নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোহাম্মদ সোহাগ (A sinner slave of Allah) 2. সভ্যতার অসংগতি তুলে ধরার চেষ্ঠা করি ।\n

স্বপ্নবাজ তরী

প্রতিনিয়ত সৎ থাকার চেষ্টার যুদ্ধে লিপ্ত একসৈনিক

স্বপ্নবাজ তরী › বিস্তারিত পোস্টঃ

তুমি আমার নও, আমিও না।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:০৯

আমি কারো নই,
কেউ আমার রাগ, আভিমানের
ধার ধারেনি।
চলতে পথে কেউ আমার দিকে
তাকানোর প্রয়োজন বোধ করেনি।
ভালোবাসা সে ত বহুদুরের কথা,
কেউ একটুখানি মিষ্টি হেসে
চোখের পাতাও নাড়েনি।
আমি কারো প্রেমিক হতে পারিনি
পারিনি কাউকে বলতে,
প্রিয়, হাতটা একটু শক্ত করে ধরো।

নিসঃঙ্গ সময়ে কেউ কোনদিন
আমার পাশে এসে বসেনি,
আমি পাইনি কারো স্পর্শ,
কারো আদরমাখা মুখের কথা
তবু আমিও একসাগর ভালোবাসা নিয়ে
অপেক্ষায় আছি।
আসবে সে। একদিন।
চেয়ে নিবে শেষ ভালাবাসাটুকুও
আমাকে নিঃস্ব করে হয়ত
সে পালিয়ে যাবে অন্যকারো ঘরে,
তবুও আমি ভালোবাসতে চাই।

রাতের আধারের জোনাকির মাঝে
আমি কখনও প্রেম খুঁজে পাইনি
চন্দ্রমাখা মুখের ছবি
বহুবার কল্পনায় একেঁছি,
ঠোঁট, কপাল, নাক ঠিক ভাবে দিলেও
চোখের গভীরের ভাষা আর ফুটে উঠেনি।
তারাদের মাঝে লুকানো ভালোবাসায়
আমিও নিজেকে হারতে চাই।
নিঃস্ব হতে চাই,ভালোবাসার আঘাতে
আমিও অশ্রু ঝরাতে চাই।
হারানো প্রেমের ব্যথায়
রাতের আদারে একাকি হাঁটতে চাই
একপেয়ালা ভালোবাসার সুধা
আমিও চাই।

কেউ আমার জন্য কাঁঠালতলে,
বটতলে কিংবা রেস্টুরেন্টের এসিরুমে
অপেক্ষা করেনি।
আমিও করিনি।
তবুও কফিতে চুমুক দিতে দিতে
ইচ্ছে করে, কারো জন্য
অপেক্ষার খেলায় আমারও মাততে।
মুচকি হেসে,
মানিব্যাগের কচকচে নোটগুলো
খাবার বিল দিয়ে হিরো সাজতে।
আমিও চাই,
অপেক্ষার বিরক্তিকর সময়ও
আমাকে গ্রাস করুক,
ঘামের দুর্গন্ধ, পারমিউমের কাছে হার মানুক।
আমিও কোন রমনীর
হাতের মোয়া হই।
তার চোখের জাদুতে
আমিও হেরে যাই, তার ছলনার রসদ হই।

স্কুল, কলেজ, রাস্তা-ঘাটে
শপিংমলে হাজারও প্রেয়সীর ভীড়ে
কেউ নয় আমার।
আমিও করো নয়।
চোখে চোখে দেখাদেখি
সুন্দর মুখে কত রমনী হাসাহাসি,
চলতি পথে,
কত যুবতীর হয়েছি চোখাচোখি।
কিন্তু প্রেয়সীর জন্যে লুকানো প্রেমের খোঁজ
কেউই রাখেনি।
আমারও ইচ্ছে করে
মনের গহীনে বরফের মতো জমা বেহিসেবি
কথামালা প্রেয়সীর কানেকানে বলি।
কিছুটা পথ হাত ধরে হাঁটি,
শিরি-পরাদ,লাইলি-মজনুর মতো
এই পৃথিবীতে,
আমাদেরও কিছু পদচিহ্ন রাখি।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:১৩

ওমেরা বলেছেন: ওমা ---- কত্ত বড় কবিতা ।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:২০

স্বপ্নবাজ তরী বলেছেন: বেশি বড় হয়ে গেল নাকি??

২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:২১

ওমেরা বলেছেন: আমার তো তাই মনে হয়েছে ।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৩২

স্বপ্নবাজ তরী বলেছেন: কিছুটা বড়, বললাম মতো বড় না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.