নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্যে মারা যাবো খুব ছোট একটি স্বপ্নের জন্যে খুব ছোট দুঃখের জন্যে আমি হয়তো মারা যাবো কারো ঘুমের ভেতরে একটি ছোটো দীর্ঘশ্বাসের জন্যে একফোঁটা সৌন্দর্যের জন্যে। -হুমায়ুন আজাদ

অদৃশ্য দহন

অতিসাধারণদের একজন ! মনে লুকানো সাধারণ কিছু কথা বলতে এসেছি। বিশাল বিশাল ব্লগ লেখার ক্ষমতা বা যোগ্যতা কোনটাই আমার নেই। রাজনীতি, অর্থনীতি, ধর্ম ইত্যাদি কঠিন কঠিন বিষয় নিয়ে আলোচনায় দয়া করে আমাকে কেউ টানবেন না :)

অদৃশ্য দহন › বিস্তারিত পোস্টঃ

জয় পরাজয়

৩০ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৬:৩৪

আমি নাহয় হেরেই গেছি, তুমিই গেছ জিতে;
জয়-পরাজয় মাপার তুমি কোথায় পাবে ফিতে?
তুমি নাহয় থাকবে মেতে তোমার জয়ের গৌরবে,
অখ্যাত এক মৌচাকেতে অক্ষত খুব মৌ রবে।
অগৌরবের নয়কো এ-হার, তৃপ্ত আমি হারে;
বিজয়মিছিল ভিড়ল বলে আমার ঘরের দ্বারে।
জানি, জানি; আমি জানি তোমার এমন জয়ে;
কাটবে না দিন, বাজবে না বীণ সাপ ও শাপের ভয়ে।
শঙ্কাবুকে ডঙ্কা বাজুক তুমুল রক্ত-ক্ষয়ী,
পরাজিতের ছদ্মবেশে আজ এ-কবি জয়ী।
নষ্ট হবার ডাক এসেছে, নষ্ট হব আমি;
নষ্টে ভরা নষ্ট ধরায় নষ্টেরা খুব দামি!
আমার আমি নষ্ট হব, কার বা তাতে কী দায়?
ভালো নেই, ভালো থেকো; বন্ধু তোমায় বিদায়!
নষ্ট হব, নষ্ট রবো নষ্ট দেহের কোমায়;
যাবজ্জীবন ভালো থাকার দণ্ড দিলাম তোমায়!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.