নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র

ইনোসেন্ট মিনহাজ

বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র

ইনোসেন্ট মিনহাজ › বিস্তারিত পোস্টঃ

"আমি পারবো,আমাকে পারতেই হবে"

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ২:০৬

ভয় পাওয়াটা খুব সহজ যদি মন থেকে দুর্বল হয়ে পড়েন। বোকা হওয়াটা অনেক সস্তা যদি নিজেকে সবসময় গুটিয়ে রাখেন।--বিফল হওয়াটা আরও সহজ যদি সফলতার রাস্তা থেকে নিজেকে সরিয়ে আনেন। উপরের কথাগুলো নেতিবাচক যা আমাদের কখনোই কাম্য নয়। এবার সত্যি করে নিজেই নিজের হিসাব নিনতো---
১। আপনি কতবার সফল হতে চেয়েছেন?
২। কতবার সফল হবার জন্যই কাজকরেছেন?
৩। জেনেছেন "পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি"- তবে আপনি কতবার এই ছোট্ট কথাটি বিশ্বাসকরে পরিশ্রমী হয়ে উঠেছেন ?
৪।হাজারবার শুনেছেন-"পৃথিবীকে বদলে দিতে নিজেকে বদলে দাও",আপনি কি সত্যিই আজও বদলেছেন?
৫।স্বপ্ন আছে অনেক, একবারও কি সেইস্বপ্ন পুরণেই কাজ করেছেন?
৬।ভাগ্যকে দোষ দিতে চান, একবারও কি সেই ভাগ্য রচনায় মনোযোগ দিয়েছেন?

উত্তর যেমনটাই হোক......জেনে রাখুন,যেদিন হতে উপরের প্রশ্ন গুলোর প্রতিটির ব্যাপারে শতভাগ সঠিক উত্তর দিতে পারবেন, সেদিন থেকেই আপনার সফলতার গল্পের সূচনা হবে। আর যারা চলতে চলতে ক্লান্ত, তারা হতাশার সাগরে না ডুবে স্মরণ করুন জগত-বিখ্যাতদের সংগ্রামের দিনগুলোর কথা।পৃথিবীতে এমনও মানুষ আছেন যাদের থলেতে ১০০০ বারও বিফল হবার গল্প রয়েছে!! সুতরাং ধৈর্য ধরুন, কী করেছেন বা কী হয়েছে তার থেকেও গুরুত্বপূর্ণ হল বর্তমান। কেননা এর থেকেই আসবে আগামির ভবিষ্যত! তাই ভবিষ্যৎকে সাজাতে তৎপর হোন এখনই। সবসময় আল্লাহর উপরভরসা রেখে নিজেকে বলুন-"আমি পারবো,আমাকে পারতেই হবে"!!

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৩৫

মহা সমন্বয় বলেছেন: হ্যাঁ অবশ্যই পারতেই হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.