নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোহাম্মদ সোহাগ (A sinner slave of Allah) 2. সভ্যতার অসংগতি তুলে ধরার চেষ্ঠা করি ।\n

স্বপ্নবাজ তরী

প্রতিনিয়ত সৎ থাকার চেষ্টার যুদ্ধে লিপ্ত একসৈনিক

স্বপ্নবাজ তরী › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ জানালা

১৯ শে জুলাই, ২০১৭ রাত ১০:৩৯

আজ আর নেই সেই জারুল গাছটা
যার পত্রপল্লবে ঢেকে যেত,
তোমাদের ফ্ল্যাটের জানালা।
প্রতিদিনই সময় অসময়ে
তাকিয়ে যেখানে তোমার অবয়ব খুঁজতাম।
মনে মনে কত গালি যে দিয়েছি গাছটাকে
শালা, সারা শহরের এত জায়গা থাকতে
তোকে এইখানেই জন্মাতে হবে
হয়েছিস ভালো,তাই বলে?
আমার প্রেয়সীর জানালার সামনেই
তোর সব ডালপালার জন্মদিতে হবে?

মনে আছে আমাদের ব্লিডিংয়ের কথা?
পিংক কালারের জন্য যে,তোমরা মজা করতে?
আমি মনে মনে মালিককে কত গালি দিছি
কিপটা বলে, তার রুচি নিয়ে।
শালা টাকা লাগলে নেয়
তবু যেন রংটা পরিবর্তন করে।
ব্লিডিংয়ের রং চেঞ্জ করছে
পিংক কালার বদলিয়ে এখন গাঢ় ধূসরে।

আজ জারুলগাছটা নেই,পিংক কালারও নেই
সাথে তোমরাও ছেড়েছ বাসা
কি অদ্ভুদ!
জারুল গাছটাও জানত, তুমি আমার না
তাইতো আড়াল করে রেখেছে তোমায়-
আমার কাছ থেকে।
পিংক কালারও তোমার অনুভূতি বুঝেছে
নেই কোন মায়া তোমার, আমার জন্যে।
শুধু আমিই জানি নি, আমিই বুঝছিনি
তাইতো বিরহ ব্যথা নিয়ে আজও
ঐ জানালার ফাঁকে তোমায় খুঁজি।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুলাই, ২০১৭ রাত ১০:৪৪

ইফতেখারুল মবিন বলেছেন: আহারে!!

১৯ শে জুলাই, ২০১৭ রাত ১০:৪৮

স্বপ্নবাজ তরী বলেছেন: :P

২| ১৯ শে জুলাই, ২০১৭ রাত ১০:৫৩

নদীর মোহনা বলেছেন: পিংক কালারও তোমার অনুভূতি বুঝেছে
নেই কোন মায়া তোমার, আমার জন্যে।
শুধু আমিই জানি নি, আমিই বুঝছিনি
তাইতো বিরহ ব্যথা নিয়ে আজও
ঐ জানালার ফাঁকে তোমায় খুঁজি।


দারুন লিখেছেন কবি। যতদিন বেচে থাক কবি, ততদিন চেয়ে যেতে থাক জানালার ফাক দিয়া। ভাল লাগল।

১৯ শে জুলাই, ২০১৭ রাত ১১:০৪

স্বপ্নবাজ তরী বলেছেন: ধন্যবাদ । যতদিন বেচে থাকবো, ততদিন জানালার দিকে চেয়ে থাকা হয়ত হবে না । কারণ কিছুদিনের মধ্যে হয়ত বাসা পরিবর্তন করবো ।

৩| ১৯ শে জুলাই, ২০১৭ রাত ১১:২৩

কানিজ রিনা বলেছেন: বেশ লেখাটা দারুন, দোশটা জারুল গাছের।
ধন্যবাদ।

১৯ শে জুলাই, ২০১৭ রাত ১১:৩১

স্বপ্নবাজ তরী বলেছেন: আপনাকেও ধন্যবাদ

৪| ২০ শে জুলাই, ২০১৭ রাত ১:৪৬

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লিখেছেন +

২২ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:৫১

স্বপ্নবাজ তরী বলেছেন: ধন্যবাদ।

৫| ২৩ শে জুলাই, ২০১৭ রাত ৩:১৫

এম আর তালুকদার বলেছেন: চমৎকার।

২৫ শে জুলাই, ২০১৭ রাত ১:১৬

স্বপ্নবাজ তরী বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.