নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্যে মারা যাবো খুব ছোট একটি স্বপ্নের জন্যে খুব ছোট দুঃখের জন্যে আমি হয়তো মারা যাবো কারো ঘুমের ভেতরে একটি ছোটো দীর্ঘশ্বাসের জন্যে একফোঁটা সৌন্দর্যের জন্যে। -হুমায়ুন আজাদ

অদৃশ্য দহন

অতিসাধারণদের একজন ! মনে লুকানো সাধারণ কিছু কথা বলতে এসেছি। বিশাল বিশাল ব্লগ লেখার ক্ষমতা বা যোগ্যতা কোনটাই আমার নেই। রাজনীতি, অর্থনীতি, ধর্ম ইত্যাদি কঠিন কঠিন বিষয় নিয়ে আলোচনায় দয়া করে আমাকে কেউ টানবেন না :)

অদৃশ্য দহন › বিস্তারিত পোস্টঃ

বাস্তব সত্য....

৩১ শে আগস্ট, ২০১৫ রাত ১১:১৩

একটা বয়স পর্যন্ত ছেলেরা প্রেমে পড়ে মেয়েদের
সুন্দর চেহারা, কিউটনেস দেখে। তবে বেশির ভাগ
রিলেশন গুলোই হয় "একটা গার্লফ্রেন্ড না থাকলে
ইজ্জত থাকেনা" টাইপের মেন্টালিটি থেকে। পিউর
ডেসপারেশন, একটু কথা, একটু চ্যাট থেকেই প্রেম!! কি
আজিব!! কিন্তু তারপর একটা সময় আসে যখন বাইরের
চেহারার সাথে সাথে ভেতরের মানুষটাকেও দেখে
নিতে ইচ্ছে করে- ছেলেদের তখন "মেয়েটা আমার
গার্লফ্রেন্ড" হবে এই চিন্তাটা আর এনাফ মনে হয় না,
"মেয়েটা আমার স্ত্রী হিসেবে কেমন হবে?" এই
চিন্তাটাও উঁকিঝুঁকি দিতে থাকে!!
.
স্কুল-কলেজের সুইট-হার্টরা বুকের ভেতর যেরকম কাঁপন
ধরাতো সেটা এই বয়সে আর ফিরে পাওয়া সম্ভব না ...
কিন্তু তখনকার অনুভূতি গুলো ছিলো নির্ভেজাল
আবেগ- কি তার ভবিষ্যৎ সেটা নিয়ে কেউ ভাবত না
... একটু কথাতেই সুখ, একটু হাত ছোয়াতেই নির্ঘুম রাত,
বুকের ভেতর ছলাৎ করা রক্ত!! আর এখন কথা দিতে কত
ভয়, স্বপ্ন দেখাতে কত আতংক, বার বার আঘাত
পাবার আর দেবার ভয় আর শুধু পিছিয়ে আসা- কি
যুক্তিতে কাউকে মনের ভেতর জায়গা দিবো যদি
তাকে চির-বাঁধনেই না জড়াতে পারি?
.
পড়াশুনা প্রায় শেষের পথে থাকা বা নিজের পায়ে
দাঁড়িয়ে যাওয়া ছেলেটা তোমার ঐ দামী মেক-আপ
আর ঝলমলে পোষাক দেখে মুগ্ধই হবে শুধু মেয়ে, একটু
ফ্লার্টও হয়তো করবে ... কিন্তু সে প্রেমে আর পড়বে
না। তার হৃদয়টা এতদিনে শীতল হয়ে গেছে ... সে
একজন জীবন-সংগীনি খুঁজছে বুঝছো? গার্লফ্রেন্ড নয়
... সে জানতে চাবে না তোমার প্রোপিকে কয়টা
লাইক পড়ে, সে তোমার হাতের রান্নার স্বাদ চাখতে
চাবে, রাত জেগে অর্থহীন রোমান্টিক গালগল্প না
করে তার কথায় বারবার তার মা-বাবা পরিবারের
কথা, ভবিষ্যতের স্বপ্নের কথা চলে আসবে!! ছেলেটা
আর প্রেম-টেম করতে চায় না মেয়ে, সে বরং
সারাজীবন সুখ-দুঃখ খুব যত্নে ভাগাভাগি করার
যাবে নিশ্চিন্তে, এরকম একজন মমতাময়ীর জন্য
অপেক্ষা করছে

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৪২

খেয়ালি দুপুর বলেছেন: চমৎকার বাস্তবসম্মত কথামালা। ধন্যবাদ জানাচ্ছি শেয়ার করবার জন্য। শুভকামনা অনেক।

২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৫

অদৃশ্য দহন বলেছেন: আপ্নাকেও ধন্যবাদ উৎসাহ দেওয়ার জন্য....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.