নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোহাম্মদ সোহাগ (A sinner slave of Allah) 2. সভ্যতার অসংগতি তুলে ধরার চেষ্ঠা করি ।\n

স্বপ্নবাজ তরী

প্রতিনিয়ত সৎ থাকার চেষ্টার যুদ্ধে লিপ্ত একসৈনিক

স্বপ্নবাজ তরী › বিস্তারিত পোস্টঃ

স্বাধীনতা!?

১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫০

স্বাধীনতা!?
শব্দটি একদিন এনেছিল চিনিয়ে,
বিক্রিযোগ্য মাল হয়ে এখন
হাত বদলে পার করে ব্যস্তসময়ে।

স্বাধীনতার অমোঘ প্রেমে
ঝাঁপিয়ে পড়ে দিয়েছিল যারা প্রাণ
আজ তাঁদের স্বপ্ন
চিঁড়ে খাচ্ছে,স্বাধীন কিছু মাল।

চাকচিক্যের বহর, স্লোগান, প্লেকার্ডের ভাড়ে
হারিয়েছে বাক স্বাধীনতা,
হারিয়েছি কলমের স্বাধীনতা
হারিয়েছি প্রাণ।
এই স্বাধীন দেশে, স্বাধীনতার পরে।

বুদ্ধীজীবী, সুশীল সবই আছে
আছে পুলিশ,আছে কোর্টকাছারি
নেই শুধু ন্যায়,
স্বাধীনতার স্তম্ভ যাকে জানি।

রক্ত এখনও লালই আছে
রক্তকনিকাও দুষিত নহে
নেই শুধু তেজ,
যা গ্রাস হয়েছে পাচাটার শাসনে।

হিন্দিগান, পা চাট বক্তব্য,র্যালি,সেলফির জোরে,
ফুলসজ্জা,আলেকবাতির ঝলকানিতে
যে স্বাধীনতা টিকে আছে
সেটা রবে কতকাল
যদি না পায় স্থান, আগামীর অন্তরে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১৩

লেখা চোর বলেছেন: কবিতাটি আমার ভালো লেগেছে।

২| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩৬

আবু তালেব শেখ বলেছেন: শুভেচ্ছা মহান বিজয় দিবসের

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.