নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্যে মারা যাবো খুব ছোট একটি স্বপ্নের জন্যে খুব ছোট দুঃখের জন্যে আমি হয়তো মারা যাবো কারো ঘুমের ভেতরে একটি ছোটো দীর্ঘশ্বাসের জন্যে একফোঁটা সৌন্দর্যের জন্যে। -হুমায়ুন আজাদ

অদৃশ্য দহন

অতিসাধারণদের একজন ! মনে লুকানো সাধারণ কিছু কথা বলতে এসেছি। বিশাল বিশাল ব্লগ লেখার ক্ষমতা বা যোগ্যতা কোনটাই আমার নেই। রাজনীতি, অর্থনীতি, ধর্ম ইত্যাদি কঠিন কঠিন বিষয় নিয়ে আলোচনায় দয়া করে আমাকে কেউ টানবেন না :)

অদৃশ্য দহন › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসার সংঙ্গা......

২৩ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৩

কারো জন্য বুকের মধ্যে শূন্যতা অনুভব করার
নাম ভালবাসা । কারো সাথে পাশাপাশি
চলার তীব্র ইচ্ছার নাম ভালবাসা । কারো
সাথে কথা বলতে না পেরে ছটফট করার নাম
ভালবাসা । কাউকে নিয়ে ভাবতে ভাল
লাগার নাম ভালবাসা । কাউকে সুখী দেখে
নিজেকে সুখী ভাবার নাম ভালবাসা ।কারো
চোখের কোনে দু ফোটা জ্বল, দেখে কেঁদে
ফেলার নাম ভালবাসা । কারো কাছ থেকে
কিছু পাবো না ভেবেও, কিছু পাওয়ার আশা
করার নাম ভালবাসা ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:০৯

দুলাল মোহন্ত বলেছেন: প্রাণের গতি স্বাভবিক 21,600 বার হতে কমিয়ে আনা ( স্বাভাবিক অবস্থায় একজন মানুষ 21600 বার শ্বাস-প্রশ্বাস গ্রহণ ও ত্যাগ করে) সেই গতিকে বা যাতায়াতকে কমিয়ে এনে প্রাণকে বর্ধিত ও সংবর্দ্ধিত করার নামই ভালবাসা। বিষয়ে উদাসীন হয়ে প্রাণকে বিষয়মুক্ত করার নাম ভালবাসা। এই ভালবাসা বড় মধুর, এখানে চাওয়া-পাওয়ার সংঘাত নেই, কত মহান ভালবাসা প্রাণের-- শৈশব, কৈশোর, যুবক, প্রৌঢ়, ও বৃদ্ধ সকল সময়ে সে নিঃস্বার্থভাবে আছে, কিছুই চায় না...তবু শেষ শ্বাস পর্যন্ত থাকে। প্রাণে প্রাণে ভালবাসা। সকল প্রাণের স্থিরতায় প্রাণের ভালবাসা।

২| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৩

ফারান বলেছেন: এক্সপেরিমেন্ট ভালই লাগল... যান্ত্রিক সভ্যতায় নিজেকে অনেক কৃত্তিম বানিয়ে ফেলেছি কিনা ! অবশেষে ধন্যবাদ... এই জন্যই নিজেকে ফিরে পেতে ব্লগার...

৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৫০

অদৃশ্য দহন বলেছেন: ধন্যবাদ দুলাল মোহন্ত.....আপনার ভালোবাসার অভিমত প্রকাশ করার জন্য

৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৫১

অদৃশ্য দহন বলেছেন: ধন্যবাদ ফারান...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.