নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র

ইনোসেন্ট মিনহাজ

বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র

ইনোসেন্ট মিনহাজ › বিস্তারিত পোস্টঃ

আমাদের মনুষ্যত্ব কি এতটাই নিষ্ক্রিয় হয়ে গেল !!!!!

২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:০১

এই পৃথিবীতে সন্তানের একমাত্র নিরাপদ আশ্রয়স্থল হল তার বাবা- মা। আমরা যখন পৃথিবীর সব মানুষ হতে অবহেলিত, আমাদের কাছে সুন্দর পৃথিবী যখন অন্ধকারে পরিপূর্ণ, হতাশার চাদরে যখন আবৃত , তখন বাবা-মা আমাদের আশার প্রদীপ , শান্তির বাতিঘর, নিরাপদ আশ্রয়ের শেষ আশ্রয়স্থল। পত্রিকায় দেখলাম, বাবা তার মেয়েকে sexual demand মিটানোর জন্য অনৈতিক কাজে বাধ্য করে, তখন স্তব্ধ হয়ে চিন্তা করি, আমাদের সমাজ যাচ্ছে কোন দিকে? আমাদের মনুষ্যত্ব কি এতটাই নিষ্ক্রিয় হয়ে গেল, যা পশুত্বকে ও হার মানায়।
দুই বছর আগে দেখলাম, মেয়ে কতৃক মা বাবা খুন। একদিকে বাবা কতৃক মেয়ে ধর্ষিতা, অন্যদিকে মেয়ে কতৃক বাবা-মা খুন। তাহলে কি আমারা বাবা-মাকে সম্মান দিতে জানিনা, নাকি বাবা-মা আমাদের স্নেহ করতে জানেনা? জন্মদাতা পিতা কিভাবে মেয়েকে rape করে, আবার মা কিভাবে অনৈতিক কাজে মেয়েকে বাধ্য করে? অন্যদিকে, নিজ সন্তান কিভাবে আপন বাবা-মাকে হত্যা করে? বাবা কতৃক মেয়েকে ধর্ষণ কি বিশ্বব্যাপী পর্ণগ্রাফি Homo sex এর উপহার নয়? এই সব ঘটনা কি নৈতিকতার অবক্ষয়ের কারণে হচ্ছে না? নৈতিকতাহীন শিক্ষা মানুষকে সভ্য করেনা। মানুষের মধ্যে প্রকৃত মনুষ্যত্ববোধ জাগিয়ে তুলতে নৈতিক শিক্ষার বিকল্প নেই।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ২:০৪

দধীচি বলেছেন: হ্যা নিষ্ক্রিয় হইছে এখন কি মারামারি করবেন?

৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:০৩

ইনোসেন্ট মিনহাজ বলেছেন: সমাধান হিসেবে প্রথমেই এই ধরনের চিন্তা আসাটা ও নিষ্ক্রিয়তার লক্ষণ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.