নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্যে মারা যাবো খুব ছোট একটি স্বপ্নের জন্যে খুব ছোট দুঃখের জন্যে আমি হয়তো মারা যাবো কারো ঘুমের ভেতরে একটি ছোটো দীর্ঘশ্বাসের জন্যে একফোঁটা সৌন্দর্যের জন্যে। -হুমায়ুন আজাদ

অদৃশ্য দহন

অতিসাধারণদের একজন ! মনে লুকানো সাধারণ কিছু কথা বলতে এসেছি। বিশাল বিশাল ব্লগ লেখার ক্ষমতা বা যোগ্যতা কোনটাই আমার নেই। রাজনীতি, অর্থনীতি, ধর্ম ইত্যাদি কঠিন কঠিন বিষয় নিয়ে আলোচনায় দয়া করে আমাকে কেউ টানবেন না :)

অদৃশ্য দহন › বিস্তারিত পোস্টঃ

শিক্ষিত সমাজ গঠনে এগিয়ে আসুন

৩১ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:৩৭

শিরোনামটা হওয়া উচিত ছিল "লুকিং ফর দ্য
লিটারেট পিপল"। কিন্তু ঐটা একতরফা হয়ে যেত।
মানুষে ভাবতো,"এ্যাহ আইছে রেহ আমার শিক্ষিত
পোলা"। কিন্তু দেখেন কি করি,অনেকেই আছে
যারা নিজেরা জানেইনা কিজন্যে ফেসবুক
চালাচ্ছে। ওনারা হিন্দি সিনেমার নায়িকাদের
নাম দিয়ে সার্চ দেয় আর ঐশ্বরিয়া রাই,প্রিতী
জেইন্তা,ক্যাটরিনা ক্যাইফ নামধারীদের প্রফাইলে
"add friend" বাটনে ক্লিক করে। দূর্ভাগ্যবশত আমার
প্রফাইলেও কিভাবে যেন ঢুকে যায়।
একদল স্ট্যাটাস পড়ে বুঝার চেষ্টা করে ব্যার্থ হয়ে চুপ
থাকে,অন্য দল "আরেহ কিছু একটা লেইখ্যা দেই" টাইপ
মনমানসিকতা নিয়া "নাইচ/চড়ম/বাল লেগেচে/
মাম্মা হাজিড়া দিয়া গেলাম,লাইক কমেন্ট কইরা
পাশে থাইক্যো/মুখস্ত 'থ্যাংকস'/" ETC লিখে দাঁত
কেলানো হাসির ইমো দেয়। :-(:-(
আর আমি সেকেন্ডর মধ্যে তাদের কমেন্ট ডিলিট
করি। এখন আপনারাই বলেন, কেনো শিরোনামটা
"লুকিং ফর দ্য লিটারেট পিপল" হওয়া উচিত নয়..!!!
তবে বিশ্বাস করি এরা ছাড়াও আমার অন্নেক এলিট
ফ্রেন্ডস আছে যাদের কমেন্টস-লাইকস দেখা যায়
প্রতিটা পোস্টেই। বাট টু বি অনেস্ট, অনেক মেয়ে
ইউজারের জন্য আমার মায়া হয়।কারণ তাদের
পোস্টগুলাতে ঐ # উনারা হুমড়ি খেয়ে পড়ে
তর্কাতর্কি শুরু করে দেয়। হিহিঃ কী অসহ্য কী
অসহ্য !
অবশেষে আমি ঐখানে আমার মূল্যবান কমেন্ট করা
থেকে বিরত থাকি। নিজের সম্মান নিজে বাঁচা,পরে
চাচার সম্মান।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩১ শে জুলাই, ২০১৫ রাত ৮:২৭

নৈশ শিকারী বলেছেন: ফেসবুকিয় সমাস্যার বিষয় গুলো ফেসবুকেই থাকাটা ভালো, খুব বিরক্ত হলে ব্লক লিস্টে পাঠিয়ে দিতে পারেন, আমি এই টাইপের ফ্রেন্ডকে লিস্টেই রাখিনা কমেন্ট করার সুযোগ দেয়াতো অনেক দূরের কথা।

২| ০৭ ই আগস্ট, ২০১৫ রাত ১:০৭

অদৃশ্য দহন বলেছেন: ধন্যবাদ পরামর্শ দেওয়ার জন্য.....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.