটি হলে ভালো হয়!!
৮. ভারতের জন্য প্রাপ্তির সিরিজ এটা। বিপক্ষ দলের কত ভালো
ভালো খেলোয়াড়ের সংস্পর্শে আসতে পারছে তারা,
আমাদের তো এমন সৌভাগ্যের দেখাই মেলে না আজকাল।
ভারতীয়দের অভিনন্দন। গোহারা হেরেও গর্বিত হবার
সুযোগ পাচ্ছে তারা।
৯. দাদা,
বাঁশে হবে?
নাকি গাব গাছের অর্ডার দিবো??
১০. ইন্ডিয়া হেরে যাওয়ায় পাকিস্তানের ঘরে ঘরে ঈদের
আনন্দ। পাকিস্তানের অধিনায়ক আজহার আলী হাসতে হাসতে
বলেন, "আমরা তো তাও প্লেনের টিকিট পাইছি। ইন্ডিয়া তো
ট্রেনের টিকিটও পাইলোনা।"
শেষ স্ট্যাটাসটা আমার..
সাতক্ষীরা থেকে ঢাকায় আসা মোস্তাফিজ ছেলেটা বাংলায়
করা প্রশ্নের উত্তরেও কিছু বলতে পারে না ঠিকমত,
এতোটাই সরল যে, উত্তর দেয়ার সময় ওর চোখে পানি
চিকচিক করে!! ওকে দুইবার জিজ্ঞেস করা হলো, তৃতীয়
ম্যাচে তুমি কী আশা করো?
বোকা বোকা ছেলেটা এক কথাতে মনের সবটুকু বলে
দিলো, এরচেয়ে ভালো!!
কিছু কিছু আনন্দের কোন শব্দ হয় না ভাই!!

মন্তব্য ৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২২ শে জুন, ২০১৫ সকাল ১০:৪৫

রােশদ সুলতান তপু বলেছেন: কিছু কিছু আনন্দের কোন শব্দ হয়না ভাই।

২| ২২ শে জুন, ২০১৫ দুপুর ১২:০২

অদৃশ্য দহন বলেছেন: বাশ ছাডা আর কিছুই দেখি না...

৩| ২২ শে জুন, ২০১৫ বিকাল ৩:১৯

রাসেল আহমেদ মাসুম বলেছেন: বাংলা টিমাটিম টিম
তারা মাঠে পাড়ায় ডিম
তারা বাঘের বাচ্চা,
তাদের মাথায় নাইকো শিং
তারা করে বাংলাওয়াশ
লাগে নাকো ভিম,
তারা বাংলা টিমাটিম টিম।

৪| ২২ শে জুন, ২০১৫ রাত ১০:০২

বোকামানুষ বলেছেন: রােশদ সুলতান তপু বলেছেন: কিছু কিছু আনন্দের কোন শব্দ হয়না ভাই।

৫| ২৩ শে জুন, ২০১৫ রাত ১২:২৩

অদৃশ্য দহন বলেছেন:

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.