নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোহাম্মদ সোহাগ (A sinner slave of Allah) 2. সভ্যতার অসংগতি তুলে ধরার চেষ্ঠা করি ।\n

স্বপ্নবাজ তরী

প্রতিনিয়ত সৎ থাকার চেষ্টার যুদ্ধে লিপ্ত একসৈনিক

স্বপ্নবাজ তরী › বিস্তারিত পোস্টঃ

এইসব কি হচ্ছে ? তবে কি বিবেক , চিন্তাশীলতা হারিয়ে যাচ্ছে ?

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫২


জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে যা হচ্ছে তার জন্য একজন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে আমি লজ্জিত এই ভেবে যে কিভাবে এমন বিবেক শূন্য শিক্ষার্থীদের কাতারে আমি নিজেও।
তাদের ব্যানারের দিকে খেয়াল করুণ, " No Teacher from private University." what the fucking joke it is?
সংবিধানের কোন ধারায় এমনটি উল্লেখ্য আছে। সামান্য বিবেক খাটাও , চিন্তা করো কিছুদিন আগেও জাককানইবি ছিল না । যদি আজও না থাকত তবে তোমরাও কোন না কোন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রই হতে। আশে পাশে চোখ খোলে দেখ, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বাংলাদেশের সবচেয়ে সম্মানজনক পরিক্ষা বিসিএস এ এখন প্রথম সারিতে, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, প্রযুক্তি ও দক্ষ মানব সম্পদ তৈরিতে তাদেরও অবদান রয়েছে এবং থাকবে । তাদেরকে হেয় করা আর নিজের উচ্চতাকে খাটো করা একই কথা ।

প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সীমাবদ্ধতা আছে তাই বলে ছাত্রের জীবনযাত্রা বা হলে না থাকাটা তার মেধাশূন্যের পরিচয় বহন করে না।
তোমরা আন্দোলন করতে পারো, দুর্নীতি, স্বজনপ্রীতির বিরুদ্ধে কিন্ত ঢালাও ভাবে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা পাবলিক বিশ্ববিদ্যালয়ের টিচার হতে পাবরে না, এটা কতটা যুক্তিক।
যোগ্যতা ও মেধা দিয়ে যেই কেউই পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবার অধিকার রাখে।অতএব, অযুক্তিক বাক্যবিনিময় না করে যুক্তির দিকে আসো। অন্যের সাফল্যে, হীনমন্যতা ঝেড়ে উৎফুল্ল হবার চেষ্টা করো

মন্তব্য ২৬ টি রেটিং +২/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫৩

স্বপ্নবাজ তরী বলেছেন: জাককানইবিতে আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা

২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫৯

প্রামানিক বলেছেন: তাহলে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যারা লেখাপড়া করল তারা যাবে কোথায়?

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৫১

স্বপ্নবাজ তরী বলেছেন: তারা দেশের বাহিরে যাবে :) :) :) :) :) :)

৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:১৯

মাঝিবাড়ি বলেছেন: হা হা হা. ...... ফকিং জোক! এদের পিটাই না ক্যারে??

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৫২

স্বপ্নবাজ তরী বলেছেন: এদেরকে পিটিয়ে লাভ নাই ..... তাহলে আবার আন্দোলন .....

৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:২৬

রিফাত_হাসান বলেছেন: এসবই এ+ এর পার্শ্ব প্রতিক্রিয়া। আন্দোলন করতে হবে তাই করি। কি কেন কখন কোথায় জানি না।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৫৩

স্বপ্নবাজ তরী বলেছেন: এসবই এ+ এর পার্শ্ব প্রতিক্রিয়া
হতে পারে ..

৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৪০

Syeed Rafiqul Haque বলেছেন: পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়লেই সে জ্ঞানী, শিক্ষিত, বুদ্ধিমান আর মেধাবী---এমনটি ধারণা করা সম্পূর্ণ বোকামি। আর মূর্খতাও বটে।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৫৪

স্বপ্নবাজ তরী বলেছেন: সহমত।

৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৫৭

মানবী বলেছেন: আমাদের দেশের প্রতিটি ক্ষেত্রে রাজনৈতিক দলীয়করন, আত্মীয়তোষণ এমন প্রকট ভাবে বিরাজ করছে যে বর্তমান একটি কনফিউজড ও সংকীর্ণমনা প্রজন্মের সৃষ্টি করেছে! এরা দূর্নীতি আর স্বজনপ্রীতিটাকে স্বাভাবিক মনে করে আর সংকীর্ণ মনটা নিজদের গন্ডী পেরিয়ে বিশালতাকে ছুঁতে ব্যর্থ হয়!

তানাহলে এমন হাস্যকর এক আন্দোলনে নামার আগে একবারের জন্য হলেও ভাবা উচিৎ ছিলো নিজের দেশের প্রাইভেট ইন্সটিটিউশনের ছাত্র ছাত্রীদের যদি তার বিশ্ববিদ্যালয়ে স্থান না হয় তাহলে আমরিকা, ইউরোপ সহ বিভিন্ন দেশের উন্নত বিশ্ববিদ্যালয়গুলো বাংলাদেশের ছাত্রদের গ্রহন করবে কেনো?

আমাদের মানসিকতা সংকোচন আশংকাজনক!!!

পোস্টের জন্য ধন্যবাদ।
আর এই তথাকথিত আন্দোলনের নিন্দা জানাই।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:০০

স্বপ্নবাজ তরী বলেছেন: নিজের দেশের প্রাইভেট ইন্সটিটিউশনের ছাত্র ছাত্রীদের যদি তার বিশ্ববিদ্যালয়ে স্থান না হয় তাহলে আমরিকা, ইউরোপ সহ বিভিন্ন দেশের উন্নত বিশ্ববিদ্যালয়গুলো বাংলাদেশের ছাত্রদের গ্রহন করবে কেনো? সহমত..

৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:১০

খায়রুল আহসান বলেছেন: এমন দাবী ন্যায্য ও যুক্তিসঙ্গত নয়। ছেলে মেয়েরা ভুল পথে চলেছে। তাদের পেছনে হয়তো ভুল কেউ কলকাঠি নাড়াচ্ছে।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:২৭

স্বপ্নবাজ তরী বলেছেন: তাদের পেছনে হয়তো ভুল কেউ কলকাঠি নাড়াচ্ছে।
হতে পারে
তবু নিজস্বতা বলতে ত একটা কথা আছে

৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:১৭

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: শিক্ষা, শিক্ষা মাধ্যম, শিক্ষক এবং শিক্ষা প্রতিষ্ঠান কে ওপেন সোর্স করা উচিত। যেখানে যে কেউ মেধা থাকলে প্রবেশ করতে পারবে। সেটা প্রাইভেট হউক আর জাতীয় হউক তাতে আপত্তি থাকার কথা না। যারা এই সমস্ত কথা বলছে তারা না জেনে বলছে।

৯| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:২৬

ক্লে ডল বলেছেন: যোগ্যতা বড় না, বিশ্ববিদ্যালয় বড়। শুধু এ কারণেই আন্দোলন? হা হা হা!!

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:২৯

স্বপ্নবাজ তরী বলেছেন: সবই রেডিকোলাস....

১০| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:২২

টারজান০০০০৭ বলেছেন: প্রাইভেট , পাবলিক দুটোরই অভিজ্ঞতা নিয়ে কইতে পারি, পাবলিক এ ভালো ছাত্ররাই বেশি ভর্তি হয়।তবে নার্সিং এর অভাবে মাত্র ২০% ছাত্র নিজ প্রচেষ্টায়, গুটিকয়েক গুণী শিক্ষকের অবদানে ভালো কিছু শিখে আসে। পক্ষান্তরে, প্রাইভেট এ অপেক্ষাকৃত কম ভালো ছাত্ররাই ভর্তি হয়। (ব্যাতিক্রম আছে , কিছু প্রাইভেটে বড়োলোকের পোলাপাইন গ্রাজুয়েশন কইরাই বিদেশে যাইবো এর লাইগ্গা পড়ে, কিছু ভালো ছাত্র পছন্দের সাবজেক্ট এ চাঞ্চ না পাইয়া পড়ে, কিছু ভালো ছাত্র ঢাকা ছাইড়া যাইবোনা এর লাইগ্গা পড়ে). ভালো দিক হইলো ভালো নার্সিংয়ের কারণে ভালো প্রাইভেট গুলোর ৫০ % স্টুডেন্টই শিখে আসে।বিদেশের বেশিরভাগ নামকরা ইউনিভর্সিটিই প্রাইভেট।পাব্লিকেতো থার্ড ক্লাস এবং ফেল করা সবচেয়ে কঠিন।তাই সারাবছর আন্দুলন কইরা , না পইড়াও যখন সেকেন্ড ক্লাস নিশ্চিত, তখন পোলাপাইন পিরিত আর আন্দুলন ছাড়া আর কি করবো ?

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৩০

স্বপ্নবাজ তরী বলেছেন: সহমত

১১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩২

সত্যপথিক ২ বলেছেন: জনাব পোস্টটা বড়ই একপেশে হয়ে গেলো...।।অযোগ্য ভিসি পুত্রের নিয়োগের জন্য যে কাহিনী গুলা করা হচ্ছে তা তো বলনেননা । নাকি আপনিও ওই দলে , যাদের অযোগ্য পারিবারিক সদস্যদের পুর্নবাসন করা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে । ভর্তি বাণিজ্য যাদের নিয়ে করতেন তাদের তো এবার প্রশাসনে নিয়ে নিয়েছেন। আরামে টাকা কামাবেন বলে। অনেক কাহিনী ...যে গুলা বললে একটা বড় পোস্ট হয়ে যাবে । আপনাদের আত্মীয় স্বজনরা ৩.২৫ নিয়ে শিক্ষক হয় ..ভালো যোগ্য শিক্ষকদের আপনারা আসতে দেননা...প্রশাসন থেকে শুরু করে ইলেক্ট্রিশিয়ান পর্যন্ত আপনাদের পারিবারিক লোক । ...... যারা আগ্রহী তারা মূল ঘটনা দেখুন এই খানে Click This Link



প্রথমে অনেকগুলা যোগ্য প্রার্থী বাদ দিলেন ,...প্রতিবাদের গুঞ্জন উঠতেই এহসানকে দুই মাসের ছুটি দিলেন, আর এহসান গরুর বিখ্যাত কবিতা প্রসব করল...।। অতঃপর সবাই প্রতিবাদে ফেটে পড়লো...।। এহসানের বিচার চাই...। এহসানের বিচারের আশ্বাস দিলেন...। ছাত্র ছাত্রীরা আবার পুরুনো ইস্যুতে আন্দোলনে নামলো । দেখাগেল ইস্যু সৃষ্টির এই কৌশলে কাজ হলো না...

এর পর বিস্ববিদ্যায়ের ইতিহাসে যা ঘটেনি তা ঘটলো । পুলিশ ফাঁড়ির ১০০ গজের মধ্যে, ভিসি স্যারের বাংলোর গেট থেকে ২৫ গজের মধ্যে অজ্ঞাত নামা দুষ্কৃতিকারীরা স্বরস্বতী পূজার প্রতিমা ভাংচুর করলো ।
সিসি ক্যামেরা গুলো ঘটনা রেকর্ড করতে পারলো না । পুলিশ কিছু দেখেনি , বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিরাপত্তা বাহিনী কিছু জানে না । ১০ গজ দুরে ডরমেটরির কেউ টের পলোনা ...।

অতঃপর আমাদের অসাম্প্রদায়িক বাংলাদেশে প্রতিমা ভাংচুররের বিপক্ষে প্রতিবাদের ঝড় উঠলো। অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা হলো । অনিয়ম অভ্যস্ত নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মাঝে যারা প্রতিবাদে করছিল, তাদের ভিসির বাংলোয় ডাকা হলো...। পরোক্ষ ভাবে শাসিয়ে দেওয়া হলো...মামলা একটা আছে...অজ্ঞতনামা সাম্প্রদায়িক শক্তিকে গারদে পুরা হবে...... বঙ্গবন্ধুর সোনার বাংলায় ।। ইত্যাদি ...ইত্যাদি...।।

এখন ক্যাম্পাসে প্রতিদিন দুটো দলের মিছিল হয় একটা নিয়োগে অনিয়মের বিরুদ্ধে , আরেকটা করেন অসাম্প্রদায়িক শক্তির অতন্দ্র প্রহরীরা। যারা প্রথমে অনিয়মের বিরুদ্ধে ফেসবুকে ঘোষণা দিয়ে মাঠে নেমেছিলেন।
তার কিছুদিন পর ভিসি স্যারকে ধন্যবাদ দিয়ে সাম্প্রদায়িক শক্তির বিপক্ষে মাঠে নেমেছেন ।


এতই যদি যোগ্য তাহলে নিয়োগ দিতে এত মরিয়া কেন? কেন এত নাটক ...।।

এইসব কি হচ্ছে ? তবে কি বিবেক , চিন্তাশীলতা হারিয়ে যাচ্ছে ?
what the fucking joke it is?


ছিঃ ছিঃ আপনাকে আপনি এত নিচে নামতে পারলেন !!!



০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:১৪

স্বপ্নবাজ তরী বলেছেন: তোমরা যুক্তিক আন্দোলন করতেই পারো , সেটা আমিও বলছি ,--- তুমি হয়ত লেখা টি ঠিক ভাবে পড়নি , পুনরায় দিলাম "তোমরা আন্দোলন করতে পারো, দুর্নীতি, স্বজনপ্রীতির বিরুদ্ধে কিন্ত ঢালাও ভাবে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা পাবলিক বিশ্ববিদ্যালয়ের টিচার হতে পাবরে না, এটা কতটা যুক্তিক।"
" No Teacher from private University. এটাই বা কতটুকু যুক্তিক???

১২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫২

চাঁদগাজী বলেছেন:

"সংবিধানের কোন ধারায় এমনটি উল্লেখ্য আছে। সামান্য বিবেক খাটাও , চিন্তা করো কিছুদিন আগেও জাককানইবি ছিল না । "

-সংবিধানে কি থাকে উহা আপনার মাথায় নেই।

প্রাইভেটের শিক্ষকেরা কেরানীর পরীক্ষা দিলে ফেল করবে; উহারা প্রাইমারী স্কুলের জন্য ওকে।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:১৮

স্বপ্নবাজ তরী বলেছেন: আপনি কি প্রাইভেট থেকে পাশ করা জিনিস নাকি ??? নাকি কেরানীর চাকুরীও জুটেনি বলে সারাদিন ব্লগে ব্লগে ঘুরে আজে বাজে অযুক্তিক কমেন্ট করাই আপনার কাজ ।

১৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:০৩

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: উপরে আমার করা মন্তব্যটি মুছে দেন, সাথে এটাও। আমি ভুল যায়গায় প্রবেশ করেছি, ভুল যায়গায়!

১৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:২৫

টারজান০০০০৭ বলেছেন: উপরে একজন শিক্ষাবিদ(!) ল্যাদায়া গেলো।

১৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:০৫

সত্যপথিক ২ বলেছেন: @Tarzan00007
" না পইড়াও যখন সেকেন্ড ক্লাস নিশ্চিত, তখন পোলাপাইন পিরিত আর আন্দুলন ছাড়া আর কি করবো ?"
"বিদেশের বেশিরভাগ নামকরা ইউনিভর্সিটিই প্রাইভেট।"

USA এর Stanford University এর সাথে বাংলাদেশের Stanford University তুলনা করছেন (!)
দুটোই তো প্রাইভেট... আপনার কমেন্টের জবাব দিতেই ইচ্ছে করছিলোনা । কিন্তু পাবলিক প্লেসে আজেবাজে বকছেন তো ............

না জেনে কথা বলবেননা । আমাদের কত জনের ঠিকমত পড়াশোনা না করার কারণে সেমিস্টার গ্যাপ যায়, ভার্সিটি থেকে ঝরে পড়ে
তাদের খোঁজ একটু নিয়ে কথা বলবেন। পাবলিকে না পড়লেও সেকেন্ড ক্লাস, কোন পাবলিকে পড়াশোনা করেছেন কোন দিন? নাকি
বাইরে থেকে একটা মনগড়া ধারণা নিয়ে ফালতু বকে যাচ্ছেন !

ভালো বিশ্ববিদ্যালয় মানে একটা ফ্লাটে (!)নার্সিং করে পড়ানো...।!! ভালো , তাহলেই পোলাপান শিখবে...।

দেশে ভালো মানের কয়েকটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে এটা সত্য, কিন্তু বাকি গুলোতে সনদ বাণিজ্য অবাধে চলে তা কি জানেন !?
বিশ্বাস হচ্ছে না, ফালতু কথা মনে হচ্ছে জনাব এখনি প্রমাণ দিচ্ছি-

উপরের কমেন্টের লিংকে গেলে দেখেতে পাবেন একজন নিয়োগ পেয়েছে যার নাম রনি ।
যে JKKNIU তে পড়ার সময় একটা ছাত্র সংগঠনের নেতৃত্ব দিয়েছে , আবার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে + এক্সট্রা কারিকুলাম এক্টিভিটি(!) তো ছিলই ।
JKKNIU এর নিয়ম হলো মিনিমাম ৭৫ % উপস্থিত থাকতে হবে প্রতিটা কৌর্সে ,কোন কৌর্সে এর কম হলে তার সেই সেমিস্টার লস হবে। ৭৫ % হলে জরিমানা দিয়ে + আরও অনেক ফর্মালিটি করে পরীক্ষা দেওয়া যায়। কিন্তু ৬৫ % এর কম হলে কোন অবস্থাতেই পরীক্ষা দেওয়া যাবেনা । এমনকি একটা কৌর্সে এই অবস্থা হলেও সেমিস্টার লস । আর সেমিস্টার লস মানে ইয়ার লস। তখন ক্লাস হত সপ্তাহে ৫ দিন ।
ত্রিশালে পড়াশোনার পাশাপাশি সেই প্রতিবান ব্যক্তি কি করে প্রাইভেট থেকে ইঞ্জিনিয়ারিং (EEE)এ গ্রাজুয়েশন এর সার্টীফিকেট পায় (!) ।! দুই জায়গায় বাস্তবিক ভাবেই তার সময় দেওয়া সম্ভবনা ।

বিষয়টা হচ্ছে সনদ যখন কিনতে পাওয়া যাচ্ছে , আর আইনগত ভাবেও তারা সনদ দিতে পারে তবে একটা কিনে রেখে দেই ।
আমি আবারো বলছি সব গুলা প্রাইভেট বিশ্ববিদ্যালয় এমন না ।

চোখ খোলা রেখে জেনে বুঝে কথা বলতে আসবেন । কাউকে কোন কিছু আরোপ করার আগে প্রমাণ সহ জেনে তার পর কথা বলবেন ।

১৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫১

টারজান০০০০৭ বলেছেন: @সত্যপথিক ২। আপনার চোখে কি ঠেকছে ? আমার মন্তব্য কি চোখ বন্ধ কইরা পড়ছেন ? অন্ধ হলেই তো প্রলয় বন্ধ হয়না , ভাইডি ! আমার মন্তব্যের শুরুতেই বলেছি, 'পাবলিক আর প্রাইভেটের অভিজ্ঞতা নিয়েই বলছি ' . এইডা কি চোখে পড়ছিলো ? নাকি ব্যানার দিয়া চোখ ঢাইক্কা রাখছিলেন ? চোখখান কচলাইয়া লন। অনিয়ম হইলে , ব্যাক্তি বিশেষের বিরুদ্ধে আন্দুলন করেন , ঠিক আছে। তাই বইলা 'বরিশাইল্লা সব খারাপ ' এই কথাতো কইতে পারেন না। আর আমার শিক্ষাগত যোগ্যতা লইয়া আপনার টেনশন করার কোনোই কারণ নাই ! আপ্নে পি এইস ডি করা মহা মূর্খ হইলে আমার কি ? মাথাত থেকে বিচিদুইখান নামাইয়া জায়গামতোন রাখেন , 'সত্য' দেখতে পাইবেন !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.