নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্যে মারা যাবো খুব ছোট একটি স্বপ্নের জন্যে খুব ছোট দুঃখের জন্যে আমি হয়তো মারা যাবো কারো ঘুমের ভেতরে একটি ছোটো দীর্ঘশ্বাসের জন্যে একফোঁটা সৌন্দর্যের জন্যে। -হুমায়ুন আজাদ

অদৃশ্য দহন

অতিসাধারণদের একজন ! মনে লুকানো সাধারণ কিছু কথা বলতে এসেছি। বিশাল বিশাল ব্লগ লেখার ক্ষমতা বা যোগ্যতা কোনটাই আমার নেই। রাজনীতি, অর্থনীতি, ধর্ম ইত্যাদি কঠিন কঠিন বিষয় নিয়ে আলোচনায় দয়া করে আমাকে কেউ টানবেন না :)

অদৃশ্য দহন › বিস্তারিত পোস্টঃ

জগতের সবচেয়ে অভিমানি প্রানীর নাম মানুষ...

২৫ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৩০

ফিরে আসা'র মর্ম যেমন সবাই বোঝে না
তেমনি ফিরিয়ে আনবার মর্মও অনেকে
বোঝে না!
দুটোতেই জড়িয়ে থাকে প্রবল মায়া! যা দূর
থেকে দূরে থাকা মানুষটার কানে কানে
বলে, "কেউ ভীষণ অপেক্ষা করে আছে! তার
কাছে ফিরে যাও! " মায়া'র ডাক অগ্রাহ্য
করতে পারা খুব কঠিন! তাই তো মানুষ'টা সব
অভিমান ভুলে ফিরে আসে প্রিয়'র কাছে!
আবার কেউ গভীর অভিমান করে দূরে সরে
যেতে চাইতে পারে! ভুল বোঝাবুঝি, ইগো
বাড়িয়ে দিতে পারে দূরত্ব! তখন অন্যজন হাল
ধরে! নিজের কষ্ট আড়াল করে, সব দোষ
নিজের কাঁধে নিয়ে বলে, " আমার ভুল
হয়েছে! প্লিজ, আর দূরত্ব না! এসো আবার
নতুন করে দু'জন বাঁচি! "
দু'টো বিষয় খেয়াল করলে দেখা যায়, প্রগাঢ়
ভালোবাসা থেকে যে মায়া'র জন্ম তাই
বারবার ফিরে আসে, ফিরিয়ে আনে! অথচ
কেউ কেউ এই ফিরে আসা বা ফিরিয়ে
আনা'কে খুব সাধারণ ভেবে নেয়! ভুল করে
তারা! পৃথিবীতে সাড়ে ৭০০ কোটি মানুষের
ভিতর কেউ একজন আপনার কাছেই ফিরে
আসে, কেউ একজন সব মোহ পাশ কাটিয়ে
আপনাকেই ফিরিয়ে আনে! বিষয়টা ভেবে
দেখবার মতোই! কোন ভুল যেন এই
মায়াডোরে ঢুকতে না পারে! আর কোন দূরত্ব
যেন না আসে মায়া নামের স্বর্গীয়
অনুভূতি'র মাঝে! হয়তো বার বার এমন নাও
ফিরে আসতে পারে কেউ, নাও বা ফেরাতে
চাইতে পারে কেউ! অভিমান হোক পরিমিত!
ইগো না, বরং আত্মসম্মান হোক মানুষের
চরিত্রের আসল সম্পদ! তাই ভুল বোঝাবুঝি
দূরে যাক! মায়া নিয়ে আসুক কাছাকাছি!
অভিমান ঠেলে দিতে পারে কাঠিন্যে! তার
সুযোগ যেন না আসে!
কে না জানে, জগতের সবচেয়ে অভিমানী
প্রাণী'র নাম - মানুষ!
#কার্টেসী ফ্রম সাবরিনা সিরাজী আপু

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৩২

আমি মিন্টু বলেছেন: সুন্দর :)

২| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৩৭

অদৃশ্য দহন বলেছেন: ধন্যবাদ....

৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৩৮

অদৃশ্য দহন বলেছেন: ধন্যবাদ....

৪| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪১

মাহবুবুল আজাদ বলেছেন: কথা সত্য।

৫| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫৪

অদৃশ্য দহন বলেছেন: ধন্যবাদ মাহবুবুল আজাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.