নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোহাম্মদ সোহাগ (A sinner slave of Allah) 2. সভ্যতার অসংগতি তুলে ধরার চেষ্ঠা করি ।\n

স্বপ্নবাজ তরী

প্রতিনিয়ত সৎ থাকার চেষ্টার যুদ্ধে লিপ্ত একসৈনিক

স্বপ্নবাজ তরী › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ ক্ষণিকালয়

১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৫০

কবিতাঃ ক্ষণিকালয়।

একবার এসেছিল শঙ্খচিলের দল
তারারা ঢাকা পড়েছিল ডানার আড়ালে,
নীল আকাশেও অন্ধকার নেমেছিল ভরদুপুরে।

শঙ্খচিল
তোমার নখ, ঠৌঁটও
একদিন ভোঁতা হবে।
তুমিও একা হবে,
তুমিও দলছুটো হবে।
একাকিত্বের স্বাদ
হারানোর বেদনার অনুভূতিতে নড়বে।
কাঁদবে, অশ্রুহীন চোখে,
তুমিও দিকবেদিক উড়বে একদিন।

শঙ্খচিল
তোমার নখের আঁছড়ে বিদির্ণ মন,
দেহ আজ নিথর।
খরস্রোতে ভাসে কত গল্প
কত অজানা, কত অচেনা মুখ।
শঙ্খচিল তুমিও একদিন হবে গল্প।
তোমার ঘুর্ণিপাকে
তুমি নিজে পাক খাবে
গোত্তা খেয়ে পড়ে যাবে
ভাঙা ডানার ব্যথা তুমিও অনুভুব করবে একদিন।

শঙ্খচিল
তোমার তীক্ষ্ণচোখেও একদিন
নেমে আসবে ঘোর কালো অন্ধকার
নেমে আসবে শ্রান্তি।
তোমার ক্ষিপ্রতাও একদিন নড়েচড়ে
বার্ধক্যের মাঝে হারাবে।
তুমিও ঘুমাবে
আমাদের মতো।
দুঃস্বপ্নের কালো ছায়া
তোমাকেও আঁকড়ে ধরবে
ঘুমের ঘোরে চিৎকার করে কাদঁবে
মুক্তির জন্য,
ঘুম থেকে মুক্তির জন্য।
তুমি গোত্তা খাবে ঘুমের ঘরে
ঘুমই তোমার বাস্তব হয়েছে, হবে একদিন ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:০৭

ফয়েজ উল্লাহ রবি বলেছেন: অসাধারণ! লিখেছেন শুভেচ্ছা রইল।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৩৫

স্বপ্নবাজ তরী বলেছেন: ধন্যবাদ।

২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:৩৩

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক ভাল লাগা :)

১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৩৬

স্বপ্নবাজ তরী বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.