নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র

ইনোসেন্ট মিনহাজ

বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র

ইনোসেন্ট মিনহাজ › বিস্তারিত পোস্টঃ

হায়রে বর্ণ প্রথা! হায়রে মানবতা! হায়রে গণতন্ত্র!

৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:১০

হায়রে বর্ণ প্রথা! হায়রে মানবতা! হায়রে গণতন্ত্র! বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতের উত্তর প্রদেশে নয়দার গৌতমবুদ্ধ নগরে নিম্ন বর্ণের এক দম্পতিকে ডাকাতের বিরুদ্ধে মামলা করতে পুলিশের কাছে গেলে পুলিশ দম্পতিকে উলঙ্গ করে রাস্তায় পিটায়। বৃহত্তম গণতান্ত্রিক দেশে এই যদি হয় পুলিশের গণতন্ত্র চর্চার উজ্বল দৃষ্টান্ত, তাহলে সেই দেশ কিভাবে অন্যকে গণতন্ত্র শিক্ষা দিবে? যে দেশে প্রতিনিয়ত গণধর্ষণ হয়, যে দেশ ধর্ষণের নগরী নামে খ্যাত, তারা কিভাবে অন্য দেশের গণতন্ত্র পর্যবেক্ষণ করে? যে দেশের Television channel serial গুলো আমাদের শান্তি পূর্ণ পরিবারে বিবাদ সৃষ্টির policy শিক্ষা দেয়, আমরা কেন তাদের সংস্কৃতি লালনে এত আগ্রহী? ভারত এখনো নিজেদের সভ্য করতে পারেনি, যাদের মধ্যে এখনো তীব্র বর্ণ প্রথা বিরাজমান,তারা কিভাবে আমাদের সভ্যতা শেখায়? গণতান্ত্রিক দেশের সাইনবোর্ড থাকলে চলবে না, বৃহত্তম সংবিধান থেকে কি লাভ, ব্যক্তির mindset এ গণতন্ত্র না থাকলে? সুতরাং প্রথমে নিজেদের সভ্য কর। অন্যথায় সভ্যতার বুলি গানের মত সুর করে সর্বত্র গাইতে পারবে, কিন্তু নিজেদের অসভ্যতার কলঙক থেকে কখনো মুছতে পারবেনা।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:২১

বাংলার ফেসবুক বলেছেন: হায়রে বর্ণ প্রথা! হায়রে মানবতা! হায়রে গণতন্ত্র! ভাই এখন এ গুলেঅ আর ডাঙ্গা বাধেনা এখন তো কাকের মাংসো কাকে খাচ্ছে। ঘরে ঘরে গৃহযুদ্ধো। গণতন্ত্র আজ বাক্সে বন্ধি হয়ে রয়েছে। সুন্দর পোষ্ট।

২| ৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১:১৯

বাক স্বাধীনতা বলেছেন: হবে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.