নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্যে মারা যাবো খুব ছোট একটি স্বপ্নের জন্যে খুব ছোট দুঃখের জন্যে আমি হয়তো মারা যাবো কারো ঘুমের ভেতরে একটি ছোটো দীর্ঘশ্বাসের জন্যে একফোঁটা সৌন্দর্যের জন্যে। -হুমায়ুন আজাদ

অদৃশ্য দহন

অতিসাধারণদের একজন ! মনে লুকানো সাধারণ কিছু কথা বলতে এসেছি। বিশাল বিশাল ব্লগ লেখার ক্ষমতা বা যোগ্যতা কোনটাই আমার নেই। রাজনীতি, অর্থনীতি, ধর্ম ইত্যাদি কঠিন কঠিন বিষয় নিয়ে আলোচনায় দয়া করে আমাকে কেউ টানবেন না :)

অদৃশ্য দহন › বিস্তারিত পোস্টঃ

৩য় ম্যাচে টসের সময় ধোনি কি করবেন ??

২৪ শে জুন, ২০১৫ ভোর ৪:৫৮

প্রথম ম্যাচে পরে ব্যাট করে ইন্ডিয়া ৭৯ রানে হারলো। ২য়
ম্যাচে আগে ব্যাট করে ৬ উইকেটে হারলো। ৩য়
ম্যাচে টসের সময় ধোনি কি করবেন ?? আসুন দেখি ---
আতাহার আলী খান - ধোনী আপনি টসে জিতেছেন ।
ব্যাট করবেন না বল করবেন ?
ধোনী - প্রথমে ২৫ ওভার ব্যাট করব তারপরের ২৫ ওভার
বল করব, তারপরের ২৫ ওভার আবার ব্যাট করব আর শেষ ২৫
ওভার বল করব।
আতাহার আলী খান - কিন্তু এটা তো ওয়ানডে, টেস্ট এর
মত সিস্টেম হবে না।
ধোনী - এভাবে খেলতে না দিলে আমরা খেলবো না
আতাহার আলী খান - ও ও কাদে না মুনি সোনা ও ও কাদে না

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুন, ২০১৫ ভোর ৫:১৭

আমি মিন্টু বলেছেন: ও ও কাদে না মুনি সোনা ও ও কাদে না :)

২| ২৪ শে জুন, ২০১৫ সকাল ৮:৪৮

ভয়ংকর বিশু বলেছেন: টসে জিতলে কইব "খেলুম না"

৩| ২৪ শে জুন, ২০১৫ সকাল ১১:০৫

অদৃশ্য দহন বলেছেন: ছোট মানুষ তো কান্না করছিল - তাই আর কি

৪| ২৪ শে জুন, ২০১৫ সকাল ১১:০৬

অদৃশ্য দহন বলেছেন: ওরা ইয়ান গোল্ড আর আলিম দার কে মিস করছে,কোনো
মতে স্কোয়াডে ঢুকাতে পারলে!???

৫| ২৪ শে জুন, ২০১৫ দুপুর ২:১১

নিজাম বলেছেন: বৃষ্টির সম্ভাবনা, মাঠ ভিজা। তাই যে-ই টস জিতবে ব্যাট করতে চাইবে।

৬| ২৫ শে জুন, ২০১৫ ভোর ৪:৩৫

অদৃশ্য দহন বলেছেন: বাংলাদেশ এইটা বোকামি করছে....হয়তো আগে ব্যাটিং নিলে ম্যাচটা ঘুরে দাডাতে পারতো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.