নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোহাম্মদ সোহাগ (A sinner slave of Allah) 2. সভ্যতার অসংগতি তুলে ধরার চেষ্ঠা করি ।\n

স্বপ্নবাজ তরী

প্রতিনিয়ত সৎ থাকার চেষ্টার যুদ্ধে লিপ্ত একসৈনিক

স্বপ্নবাজ তরী › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ মুক্তি দেয়

২২ শে জুলাই, ২০১৭ সকাল ৮:৪৬

সময়টা খুব খারাপ যাচ্ছে
লিখবো কি আজ?
সময়ই আমায় বারন করে
কলমটা আজ বড্ড নড়ে
শংকা কিবা অদ্ভুদ ভয়ে
সবই ত নিলে কেড়ে
আমায় নিচ্ছো না কেন?
আমার বাক্য, শব্দ
না বলা কথা, সবই ত তোর করলে
তবে এমন নির্জীব করে
পশু করে কেন রাখলে আমায়?
চিবিয়ে খা
না হয় বাঁচতে দেয়?

মুক্তি দেয় আমার কলমের
মুক্তি দেয় বচনের
মুক্তি দেয় আমার স্বকীয় সত্ত্বার
আমার চলন, ব্যঙ্গের।

গুমোট অন্ধকার ভয়ের ত্রাস
আর কতদিন?
শিয়াল, কুকুরগুলোর ঘেউঘেউ
বন্ধ হবে যেদিন?
তোরা লুকাবি কোথায় সেইদিন?

মুক্তি দেয়,
আমার দস্তখতের
মুক্তি দেয়
আমার আমিত্বের বন্দিকে
না হয় কামড়িয়ে খাবো তোকে
তোর গনতন্ত্রকে।

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২২ শে জুলাই, ২০১৭ সকাল ১০:১৩

খায়রুল আহসান বলেছেন: কবিতার শেষ দু'লাইনে যে সাহস প্রকাশ পেয়েছে, বাকী কবিতায় তা অনুপস্থিত।

২২ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:৩৬

স্বপ্নবাজ তরী বলেছেন: ঐ অজানা ভয়ে....

২২ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:৩৭

স্বপ্নবাজ তরী বলেছেন: দোয়া করুন, যাতে ভয় কে করতে পারি জয়

২| ২২ শে জুলাই, ২০১৭ দুপুর ১:২৮

এম আর তালুকদার বলেছেন: মুক্তি দে, মুক্তি দে। এই শয়তান নরপিচাশদের থেকে মুক্তি মনে হয় এত সহজ নয়।

২২ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:৩৭

স্বপ্নবাজ তরী বলেছেন: সময় এসেছে রুখে দেয়ার.. প্রস্তুতি নিন..

৩| ২২ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:৪৪

এম আর তালুকদার বলেছেন: প্রস্তুত তো সেই কবে থেকে। শুধু একজন সেনাপতির ডাকের অপেক্ষায়। জানিনা বাংলার আকাশে আবার কবে গনতন্ত্রের সোনালী সূর্য্যের উদয় হবে আর মক্তি পাবে সাধারন জনতা !!!

২২ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:৪৮

স্বপ্নবাজ তরী বলেছেন: ডাক আসবে অচিরে, রাত এতটা দীর্ঘ হয় না।

৪| ২২ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:০৬

এম আর তালুকদার বলেছেন: ভরসা রাখলাম নৌ...য়, হা হা হা...

২২ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৫৮

স্বপ্নবাজ তরী বলেছেন: :P

২২ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৫৯

স্বপ্নবাজ তরী বলেছেন: নতুন কিছু তে ভরসা খুঁজতে হবে আমাদের, এর বাহিরে কোন মুক্তি নেই।

৫| ২২ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:০৯

এম আর তালুকদার বলেছেন: সামান্য বৃষ্টিতেও বাহিরে বের হতে পারি না, ডুব সাতার দিতে গেলে আবার ম্যানহোলে ঢুকে যাওয়ার ভয়। এবার বলুন তার উপর ভরসা না রেখে পারি কি করে !!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.