নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোহাম্মদ সোহাগ (A sinner slave of Allah) 2. সভ্যতার অসংগতি তুলে ধরার চেষ্ঠা করি ।\n

স্বপ্নবাজ তরী

প্রতিনিয়ত সৎ থাকার চেষ্টার যুদ্ধে লিপ্ত একসৈনিক

স্বপ্নবাজ তরী › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ চুদির ভাই তুই!!

২২ শে জুলাই, ২০১৭ দুপুর ১:৩৬

বন্দুক, গুলি আর
লাঠি আমার টাকায় কিনে
যে শালা আমায় গুলি করে
চুদির ভাই তুই আজ থেকে।

অন্যায়, বৈষম্য করে,
ভোটের মধ্যে মুক্তি বলে
যে শালা, গনতন্ত্রেেরর কথা কয়
চুদির ভাই তুই, আজ থেকে।

যৌবন, তারুন্যের
শক্তিতে যে মুক্তি খুঁজে
পা-চাটে অন্ধকারে
চুদির ভাই তুই আজ থেকে।

সেলফি, কুলফি আর
ফেবু প্রচারণায় মগ্ন থেকে
কর্মে যে ফাঁকি দেয়
চুদির ভাই তুই আজ থেকে।

যে শালা এসি রুমে বসে
ঘামের টাকায় পিষ্ট করে
আমারই হাড়গোড়।
চুদির ভাই তুই আজ থেকে।

চুদির ভাই তুই
যে নির্দেশ দে
চুদির ভাই তুই
যে মুচকি হাসে
চুদির ভাই তুই
যে চুপ থাকে।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২২ শে জুলাই, ২০১৭ দুপুর ২:০০

এম আর তালুকদার বলেছেন: এই কবিতার ক্ষোভটা কতজন বুঝবে জানিনা। উফ ! আর কত ?

২২ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:২৮

স্বপ্নবাজ তরী বলেছেন: আর সময় নেই। এখন রুখে দেয়ার সময় এসে গেছে।

২| ২২ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:০৮

তারেক ফাহিম বলেছেন: সব ক্ষোভকি চুদির ভাই বলেই শেষ হয়???

২২ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:২৭

স্বপ্নবাজ তরী বলেছেন: না, শেষ হয় না। কিন্তু আমরা ত দিনদিন অন্যায়ের প্রতিবাদ বা সমালোচনা করটাই ভুলে যাচ্ছি। এবাবে চলতে থাকলে ত একসময় আমরা ভুলেই যাবো প্রতিবাদ কি? অন্তত প্রতিবাদ করতে থাকি।

৩| ২৩ শে জুলাই, ২০১৭ সকাল ১০:৩৬

মার্শাল আরমান বলেছেন: অসাধারণ!

৪| ২৩ শে জুলাই, ২০১৭ সকাল ১০:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: রাগের চোটে ভাষা অসংযত করা ঠিক না
এ দিয়ে কিছুই হবে না ভাই
না প্রতিবাদ না অন্য কিছু


এসব দেখে কষ্ট লাগে আসলেই
:(

৫| ২৩ শে জুলাই, ২০১৭ সকাল ১১:২৩

কাউয়ার জাত বলেছেন: চুদির ভাই শব্দটির ব্যাখ্যামূলক তাৎপর্য জানতে চাই।

৬| ২৩ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৪৬

টারজান০০০০৭ বলেছেন: প্রথম আলু সাহিত্য পুরস্কার নিশ্চিত !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.