নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্যে মারা যাবো খুব ছোট একটি স্বপ্নের জন্যে খুব ছোট দুঃখের জন্যে আমি হয়তো মারা যাবো কারো ঘুমের ভেতরে একটি ছোটো দীর্ঘশ্বাসের জন্যে একফোঁটা সৌন্দর্যের জন্যে। -হুমায়ুন আজাদ

অদৃশ্য দহন

অতিসাধারণদের একজন ! মনে লুকানো সাধারণ কিছু কথা বলতে এসেছি। বিশাল বিশাল ব্লগ লেখার ক্ষমতা বা যোগ্যতা কোনটাই আমার নেই। রাজনীতি, অর্থনীতি, ধর্ম ইত্যাদি কঠিন কঠিন বিষয় নিয়ে আলোচনায় দয়া করে আমাকে কেউ টানবেন না :)

অদৃশ্য দহন › বিস্তারিত পোস্টঃ

ভালবাসার সংজ্ঞা পেতে চান?

০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:২১

মেয়েটা পছন্দ করে ‘চাপ দাড়ি’ কিন্তু
ছেলেটার আছে
‘ছাগল দাড়ি’।
মেয়েটা পছন্দ করে ‘ফর্সা ছেলে’ কিন্তু
ছেলেটার
গায়ের রঙ ‘শ্যামলা’।
মেয়েটার ভালো লাগে পাঁচ ফিট দশ ইঞ্চি
হাইট এর
ছেলে, কিন্তু ছেলেটার উচ্চতা পাঁচ ফিট
পাঁচ ইঞ্চি।
মেয়েটা পছন্দ করে অনেক হ্যান্ডসাম ও
স্মার্ট ছেলে,
কিন্তু ছেলেটা অনেক টা বোকা সোকা।
মেয়েটি পছন্দ করে স্পাইক করা চুল, কিন্তু
ছেলেটার
মাথার চুল সাইডে সিঁথি করা।
.
কিন্তু মেয়েটি কেনজানি ছেলেটিকে
ভালবাসে, খুব
বেশী ভালবাসে। কেন ভালবাসে সে জানে
না, তার সব
পছন্দের পুরোটাই উল্টো ছেলেটাকে কি
জন্যে সে
ভালবাসে সে জানে না।
.
---------------
.
ছেলেটির পছন্দ ‘স্লিম’ মেয়ে, কিন্তু
মেয়েটি একটু
‘মোটা’।
ছেলেটির পছন্দ ‘সিল্কি চুল’ কিন্তু মেয়েটির
চুল
কিছুটা কোঁকড়ানো।
ছেলেটির চশমা মোটেও পছন্দ না, কিন্তু
মেয়েটি
চোখের সমস্যায় সব সময় চশমা পরে থাকে।
ছেলেটির পছন্দ অনেক হট ও স্টাইলিস্ট
মেয়ে, কিন্তু
মেয়েটি একদমই সিম্পল।
ছেলেটির পছন্দ চিকন গোলাপি ঠোট, কিন্তু
মেয়েটির
ঠোট বাদামী।
.
তবুও ছেলেটি মেয়েটিকে নিয়ে প্রতি নিয়ত
লাল-নীল
স্বপ্ন দেখে। তাকে ভেবে কবিতা লিখে।
তাকে অনেক
বেশী ভালবাসে। কেন বাসে তা সে জানে
না। জানতে
ইচ্ছেও হয় না। সে কোনো হিসেব নিকেশে
যেতে চায়
না। হিসেব করে ব্যাবসা হয়। ভালবাসা না।
.
প্রকৃত ভালবাসা দেখতে চান? নিঃস্বার্থ ও
অকৃত্রিম
ভালবাসার সংজ্ঞা পেতে চান?
এই হিসেব না করা ভালবাসাময় মানুষ গুলোর
দিকে
তাকান।
অদৃশ্য এক মুগ্ধতায় মন ভরে যাবে। শ্রদ্ধায়
মাথা নুয়ে
আসবে।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩০

দীপংকর চন্দ বলেছেন: বেশ তো!!

ভালো লাগলো অনেক।

অনিঃশেষ শুভকামনা।

ভালো থাকবেন। সবসময়।

১৬ ই মার্চ, ২০১৭ সকাল ১০:২১

অদৃশ্য দহন বলেছেন: ধন্যবাদ জনাব.।।

২| ০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৩

ওমর ফারুক১৫১ বলেছেন: বাহ্যিক রুপ দেখে কখনোভালোবাসা হয় না, ভালোবাসা হয় মনের রুপ দেখে।

৩| ০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৮

বিদ্যুৎ বলেছেন: আমার একজন প্রতিবেশী চাচা আছেন। বেশ অনেক আগের কথা। তিনি প্রেম করে বিয়ে করেছেন। আমার চাচি দেখতে বেশ কালো। তাঁরা আমার আপন না হলেও আমাকে তাঁরা বেশ আদর করতেন। বিশেষ করে চাচি, সে আমার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। আমার ওই চাচার বিয়ে তাঁর পরিবার পরিজন মেনে নিচ্ছিলেন না। সবাই তাঁদের ঘরে বসছে চাচাকে বুঝানোর জন্য। কথার ফাঁকে তাঁর এক মুরুব্বি চাচাকে জিজ্ঞাসা করলেন, বাবা তুমি এই কালো মেয়েটার কোন ছুরুত(চেহারা) দেখে বিয়ে করলে? আমার ওই চাচা এক্কেবারে সবার সামনে ওই মুরুব্বিকে বললেন, আমার চোখ দুটি আপনাকে লাগিয়ে দিলে আপনে ওকে(চাচিকে) পরীর মত দেখতেন। এই বলে ঘর থেকে সে বের হয়ে গিয়েছিলেন। তখন হয়ত বুঝি না ভালবাসা কি!
এখন আপনার লেখা পড়ে আবার সেই পুরনো কথা মনে পড়ল। ধন্যবাদ সুন্দর লেখার জন্য।

৪| ০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫০

বাদশাহ্‌ ফাহাদ বলেছেন: সে কোনো হিসেব নিকেশে
যেতে চায়
না। হিসেব করে ব্যাবসা হয়। ভালবাসা না।..... nice

৫| ১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:০৯

অদৃশ্য দহন বলেছেন: ধন্যবাদ...

৬| ১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:১০

অদৃশ্য দহন বলেছেন: ধন্যবাদ #দীপংকর চন্দ.....

৭| ১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:১২

অদৃশ্য দহন বলেছেন: #বিদ্যুৎ আপনাকে অসংখ্য ধব্যবাদ উৎসাহ প্রকাশ করার জন্য...

৮| ১০ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩১

বিপরীত বাক বলেছেন: হায় ভালবাসা।

৯| ১১ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৩

অদৃশ্য দহন বলেছেন: কি ভালোবাসা???

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.